ETV Bharat / bharat

দেশে কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু - সংক্রমণ

গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 48 হাজার 648 জন ৷ মৃত্যু হয়েছে 563 জনের ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 30, 2020, 11:16 AM IST

দিল্লি, 30 অক্টোবর : গতকালের তুলনায় দেশে সামান্য কমল কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 48 হাজার 648 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 49 হাজার 881 ৷ মৃত্যু হয়েছে 563 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 517 ৷ এদিকে, সুস্থতার সংখ্যাও দেশে ক্রমশ বাড়ছে ৷ একদিনে সুস্থ হয়েছে 57 হাজার 386 জন ৷ গতকাল সেই সংখ্যাটি ছিল 56 হাজার 480 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 80 লাখ 88 হাজার 851 জন ৷ মোট মৃতের সংখ্যা 1 লাখ 21 হাজার 90 ৷ দেশে সুস্থ হয়ে উঠেছে মোট 73 লাখ 73 হাজার 375 জন ৷

এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত ৷ অন্যদিকে, দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 94 হাজার 386 জন ৷ যা গতকালের তুলনায় কমেছে ৷ গতকাল দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 6 লাখ 3 হাজার 687 জন ৷

সংক্রমণের নিরিখে দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 16 লাখ 66 হাজার 668 জন । মৃত্যু হয়েছে 43 হাজার 710 জনের ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 17 হাজার 679 ৷ কর্নাটকে আক্রান্তের সংখ্যা 8 লাখ 16 হাজার 809 জন । অন্ধ্রপ্রদেশে মোট মৃত্যু হয়েছে 6 হাজার 659 জনের । কর্নাটকে মৃত্যু হয়েছে 11 হাজার 91 জনের । পাশাপাশি তামিলনাড়ু, উত্তরপ্রদেশে, কেরালা , দিল্লি ও পশ্চিমবঙ্গেও বাড়ছে সংক্রমণ ।

29 অক্টোবর পর্যন্ত দেশে মোট 10 কোটি 77 লাখ 28 হাজার 88 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে গতকাল 11 লাখ 64 হাজার 648টি নমুনা পরীক্ষা করা হয়েছে । জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ৷

দিল্লি, 30 অক্টোবর : গতকালের তুলনায় দেশে সামান্য কমল কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 48 হাজার 648 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 49 হাজার 881 ৷ মৃত্যু হয়েছে 563 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 517 ৷ এদিকে, সুস্থতার সংখ্যাও দেশে ক্রমশ বাড়ছে ৷ একদিনে সুস্থ হয়েছে 57 হাজার 386 জন ৷ গতকাল সেই সংখ্যাটি ছিল 56 হাজার 480 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 80 লাখ 88 হাজার 851 জন ৷ মোট মৃতের সংখ্যা 1 লাখ 21 হাজার 90 ৷ দেশে সুস্থ হয়ে উঠেছে মোট 73 লাখ 73 হাজার 375 জন ৷

এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে বিশ্বে প্রথম স্থানে রয়েছে ভারত ৷ অন্যদিকে, দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 5 লাখ 94 হাজার 386 জন ৷ যা গতকালের তুলনায় কমেছে ৷ গতকাল দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল 6 লাখ 3 হাজার 687 জন ৷

সংক্রমণের নিরিখে দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 16 লাখ 66 হাজার 668 জন । মৃত্যু হয়েছে 43 হাজার 710 জনের ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 17 হাজার 679 ৷ কর্নাটকে আক্রান্তের সংখ্যা 8 লাখ 16 হাজার 809 জন । অন্ধ্রপ্রদেশে মোট মৃত্যু হয়েছে 6 হাজার 659 জনের । কর্নাটকে মৃত্যু হয়েছে 11 হাজার 91 জনের । পাশাপাশি তামিলনাড়ু, উত্তরপ্রদেশে, কেরালা , দিল্লি ও পশ্চিমবঙ্গেও বাড়ছে সংক্রমণ ।

29 অক্টোবর পর্যন্ত দেশে মোট 10 কোটি 77 লাখ 28 হাজার 88 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । তার মধ্যে গতকাল 11 লাখ 64 হাজার 648টি নমুনা পরীক্ষা করা হয়েছে । জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.