ETV Bharat / bharat

মহারাষ্ট্রে জোট ভাঙার চেষ্টা, এনসিপিকে বিজেপির সঙ্গে যেতে পরামর্শ আঠওয়ালের

19 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দু’দিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ যে সাক্ষাৎকে ঘিরে একাধিক সম্ভাবনা রাজনৈতিক মহলে ঘোরাফেরা করতে শুরু করে ৷ কারণ মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা যে, মহা বিকাশ অগাধির জোট সরকারের শরিকদের মধ্যে তীব্র মতবিরোধ শুরু হয়েছে ৷ যদিও দ্বন্দ্বের কথা অস্বীকার করে হয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস সবপক্ষের তরফেই ৷

bjp-ncp-should-form-government-in-maharashtra-says-RPI leader ramdas-athawale
মহা বিকাশ অগাধি সরকারে ভাঙনের চেষ্টা! এনসিপি-কে বিজেপির সঙ্গে যেতে পরামর্শ আঠওয়ালের
author img

By

Published : Jul 18, 2021, 4:04 PM IST

নয়াদিল্লি, 18 জুলাই : মহারাষ্ট্রের মহা বিকাশ অগাধি সরকারে ভাঙন ধরাতে ফের একবার সচেষ্ট হয়ে উঠল এনডিএ (NDA) শিবির ৷ এবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সাক্ষাৎকে কেন্দ্র করে আসরে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ৷ এ নিয়ে শনিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ, এনসিপি’র এনডিএ’র সঙ্গে চলে আসা উচিত ৷’’ যদিও, আঠওয়ালের এই মন্তব্য়কে গুরুত্ব দিতে নারাজ এনসিপি ৷ নীতিগত এবং রাজনৈতিক ভাবধারায় বিস্তর ফারাক থাকায়, কোনওদিন তা সম্ভব নয় বলে জানিয়েছে এনসিপি নেতা নবাব মালিক ৷

প্রসঙ্গত, 19 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দু’দিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ যে সাক্ষাৎকে ঘিরে একাধিক সম্ভাবনা রাজনৈতিক মহলে ঘোরাফেরা করতে শুরু করে ৷ কারণ মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা যে, মহা বিকাশ অগাধির জোট সরকারের শরিকদের মধ্যে তীব্র মতবিরোধ শুরু হয়েছে ৷ যদিও দ্বন্দ্বের কথা অস্বীকার করে হয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস সবপক্ষের তরফেই ৷ আর এই জল্পনার মাঝেই শরদ পাওয়ারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টিকে হাতিয়ার করে মহা বিকাশ অগাধি সরকারে ভাঙন ধরাতে ময়দানে নেমে পড়েছে এনডিএ ৷

কেন্দ্রীয় মন্ত্রী তথা এনডিএ’র শরিক রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বা আরপিআই’র সভাপতি রামদাস আঠওয়ালে এ নিয়ে বলেন, ‘‘শরদ পাওয়ারের উচিত মহা বিকাশ অগাধি সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়া ৷ তার বদলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়া উচিত ৷’’ তাঁর মতে, ‘‘শিবসেনা, কংগ্রেস এবং বিজেপি নদীর বিভিন্ন প্রান্তে অবস্থান করে ৷ কিন্তু, তারা একসঙ্গে এসেছে ৷ তাহলে কেন বিজেপি এবং এনসিপি একসঙ্গে আসতে পারবে না ? বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানের প্রধান লক্ষ্য হল, ভিন্ন মতাদর্শকে এক করা ৷’’

এর পরেই আরপিআই সভাপতি শরদ পাওয়ারের উদ্দেশ্যে বলেন, ‘‘আমি শরদ পাওয়ারকে অনুরোধ করব, যাতে তিনি তাঁর সিদ্ধান্ত বদল করেন ৷ তিনি শিবসেনাকে যে সমর্থন করছেন, তা তিনি প্রত্যাহার করে নিন ৷ কংগ্রেসের তরফে আপনাকে ক্রমাগত সতর্ক করা হচ্ছে ৷ কংগ্রেসের নানা পাটোলে লাগাতার শরদ পাওয়ারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন ৷ আর তাই আমি মনে করি শরদ পাওয়ারের এনডিএ-তে চলে আসা উচিত ৷’’ মহা বিকাশ অগাধি শিবিরে ভাঙন বোঝাতে তিনি কংগ্রেস ও শিবসেনার মধ্যেকার দ্বন্দ্বকেও সাংবাদিক বৈঠকে তুলে ধরেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘মহারাষ্ট্রে কংগ্রেস শিবসেনাকে গত একবছরের বেশি সময় ধরে সমর্থন করছে ৷ আর এই সমর্থনের পিছনে একমাত্র কারণ এনসিপি এবং শরদ পাওয়ার ৷ কিন্তু, এর ফলে মহারাষ্ট্র সরকার সঠিকভাবে চলছে না ৷ যেভাবে তা চলা দরকার ছিল ৷’’

তবে, শিবসেনার তরফে আঠওয়ালের মন্তব্য বা এনডিএ’র তরফে তৈরি করা বিতর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শরদ পাওয়ারের দেখা করার বিষয় নিয়ে শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে শরদ পাওয়ার কৃষক সমস্যা নিয়ে কথা বলতে দেখা করেছিলেন ৷’’ তবে, আঠওয়ালের দাবি, ‘‘যদি কৃষক সমস্যা নিয়ে তাঁরা কথা বলে থাকেন, তবে সেটাও খুব ভাল ৷ কারণ বিক্ষোভ-আন্দোলন শেষ হওয়া উচিত এবং কৃষকদের ন্যায্য বিচার পাওয়া উচিত ৷ শরদ পাওয়ার এর আগে বলেছিলেন, কৃষি আইন নিয়ে পুনরায় ভাবনাচিন্তা করার প্রয়োজন নেই ৷ কিন্তু, আইনে সংশোধন এনে কৃষকদের সমস্যার সমাধান করা উচিত ৷’’

