ETV Bharat / bharat

যুবতীকে গণধর্ষণের অভিযোগ অমৃতসরে, গ্রেপ্তার 2 - ফাজিলকা

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা যুবতী গত বুধবার সন্ধ্য়েয় পুলিশের কাছে অভিযোগে জানান, মঙ্গলবার তিনি ফাজিলকা থেকে একাই ফিরছিলেন ৷ সে সময় সেখানকার এক গুরদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন ওই নির্যাতিতা ৷

woman-gangraped-by-six-men-in-amritsar-two-arrested
যুবতীকে গণধর্ষণের অভিযোগ অমৃতসরে, গ্রেপ্তার 2
author img

By

Published : Nov 20, 2020, 8:33 PM IST

অমৃতসর (পঞ্জাব), 20 নভেম্বর : অমৃতসরে যুবতীকে ধর্ষণের অভিযোগ ৷ দিন কয়েক আগেই ঘটনাটি ঘটেছে পঞ্জাবেক অমৃতসরের ফাজিলকায় ৷ শুক্রবার পুলিশের তরফে একথা জানানো হয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত 2 জনকে ইতিমধ্য়েই গ্রেপ্তার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা যুবতী গত বুধবার সন্ধ্য়েয় পুলিশের কাছে অভিযোগে জানান, মঙ্গলবার তিনি ফাজিলকা থেকে একাই ফিরছিলেন ৷ সে সময় সেখানকার এক গুরদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন ওই নির্যাতিতা ৷ সেখানেই এক অজ্ঞাত পরিচয় ব্য়ক্তি তাঁর সঙ্গে যেচে এসে আলাপ করে ৷ এরপর তাঁর বিশ্বাস অর্জন করে নির্জন একটি জায়গায় এক বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই পরে আরও 5 জন আসে ৷ সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী ৷ এমনকি পরের দিন সকালে অমৃতসরের বাইরে একটি নির্জন জায়গায় তাঁকে ছেড়ে দিয়ে আসে বলেও অভিযোগে জানানো হয়েছে ৷

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্য়ে 2 অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনায় যে অভিযুক্ত নির্যাতিতাকে নিয়ে গিয়েছিল, তার পরিচয় জানতে পেরেছে পুলিশ ৷ তার নাম যুগরাজ সিং ৷

অমৃতসর (পঞ্জাব), 20 নভেম্বর : অমৃতসরে যুবতীকে ধর্ষণের অভিযোগ ৷ দিন কয়েক আগেই ঘটনাটি ঘটেছে পঞ্জাবেক অমৃতসরের ফাজিলকায় ৷ শুক্রবার পুলিশের তরফে একথা জানানো হয়েছে ৷ ঘটনায় অভিযুক্ত 2 জনকে ইতিমধ্য়েই গ্রেপ্তার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা যুবতী গত বুধবার সন্ধ্য়েয় পুলিশের কাছে অভিযোগে জানান, মঙ্গলবার তিনি ফাজিলকা থেকে একাই ফিরছিলেন ৷ সে সময় সেখানকার এক গুরদ্বারে প্রার্থনা করতে গিয়েছিলেন ওই নির্যাতিতা ৷ সেখানেই এক অজ্ঞাত পরিচয় ব্য়ক্তি তাঁর সঙ্গে যেচে এসে আলাপ করে ৷ এরপর তাঁর বিশ্বাস অর্জন করে নির্জন একটি জায়গায় এক বাড়িতে নিয়ে যায় ৷ সেখানেই পরে আরও 5 জন আসে ৷ সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবতী ৷ এমনকি পরের দিন সকালে অমৃতসরের বাইরে একটি নির্জন জায়গায় তাঁকে ছেড়ে দিয়ে আসে বলেও অভিযোগে জানানো হয়েছে ৷

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্য়ে 2 অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে ৷ ঘটনায় যে অভিযুক্ত নির্যাতিতাকে নিয়ে গিয়েছিল, তার পরিচয় জানতে পেরেছে পুলিশ ৷ তার নাম যুগরাজ সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.