ETV Bharat / bharat

BJP suspends MLA T Raja Singh পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, বিধায়ককে বরখাস্ত করল বিজেপি - Telangana BJP MLA

পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিংকে দল থেকে বরখাস্ত করল বিজেপি (T Raja Singh suspended from BJP) ৷ মঙ্গলবার তাঁকে দল থেকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি ৷ ইতিমধ্যেই ওই বিধায়ককে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ (BJP MLA T Raja Singh arrested) ৷

BJP suspends telangana MLA
Etv Bharat
author img

By

Published : Aug 23, 2022, 3:19 PM IST

Updated : Aug 23, 2022, 4:23 PM IST

হায়দরাবাদ, 23 অগস্ট: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে দল থেকে বরখাস্ত করল বিজেপি শীর্ষ নেতৃত্ব (T Raja Singh suspended from BJP) ৷ একই সঙ্গে তাঁকে শো-কজও করা হয়েছে ৷ কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না, 10 দিনের মধ্যে টি রাজা সিং-কে তার জবাব দিতে হবে ৷ বিতর্কিত মন্তব্যের কারণে মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ ৷

  • BJP suspends party's MLA in Telangana, T Raja Singh; asks him to show cause within 10 days as to why should he not be expelled from the party.

    Earlier today, he was booked for his alleged derogatory comments against Prophet Muhammad.

    (File photo) pic.twitter.com/WdWXXSdyML

    — ANI (@ANI) August 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপি'র কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি মঙ্গলবার টি রাজা সিং-কে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় (BJP suspends MLA T Raja Singh) ৷ দলের তরফে তাঁকে যে নোটিশ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে, "বিভিন্ন বিষয়ে আপনি যে মত প্রকাশ করেছেন তা দলের অবস্থানের সঙ্গে মেলে না ৷ আপনার এইসব মন্তব্য দলের সংবিধানে উল্লিখিত নিয়মের উল্লঙ্ঘনের সমান ৷ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনাকে দল থেকে বরখাস্ত করা হল ৷ কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না, 10 দিনের মধ্যে তাঁর জবাব দিতে হবে আপনাকে ৷"

Etv Bharat
তেলাঙ্গানার দলীয় বিধায়ক টি রাজা সিংকে বরখাস্ত করেছে বিজেপি

আরও পড়ুন: পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার বিজেপি বিধায়ক

হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দু'বারের বিধায়ক টি রাজা সিং (Telangana BJP MLA) ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউটিউব ভিডিয়োর মাধ্যমে পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোমবার রাত থেকে হায়দরাবাদের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ শহরের পুলিশ কমিশনারের দফতরের বাইরেও চলে প্রতিবাদ ৷ বিভিন্ন থানায় ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে টি রাজা সিংয়ের বিরুদ্ধে (BJP MLA T Raja Singh arrested) ৷

ভাইরাল হওয়া ইউটিউব ভিডিয়োয় দেখা গিয়েছে, হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির কাজকে কটাক্ষ করছেন ৷ সেই সময়ই বিজেপি নেত্রীর নূপুর শর্মার মতোই পয়গম্বরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ৷ গত সপ্তাহে হায়দরাবাদে ফারুকির অনুষ্ঠান ভণ্ডুল করে দিতে চেয়েছিলেন টি রাজা সিং ৷ অভিযোগ, অনুষ্ঠান বাতিল করে দেওয়ার জন্য 50 জনের দলবল নিয়ে গিয়ে মঞ্চ ভাঙার চেষ্টা করেন তিনি ৷ কট্টর এই হিন্দুত্ববাদী নেতার অভিযোগ ছিল, ফারুকি তাঁর শোয়ে হিন্দু দেবতাদের অপমান করেছেন ৷

আরও পড়ুন: বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ, বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

অবশ্য এতকিছুর পরেও দমতে রাজি নন ওই বিধায়ক ৷ মঙ্গলবার গ্রেফতারির সময়ে তিনি জানিয়েছেন, তাঁর ভিডিয়ো সামাজিক মাধ্যমগুলি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তবে ছাড়া পেয়েই তিনি ওই ভিডিয়োর দ্বিতীয় অংশ আপলোড করবেন ৷ তাঁর কথায়, "আমি ধর্মের জন্য এইসব করছি, ধর্মের জন্য আমি মরতেও পারি ৷"