নয়াদিল্লি, 18 জুলাই : মহারাষ্ট্রের মহা বিকাশ অগাধি সরকারে ভাঙন ধরাতে ফের একবার সচেষ্ট হয়ে উঠল এনডিএ (NDA) শিবির ৷ এবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র সাক্ষাৎকে কেন্দ্র করে আসরে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে ৷ এ নিয়ে শনিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি অর্থাৎ, এনসিপি’র এনডিএ’র সঙ্গে চলে আসা উচিত ৷’’ যদিও, আঠওয়ালের এই মন্তব্য়কে গুরুত্ব দিতে নারাজ এনসিপি ৷ নীতিগত এবং রাজনৈতিক ভাবধারায় বিস্তর ফারাক থাকায়, কোনওদিন তা সম্ভব নয় বলে জানিয়েছে এনসিপি নেতা নবাব মালিক ৷

প্রসঙ্গত, 19 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দু’দিন আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার ৷ যে সাক্ষাৎকে ঘিরে একাধিক সম্ভাবনা রাজনৈতিক মহলে ঘোরাফেরা করতে শুরু করে ৷ কারণ মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা যে, মহা বিকাশ অগাধির জোট সরকারের শরিকদের মধ্যে তীব্র মতবিরোধ শুরু হয়েছে ৷ যদিও দ্বন্দ্বের কথা অস্বীকার করে হয়েছে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস সবপক্ষের তরফেই ৷ আর এই জল্পনার মাঝেই শরদ পাওয়ারের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার বিষয়টিকে হাতিয়ার করে মহা বিকাশ অগাধি সরকারে ভাঙন ধরাতে ময়দানে নেমে পড়েছে এনডিএ ৷

কেন্দ্রীয় মন্ত্রী তথা এনডিএ’র শরিক রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া বা আরপিআই’র সভাপতি রামদাস আঠওয়ালে এ নিয়ে বলেন, ‘‘শরদ পাওয়ারের উচিত মহা বিকাশ অগাধি সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়া ৷ তার বদলে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার গড়া উচিত ৷’’ তাঁর মতে, ‘‘শিবসেনা, কংগ্রেস এবং বিজেপি নদীর বিভিন্ন প্রান্তে অবস্থান করে ৷ কিন্তু, তারা একসঙ্গে এসেছে ৷ তাহলে কেন বিজেপি এবং এনসিপি একসঙ্গে আসতে পারবে না ? বাবা সাহেব আম্বেদকরের তৈরি সংবিধানের প্রধান লক্ষ্য হল, ভিন্ন মতাদর্শকে এক করা ৷’’

এর পরেই আরপিআই সভাপতি শরদ পাওয়ারের উদ্দেশ্যে বলেন, ‘‘আমি শরদ পাওয়ারকে অনুরোধ করব, যাতে তিনি তাঁর সিদ্ধান্ত বদল করেন ৷ তিনি শিবসেনাকে যে সমর্থন করছেন, তা তিনি প্রত্যাহার করে নিন ৷ কংগ্রেসের তরফে আপনাকে ক্রমাগত সতর্ক করা হচ্ছে ৷ কংগ্রেসের নানা পাটোলে লাগাতার শরদ পাওয়ারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন ৷ আর তাই আমি মনে করি শরদ পাওয়ারের এনডিএ-তে চলে আসা উচিত ৷’’ মহা বিকাশ অগাধি শিবিরে ভাঙন বোঝাতে তিনি কংগ্রেস ও শিবসেনার মধ্যেকার দ্বন্দ্বকেও সাংবাদিক বৈঠকে তুলে ধরেন ৷ সেখানে তিনি বলেন, ‘‘মহারাষ্ট্রে কংগ্রেস শিবসেনাকে গত একবছরের বেশি সময় ধরে সমর্থন করছে ৷ আর এই সমর্থনের পিছনে একমাত্র কারণ এনসিপি এবং শরদ পাওয়ার ৷ কিন্তু, এর ফলে মহারাষ্ট্র সরকার সঠিকভাবে চলছে না ৷ যেভাবে তা চলা দরকার ছিল ৷’’

তবে, শিবসেনার তরফে আঠওয়ালের মন্তব্য বা এনডিএ’র তরফে তৈরি করা বিতর্ককে গুরুত্ব দেওয়া হচ্ছে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শরদ পাওয়ারের দেখা করার বিষয় নিয়ে শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে শরদ পাওয়ার কৃষক সমস্যা নিয়ে কথা বলতে দেখা করেছিলেন ৷’’ তবে, আঠওয়ালের দাবি, ‘‘যদি কৃষক সমস্যা নিয়ে তাঁরা কথা বলে থাকেন, তবে সেটাও খুব ভাল ৷ কারণ বিক্ষোভ-আন্দোলন শেষ হওয়া উচিত এবং কৃষকদের ন্যায্য বিচার পাওয়া উচিত ৷ শরদ পাওয়ার এর আগে বলেছিলেন, কৃষি আইন নিয়ে পুনরায় ভাবনাচিন্তা করার প্রয়োজন নেই ৷ কিন্তু, আইনে সংশোধন এনে কৃষকদের সমস্যার সমাধান করা উচিত ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.