ETV Bharat / bharat

Horrific Murder in Nalanda: স্ত্রীর পরকীয়া ! যুবককে 'খুন' করে 6 টুকরো করল ব্যক্তি - Horrific Murder in Nalnda

দিল্লির শ্রদ্ধার স্মৃতি ফিরল আবারও । আবারও ভয়াবহ পরিণতি প্রেমের । আবারও ধারালো অস্ত্রের ঘায়ে টুকরো টুকরো শরীর। ঘটনাস্থল বিহারের নালন্দা (Shraddha Walker incident repeated in Bihar) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 21, 2022, 7:40 AM IST

Updated : Nov 21, 2022, 11:37 AM IST

নালন্দা,21 নভেম্বর: আবার ভয়াবহ পরিণতি প্রেমের । আবারও 'খুন'। আবারও ধারালো অস্ত্রের ঘায়ে টুকরো টুকরো শরীর। ঘটনাস্থল বিহারের নালন্দা (Nalanda) । অভিযোগ, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন জেনে প্রেমিককে খুন করেছেন স্বামী। তাও আবার স্ত্রীর সাহায্য নিয়ে । শুধু তাই নয়, বিকাশ চৌধুরি নামে ওই যুবকের শরীরের ৬টি টুকরো পর্যন্ত করা হয়েছে (Shraddha Walker incident repeated in Bihar) । বিকাশের বাড়ি অন্যত্র । পড়াশুনোর কাজে এখানে আসা । আর সেখানেই স্থানীয় এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি । তারপরই ঘটে এই ভয়াবহ ঘটনা ।

দেহটি কার তা যাতে বোঝা না যায় তা নিশ্চিত করতে আলাদা আলাদা জায়াগায় সেগুলি ফেলে রেখে আসা হয়েছিল। তবে আপাতত পুলিশের জিম্মায় স্বামী-স্ত্রী । এখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । তদন্তকারীদের প্রশ্নের জবাব দিতে না পারলে শ্রীঘরই ঠিকানা হতে চলেছে তাদের ।

ঘটনার সূত্রপাত 16 নভেম্বর। জানা গিয়েছে এদিন রাত থেকেই বিকাশের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । এরপরের দিন স্থানীয় এলাকা থেকে একটি বস্তা উদ্ধার হয় । তাতে মানুষের হাত-পা ছিল । এরপরও আরও কয়েকটি দেহাংশের খোঁজ পেলে । বিভিন্ন সূত্র খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে দেহাংশগুলি বিকাশের । তদন্ত আরও এগিয়ে যাওয়ার পর বোঝা যায় বিকাশের প্রতিবেশী ওই মহিলার সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল । তার স্বামী সেটা মেনে নিতে পারেননি । আর তারই ফলাফল মৃত্যু। আপাতত চলছে জেরার পর্ব । শেষমেশ তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার । আরও পড়ুন: বেপরোয়া ট্রাকে পিষে বিহারে মৃত্যু 7 শিশুর

নালন্দা,21 নভেম্বর: আবার ভয়াবহ পরিণতি প্রেমের । আবারও 'খুন'। আবারও ধারালো অস্ত্রের ঘায়ে টুকরো টুকরো শরীর। ঘটনাস্থল বিহারের নালন্দা (Nalanda) । অভিযোগ, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছেন জেনে প্রেমিককে খুন করেছেন স্বামী। তাও আবার স্ত্রীর সাহায্য নিয়ে । শুধু তাই নয়, বিকাশ চৌধুরি নামে ওই যুবকের শরীরের ৬টি টুকরো পর্যন্ত করা হয়েছে (Shraddha Walker incident repeated in Bihar) । বিকাশের বাড়ি অন্যত্র । পড়াশুনোর কাজে এখানে আসা । আর সেখানেই স্থানীয় এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি । তারপরই ঘটে এই ভয়াবহ ঘটনা ।

দেহটি কার তা যাতে বোঝা না যায় তা নিশ্চিত করতে আলাদা আলাদা জায়াগায় সেগুলি ফেলে রেখে আসা হয়েছিল। তবে আপাতত পুলিশের জিম্মায় স্বামী-স্ত্রী । এখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে । তদন্তকারীদের প্রশ্নের জবাব দিতে না পারলে শ্রীঘরই ঠিকানা হতে চলেছে তাদের ।

ঘটনার সূত্রপাত 16 নভেম্বর। জানা গিয়েছে এদিন রাত থেকেই বিকাশের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না । এরপরের দিন স্থানীয় এলাকা থেকে একটি বস্তা উদ্ধার হয় । তাতে মানুষের হাত-পা ছিল । এরপরও আরও কয়েকটি দেহাংশের খোঁজ পেলে । বিভিন্ন সূত্র খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে দেহাংশগুলি বিকাশের । তদন্ত আরও এগিয়ে যাওয়ার পর বোঝা যায় বিকাশের প্রতিবেশী ওই মহিলার সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল । তার স্বামী সেটা মেনে নিতে পারেননি । আর তারই ফলাফল মৃত্যু। আপাতত চলছে জেরার পর্ব । শেষমেশ তদন্তে কী উঠে আসে সেটাই এখন দেখার । আরও পড়ুন: বেপরোয়া ট্রাকে পিষে বিহারে মৃত্যু 7 শিশুর

Last Updated : Nov 21, 2022, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.