ETV Bharat / bharat

Bihar Speaker Resigns আস্থা ভোটের আগেই পদত্যাগ বিহার বিধানসভার অধ্যক্ষের

বুধবার পদত্যাগ করলেন বিহার বিধানসভার অধ্যক্ষ (Bihar Assembly Speaker) বিজয় কুমার সিনহা (Vijay Kumar Sinha) ৷ এ দিনই তাঁর বিরুদ্ধে অনাস্থা (No Confidence Motion) পেশ করে শাসক পক্ষ ৷ অন্যদিকে, এ দিন বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা (Trust Vote) প্রমাণ করতে হবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) ৷

Bihar Speaker Vijay Kumar Sinha Resigns just ahead of Trust Vote
Bihar Speaker Resigns আস্থা ভোটের আগেই পদত্যাগ বিহার বিধানসভার অধ্যক্ষের
author img

By

Published : Aug 24, 2022, 12:33 PM IST

পটনা, 24 অগস্ট: অবশেষে রণে ভঙ্গ দিলেন বিহার বিধানসভার অধ্যক্ষ (Bihar Assembly Speaker) বিজয় কুমার সিনহা (Vijay Kumar Sinha) ৷ বুধবার নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি (Bihar Speaker Resigns) ৷

উল্লেখ্য, নীতীশ কুমার (Nitish Kumar) ও তাঁর দল এনডিএ-এর সঙ্গ ত্যাগ করার পর বিহারে নতুন সরকার তথা মন্ত্রিসভা গঠিত হয়েছে ৷ অষ্টমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ ৷ তাঁর পক্ষে যে সরকার গঠনের জন্য নির্দিষ্ট সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে, বুধবারই তা প্রমাণ করতে হবে তাঁকে ৷ সংখ্যারিষ্ঠতা প্রমাণের সেই আস্থা ভোটের (Trust Vote) ঠিক আগেই পদত্যাগ করলেন বিজয় ৷ অথচ, সরকারে পালাবদল হলেও এত দিন অধ্যক্ষের আসন ছাড়তে রাজি হননি তিনি ৷

প্রসঙ্গত, বিহার বিধানসভার মোট আসন সংখ্যা 243 ৷ অর্থাৎ, সরকার গঠনের জন্য নীতীশের পক্ষে 122 জন বিধায়কের সমর্থন থাকা বাঞ্ছনীয় ৷ নীতীশের দাবি, তাঁদের 'মহাগঠবন্ধন' (Mahagathbandhan)-এর পক্ষে রয়েছেন 160 জনেরও বেশি বিধায়ক ৷ বিহারের শাসক শিবিরে বর্তমানে রয়েছে নীতীশের দল জেডি (ইউ), লালুপ্রসাদ যাদবের দল আরজেডি এবং কংগ্রেস, সিপিআই (এমএল), সিপিআই ও সিপিআই (এম) ৷

আরও পড়ুন: বিহারে শপথ নিলেন 31 মন্ত্রী, 16 জনই তেজস্বীর দলের

বিজয় কুমার সিনহা পদ ছাড়তে নারাজ হওয়ায় এ দিনই তাঁর বিরুদ্ধে সরকারের তরফে অনাস্থা (No Confidence Motion) পেশ করা হয় ৷ অধিবেশন শুরু হওয়ার পর এই সংক্রান্ত ভাষণ দেওয়ার সময়েই নিজের পদত্যাগপত্র পেশ করেন বিজয় কুমার সিনহা ৷ একইসঙ্গে, এ দিন দুপুর 2টো পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন তিনি ৷

এ দিন বিহার বিধানসভায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হওয়ার সময় বিজয় কুমার সিনহা যে ভাষণ দেন, তাতে তিনি বলেন, "এই আসন আদতে পঞ্চ পরমেশ্বর ৷ এই আসন নিয়ে সন্দেহ প্রকাশ করে আপানারা প্রকৃত অর্থে কী বার্তা দিতে চাইছেন ? সিদ্ধান্ত যা নেওয়ার, তা মানুষই নেবে ৷ আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের আনা এই অনাস্থা স্বচ্ছ নয় ৷ নয়জনের নামে পাঠানো যে চিঠিগুলি আমরা গ্রহণ করেছি, তার মধ্যে আটজনেরই চিঠি নিয়ম মেনে পাঠানো হয়নি ৷"

পটনা, 24 অগস্ট: অবশেষে রণে ভঙ্গ দিলেন বিহার বিধানসভার অধ্যক্ষ (Bihar Assembly Speaker) বিজয় কুমার সিনহা (Vijay Kumar Sinha) ৷ বুধবার নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি (Bihar Speaker Resigns) ৷

উল্লেখ্য, নীতীশ কুমার (Nitish Kumar) ও তাঁর দল এনডিএ-এর সঙ্গ ত্যাগ করার পর বিহারে নতুন সরকার তথা মন্ত্রিসভা গঠিত হয়েছে ৷ অষ্টমবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নীতীশ ৷ তাঁর পক্ষে যে সরকার গঠনের জন্য নির্দিষ্ট সংখ্যক বিধায়কের সমর্থন রয়েছে, বুধবারই তা প্রমাণ করতে হবে তাঁকে ৷ সংখ্যারিষ্ঠতা প্রমাণের সেই আস্থা ভোটের (Trust Vote) ঠিক আগেই পদত্যাগ করলেন বিজয় ৷ অথচ, সরকারে পালাবদল হলেও এত দিন অধ্যক্ষের আসন ছাড়তে রাজি হননি তিনি ৷

প্রসঙ্গত, বিহার বিধানসভার মোট আসন সংখ্যা 243 ৷ অর্থাৎ, সরকার গঠনের জন্য নীতীশের পক্ষে 122 জন বিধায়কের সমর্থন থাকা বাঞ্ছনীয় ৷ নীতীশের দাবি, তাঁদের 'মহাগঠবন্ধন' (Mahagathbandhan)-এর পক্ষে রয়েছেন 160 জনেরও বেশি বিধায়ক ৷ বিহারের শাসক শিবিরে বর্তমানে রয়েছে নীতীশের দল জেডি (ইউ), লালুপ্রসাদ যাদবের দল আরজেডি এবং কংগ্রেস, সিপিআই (এমএল), সিপিআই ও সিপিআই (এম) ৷

আরও পড়ুন: বিহারে শপথ নিলেন 31 মন্ত্রী, 16 জনই তেজস্বীর দলের

বিজয় কুমার সিনহা পদ ছাড়তে নারাজ হওয়ায় এ দিনই তাঁর বিরুদ্ধে সরকারের তরফে অনাস্থা (No Confidence Motion) পেশ করা হয় ৷ অধিবেশন শুরু হওয়ার পর এই সংক্রান্ত ভাষণ দেওয়ার সময়েই নিজের পদত্যাগপত্র পেশ করেন বিজয় কুমার সিনহা ৷ একইসঙ্গে, এ দিন দুপুর 2টো পর্যন্ত বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেন তিনি ৷

এ দিন বিহার বিধানসভায় তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ হওয়ার সময় বিজয় কুমার সিনহা যে ভাষণ দেন, তাতে তিনি বলেন, "এই আসন আদতে পঞ্চ পরমেশ্বর ৷ এই আসন নিয়ে সন্দেহ প্রকাশ করে আপানারা প্রকৃত অর্থে কী বার্তা দিতে চাইছেন ? সিদ্ধান্ত যা নেওয়ার, তা মানুষই নেবে ৷ আমি শুধু আপনাদের একটা কথা বলতে চাই, আপনাদের আনা এই অনাস্থা স্বচ্ছ নয় ৷ নয়জনের নামে পাঠানো যে চিঠিগুলি আমরা গ্রহণ করেছি, তার মধ্যে আটজনেরই চিঠি নিয়ম মেনে পাঠানো হয়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.