ETV Bharat / bharat

জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সাদা পতাকা - Loc

জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে গতকাল নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে পাকিস্তান সেনা ।

জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সাদা পতাকা
author img

By

Published : Sep 14, 2019, 1:28 PM IST

শ্রীনগর, 14 সেপ্টেম্বর : 10 ও 11 সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল । সেই হামলার কড়া জবাব দেয় ভারত । ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের 2 জওয়ান মারা যায় । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টরের ঘটনা । জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে গতকাল নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে পাকিস্তান সেনা ।

সেনা সূত্রে জানা গেছে, মৃত পাকিস্তানি জওয়ানদের মধ্যে একজনের নাম গুলাম রশুল । সে পাকিস্তানের বাহাওয়ালাঙ্গার এলাকার বাসিন্দা ছিল ।

  • #WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO

    — ANI (@ANI) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সেনা জানিয়েছে, প্রথমে পাকিস্তানের তরফে কভার ফায়ার করে মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । তাতে বিফল হওয়ায় শেষ পর্যন্ত তারা নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে ।

শ্রীনগর, 14 সেপ্টেম্বর : 10 ও 11 সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল । সেই হামলার কড়া জবাব দেয় ভারত । ভারতের প্রত্যাঘাতে পাকিস্তানের 2 জওয়ান মারা যায় । পাকিস্তান অধিকৃত কাশ্মীরের হাজিপুর সেক্টরের ঘটনা । জওয়ানদের মৃতদেহ ফেরত নিতে গতকাল নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে পাকিস্তান সেনা ।

সেনা সূত্রে জানা গেছে, মৃত পাকিস্তানি জওয়ানদের মধ্যে একজনের নাম গুলাম রশুল । সে পাকিস্তানের বাহাওয়ালাঙ্গার এলাকার বাসিন্দা ছিল ।

  • #WATCH Hajipur Sector: Indian Army killed two Pakistani soldiers in retaliation to unprovoked ceasefire violation by Pakistan. Pakistani soldiers retrieved the bodies of their killed personnel after showing white flag. (10.9.19/11.9.19) pic.twitter.com/1AOnGalNkO

    — ANI (@ANI) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় সেনা জানিয়েছে, প্রথমে পাকিস্তানের তরফে কভার ফায়ার করে মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । তাতে বিফল হওয়ায় শেষ পর্যন্ত তারা নিয়ন্ত্রণরেখায় সাদা পতাকা তোলে ।

Washington (USA), Sep 13 (ANI): A joint military training, Exercise Yudh Abhyas-2019 is being conducted in Washington. The training is organised at Joint Base Lewis-McChord. As part of ongoing Indo-US defence cooperation, it is being conducted from September 5 to 18. Exercise Yudh Abhyas is one of the largest joint running military training and defence corporation endeavors between India and USA. This is the 15th edition of joint exercise, which is hosted alternately between the two countries
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.