হায়দরাবাদ, 23 অগস্ট: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তেলাঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং-কে দল থেকে বরখাস্ত করল বিজেপি শীর্ষ নেতৃত্ব (T Raja Singh suspended from BJP) ৷ একই সঙ্গে তাঁকে শো-কজও করা হয়েছে ৷ কেন তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে না, 10 দিনের মধ্যে টি রাজা সিং-কে তার জবাব দিতে হবে ৷ বিতর্কিত মন্তব্যের কারণে মঙ্গলবারই তাঁকে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ ৷

  • BJP suspends party's MLA in Telangana, T Raja Singh; asks him to show cause within 10 days as to why should he not be expelled from the party.

    Earlier today, he was booked for his alleged derogatory comments against Prophet Muhammad.

    (File photo) pic.twitter.com/WdWXXSdyML

    — ANI (@ANI) August 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিজেপি'র কেন্দ্রীয় শৃঙ্খলারক্ষা কমিটি মঙ্গলবার টি রাজা সিং-কে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় (BJP suspends MLA T Raja Singh) ৷ দলের তরফে তাঁকে যে নোটিশ পাঠানো হয়েছে সেখানে বলা হয়েছে, "বিভিন্ন বিষয়ে আপনি যে মত প্রকাশ করেছেন তা দলের অবস্থানের সঙ্গে মেলে না ৷ আপনার এইসব মন্তব্য দলের সংবিধানে উল্লিখিত নিয়মের উল্লঙ্ঘনের সমান ৷ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনাকে দল থেকে বরখাস্ত করা হল ৷ কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না, 10 দিনের মধ্যে তাঁর জবাব দিতে হবে আপনাকে ৷"

Etv Bharat
তেলাঙ্গানার দলীয় বিধায়ক টি রাজা সিংকে বরখাস্ত করেছে বিজেপি

আরও পড়ুন: পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গ্রেফতার বিজেপি বিধায়ক

হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দু'বারের বিধায়ক টি রাজা সিং (Telangana BJP MLA) ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউটিউব ভিডিয়োর মাধ্যমে পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই সোমবার রাত থেকে হায়দরাবাদের বিভিন্ন থানা ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ শহরের পুলিশ কমিশনারের দফতরের বাইরেও চলে প্রতিবাদ ৷ বিভিন্ন থানায় ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে টি রাজা সিংয়ের বিরুদ্ধে (BJP MLA T Raja Singh arrested) ৷

ভাইরাল হওয়া ইউটিউব ভিডিয়োয় দেখা গিয়েছে, হায়দরাবাদের গোশমহল বিধানসভা কেন্দ্রের দুবারের বিধায়ক স্ট্যান্ড-আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকির কাজকে কটাক্ষ করছেন ৷ সেই সময়ই বিজেপি নেত্রীর নূপুর শর্মার মতোই পয়গম্বরকে নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ৷ গত সপ্তাহে হায়দরাবাদে ফারুকির অনুষ্ঠান ভণ্ডুল করে দিতে চেয়েছিলেন টি রাজা সিং ৷ অভিযোগ, অনুষ্ঠান বাতিল করে দেওয়ার জন্য 50 জনের দলবল নিয়ে গিয়ে মঞ্চ ভাঙার চেষ্টা করেন তিনি ৷ কট্টর এই হিন্দুত্ববাদী নেতার অভিযোগ ছিল, ফারুকি তাঁর শোয়ে হিন্দু দেবতাদের অপমান করেছেন ৷

আরও পড়ুন: বিলকিসের ধর্ষকদের মুক্তিকে চ্যালেঞ্জ, বিবেচনা করবে সুপ্রিম কোর্ট

অবশ্য এতকিছুর পরেও দমতে রাজি নন ওই বিধায়ক ৷ মঙ্গলবার গ্রেফতারির সময়ে তিনি জানিয়েছেন, তাঁর ভিডিয়ো সামাজিক মাধ্যমগুলি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তবে ছাড়া পেয়েই তিনি ওই ভিডিয়োর দ্বিতীয় অংশ আপলোড করবেন ৷ তাঁর কথায়, "আমি ধর্মের জন্য এইসব করছি, ধর্মের জন্য আমি মরতেও পারি ৷"

Last Updated : Aug 23, 2022, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.