দিল্লি, ১৮ নভেম্বর : প্রধানমন্ত্রী চেয়েছিলেন সংসদের দু'টো কক্ষেই গঠনমূলক আলোচনা । কিন্তু, সর্বদলীয় বৈঠকেই পাওয়া গিয়েছিল অন্য ইঙ্গিত । বোঝা গিয়েছিল, এবারের অধিবেশনও খুব একটা মসৃণ হবে না । আর অধিবেশনের প্রথম দিনেই তা স্পষ্ট হয়ে গেল । "ফারুক আবদুল্লা কোথায় ?" এই প্রশ্নে একযোগে সরব হল বিরোধীরা ।
আজ অধিবেশনের শুরুতেই তৃণমূল সাংসদ সৌগত রায় অধ্যক্ষের উদ্দেশে বলেন, "স্যার ফারুক আবদুল্লা এখানে নেই ।" তা শুনে অধ্যক্ষ বলেন, "প্রথমে নতুন সাংসদদের শপথ নিতে দিন ।" কিন্তু, তাতে কাজ হয়নি । সৌগত রায়ের প্রশ্নের রেশ টেনে কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস ও DMK সাংসদরা স্লোগান তুলতে থাকেন । স্লোগান তোলেন, " বিরোধীদের উপর হামলা বন্ধ করো, ফারুক আবদুল্লাকে মুক্তি দাও" । ওয়েলেও নেমে আসেন তাঁরা । কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি বলেন, "১৮০ দিন হয়ে গেল ফারুক আবদুল্লাকে আটক করা হয়েছে । আমরা তাঁকে সংসদে দেখতে চাই । এটা তাঁর সাংবিধানিক অধিকার ।" পরিস্থিতি সামলাতে উদ্যোগী হন অধ্যক্ষ । বলেন, "আমি সব ইশুতেই আলোচনা করতে রাজি । আপনারা আসনে গিয়ে বসুন । এই হাউজ় স্লোগান দেওয়ার জন্য নয়, আলোচনা ও বিতর্কের জন্য ।" এরই মাঝে ফারুক আবদুল্লার মুক্তির দাবিতে লোকসভায় মুলতুবি প্রস্তান আনে তৃণমূল ।
ফারুক আবদুল্লাকে আটক করে রাখা ও কাশ্মীর নিয়ে যে সংসদ উত্তাল হবে তা বোঝা গিয়েছিল গতকালই । সর্বদলীয় বৈঠকের পরই একাধিক ইশু নিয়ে সংসদে সরব হওয়ার কথা জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি । একই সুর শোনা গিয়েছিল ন্যাশনাল কনফারেন্সের সাংসদদের গলাতেও ।
এরই মাঝে পি চিদম্বরমও যাতে সংসদে যোগ দিতে পারেন সেই দাবিও তোলেন কংগ্রেস সাংসদরা ।