রাজস্থানে স্বামীর সামনে মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ - রাজস্থানের বাঁসবাড়ায় মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ
স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন । তখনই তাঁদের উপর হামলা করে তিন যুবক । তারপর স্বামীর সামনেই মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে । রাজস্থানের বাঁশবাড়া জেলার ঘটনা ।
বাঁসবাড়া(রাজস্থান), 26 মে : স্বামীর সঙ্গে বাড়ি ফেরার সময় মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করল তিন যুবক । রাজস্থানের বাঁশবাড়া জেলার ঘটনা । অভিযুক্ত তিন যুবক পলাতক । তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ।
ওই মহিলা স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন । তখনই তিন যুবক তাঁদের পথ আটকায় । দম্পতিকে মারধর শুরু করে । এরপর মহিলাকে কাছের একটি জঙ্গলে টেনে নিয়ে যায় । তিনজন ওই মহিলাকে ধর্ষণ করে বাড়ির সামনে ফেলে দিয়ে যায় ।
এই ঘটনার একদিন পরে ধর্ষিতা থানায় অভিযোগ দায়ের করেন । পুলিশ সুপার কেশর সিং শেখাওয়াত সদর পুলিশকে অভিযুক্তদের ধরতে যথাযথ পদক্ষেপ করতে বলেন । অভিযুক্ত তিন যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।