শ্রীনগর, 14 সেপ্টেম্বর : 10 ও 11 সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল । সেই হামলার কড়া জবাব দেয় ভারত । ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের 2 জওয়ান মারা যায় । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টরের ঘটনা । জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে গতকাল নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে পাকিস্তান সেনা ।
সেনা সূত্রে জানা গেছে, মৃত পাকিস্তানি জওয়ানদের মধ্যে একজনের নাম গুলাম রশুল । সে পাকিস্তানের বাহাওয়ালাঙ্গার এলাকার বাসিন্দা ছিল ।
-
#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO
— ANI (@ANI) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO
— ANI (@ANI) September 14, 2019#WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO
— ANI (@ANI) September 14, 2019
ভারতীয় সেনা জানিয়েছে, প্রথমে পাকিস্তানের তরফে কভার ফায়ার করে মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । তাতে বিফল হওয়ায় শেষ পর্যন্ত তারা নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে ।