বেঙ্গালুরু, 27 মার্চ: সামনেই বিধানসভা নির্বাচন কর্ণাটকে ৷ তার আগে বিপাকে রাজ্যের শাসকদল বিজেপি ৷ ঘুষ নেওয়ার সোমবার লোকায়ুক্ত পুলিশ গ্রেফতার করেছে চান্নাগিরি বিধানসভার বিজেপি বিধায়ক মাদল বিরুপাক্ষাপ্পাকে ৷ তাঁকে তামাকুরু জেলার কায়াতাসান্দ্রা টোল থেকে গ্রেফতার করেছে পুলিশ (BJP MLA arrested in Karnataka) ৷
কর্ণাটক হাইকোর্ট ওই বিধায়কের জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর এদিন তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ অভিযোগ কর্ণাটক সোপস ও ডিটারজেন্ট লিমিটেড (কেএসডিএল)-এর চেয়ারম্যান পদে থাকাকালীন তিনি ঘুষ নেন ৷ ছেলে প্রশান্ত মাদালের মাধ্যমে তিনি এই ঘুষ নিতেন বলে অভিযোগ ৷ অভিযোগ, ওই সংস্থার তরফে একটি বিল মিটিয়ে দেওয়ার জন্য 80 লক্ষ টাকা ঘুষ দাবি করেছিলেন ওই বিজেপি বিধায়ক ৷ সেই টাকা সংগ্রহের দায়িত্ব তিনি দেন তাঁর ছেলেকে ৷ এরপর 40 লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় প্রশান্ত মাদলকে হাতেনাতে ধরা হয় ৷ এরপর মাদল বিরুপাক্ষাপ্পার বাড়ি থেকে 7 কোটি টাকা উদ্ধার হয় ৷
এই মামলায় প্রশান্তকে গত 2 মার্চ গ্রেফতার করে পুলিশ ৷ এই মামলায় আরও 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ এই ঘুষ কেলেঙ্কারিতে নাম জড়ানোর পরেই অবশ্য পদ থেকে ইস্তফা দেন ওই বিজেপি বিধায়ক ৷ মামলায় তিনিই মূল অভিযুক্ত ৷ এর আগে 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে বিরুপাক্ষাপ্পার আগাম জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট ৷ তাই এতদিন তাঁকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ৷
আরও পড়ুন: গোয়েন্দা বিভাগের মদতে অমৃতপাল সিংকে ধরতে নেপালে পঞ্জাব পুলিশ
তদন্তকারীদের দাবি, 7 কোটি টাকা নগদ ছাড়াও এই বিজেপি বিধায়কের বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর সোনা, রূপো ৷ যার কোনও হিসেব মেলেনি ৷ এছাড়াও জমিতে প্রচুর বিনিয়োগ রয়েছে ওই বিজেপি বিধায়কের ৷ তবে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিরুপাক্ষাপ্পা ৷ তিনি জানিয়েছেন, তাঁর 125 একর জমিতে বাদাম চাষ হয়, রয়েছে বাদামের বাজার, এছাড়াও তাঁর একাধিক ব্যবসা রয়েছে ৷