ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর অবস্থান কী ? কোরোনার ভ্য়াকসিন বণ্টন নিয়ে প্রশ্ন রাহুলের - প্রধানমন্ত্রী

কোরোনার ভ্য়াকসিন দেশে এলে কারা সেই ভ্য়াকসিন পাবে, সেই প্রশ্ন কার্যত উঠতে শুরু করেছে ৷ সেই প্রশ্নে রাহুল গান্ধি প্রধানমন্ত্রীর অবস্থান কী তা জানতে চেয়েছেন ? পাশাপাশি, করোনার ভ্য়াকসিন বণ্টন নিয়ে স্বাস্থ্য় সচিবের মন্তব্য়ের পর, কেন্দ্রের সরকারকে ‘U-টার্ন সরকার’ বলে কটাক্ষ করেছে কংগ্রেস ৷

what-does-pm-stand-by-rahul-on-centres-stand-on-covid-19-vaccine
প্রধানমন্ত্রীর অবস্থান কী ? কোরোনার ভ্য়াকসিনে বণ্টন নিয়ে প্রশ্ন রাহুল গান্ধীর
author img

By

Published : Dec 3, 2020, 1:30 PM IST

দিল্লি, 3 ডিসেম্বর : এবার কোরোনার ভ্য়াকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন, দেশবাসীকে কোরোনার ভ্য়াকসিন দেওয়া নিয়ে তাঁর অবস্থান কী ? গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশের সবাইকে কোরোনার ভ্য়াকসিন দেওয়ার প্রয়োজন নেই ৷ যাঁদের কোরোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের এই ভ্য়াকসিন দিলেই কোরোনা সংক্রমণের এই চেইন ভেঙে দেওয়া সম্ভব হবে ৷ পাশাপাশি তিনি এও জানান, সরকার কখনই বলেনি, যে দেশের সবাইকে কোরোনার ভ্য়াকসিন দেওয়া হবে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিবের এই মন্তব্য়কেই হাতিয়ার করেছেন রাহুল গান্ধি ৷ টুইটারে সরকারের অবস্থান জানতে চেয়ে লেখেন, ‘‘ প্রধানমন্ত্রী- সবাই ভ্য়াকসিন পাবেন ৷ বিহার নির্বাচনে BJP- বিহারের সবাইকে বিনামূল্য়ে ভ্য়াকসিন দেওয়া হবে ৷ এখন ভারত সরকার বলছে, কখনই বলা হয়নি যে সবাই ভ্য়াকসিন পাবে ৷ তাহলে এখন প্রধানমন্ত্রীর অবস্থানটা ঠিক কী ? কোরোনার ভ্য়াকসিনেশন নিয়ে স্বাস্থ্য়মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দু’রকম অবস্থান কেন ? সেই প্রশ্নই এদিন তুলেছেন রাহুল ৷

  • PM- Everyone will get vaccine.

    BJP in Bihar elections- Everyone in Bihar will get free vaccine.

    Now, GOI- Never said everyone will get vaccine.

    Exactly what does the PM stand by?

    — Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমান পরিস্থিতিতে ভারতে কোরোনা ভ্য়াকসিনের উপর হিউম্য়ান ট্রায়াল চলছে ৷ সেই ট্রায়াল সফল হলে, স্বাস্থ্য়মন্ত্রকের ছাড়পত্র পেয়ে তা হাতে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে ৷ এমনকী শুরুতেই কোরোনা ভ্য়াকসিনের জোগান কেমন থাকবে ? তার উপর ভ্য়াকসিনের বণ্টন নির্ভর করবে ৷ এনিয়ে স্বাস্থ্য়সচিব জানিয়েছিলেন, কারা কোরোনায় আক্রান্ত হতে পারেন এবং কাদের থেকে এই ভাইরাস ছড়াতে পারে, তাঁদের চিহ্নিত করে ভ্য়াকসিনেশন হলেই সংক্রমণের এই চেইন ভাঙা সম্ভব হবে ৷ স্বাস্থ্য় সচিবের এই মন্তব্য়ের পর কংগ্রেসের তরফে কেন্দ্রকে নিশানা করা হয় ৷ যেখানে কেন্দ্রের BJP সরকারকে ‘U-টার্ন সরকার’ বলে কটাক্ষ করা হয়েছিল ৷

দিল্লি, 3 ডিসেম্বর : এবার কোরোনার ভ্য়াকসিন নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রীর কাছে জানতে চাইলেন, দেশবাসীকে কোরোনার ভ্য়াকসিন দেওয়া নিয়ে তাঁর অবস্থান কী ? গত মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশের সবাইকে কোরোনার ভ্য়াকসিন দেওয়ার প্রয়োজন নেই ৷ যাঁদের কোরোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, তাঁদের এই ভ্য়াকসিন দিলেই কোরোনা সংক্রমণের এই চেইন ভেঙে দেওয়া সম্ভব হবে ৷ পাশাপাশি তিনি এও জানান, সরকার কখনই বলেনি, যে দেশের সবাইকে কোরোনার ভ্য়াকসিন দেওয়া হবে ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য়সচিবের এই মন্তব্য়কেই হাতিয়ার করেছেন রাহুল গান্ধি ৷ টুইটারে সরকারের অবস্থান জানতে চেয়ে লেখেন, ‘‘ প্রধানমন্ত্রী- সবাই ভ্য়াকসিন পাবেন ৷ বিহার নির্বাচনে BJP- বিহারের সবাইকে বিনামূল্য়ে ভ্য়াকসিন দেওয়া হবে ৷ এখন ভারত সরকার বলছে, কখনই বলা হয়নি যে সবাই ভ্য়াকসিন পাবে ৷ তাহলে এখন প্রধানমন্ত্রীর অবস্থানটা ঠিক কী ? কোরোনার ভ্য়াকসিনেশন নিয়ে স্বাস্থ্য়মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দু’রকম অবস্থান কেন ? সেই প্রশ্নই এদিন তুলেছেন রাহুল ৷

  • PM- Everyone will get vaccine.

    BJP in Bihar elections- Everyone in Bihar will get free vaccine.

    Now, GOI- Never said everyone will get vaccine.

    Exactly what does the PM stand by?

    — Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বর্তমান পরিস্থিতিতে ভারতে কোরোনা ভ্য়াকসিনের উপর হিউম্য়ান ট্রায়াল চলছে ৷ সেই ট্রায়াল সফল হলে, স্বাস্থ্য়মন্ত্রকের ছাড়পত্র পেয়ে তা হাতে আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে ৷ এমনকী শুরুতেই কোরোনা ভ্য়াকসিনের জোগান কেমন থাকবে ? তার উপর ভ্য়াকসিনের বণ্টন নির্ভর করবে ৷ এনিয়ে স্বাস্থ্য়সচিব জানিয়েছিলেন, কারা কোরোনায় আক্রান্ত হতে পারেন এবং কাদের থেকে এই ভাইরাস ছড়াতে পারে, তাঁদের চিহ্নিত করে ভ্য়াকসিনেশন হলেই সংক্রমণের এই চেইন ভাঙা সম্ভব হবে ৷ স্বাস্থ্য় সচিবের এই মন্তব্য়ের পর কংগ্রেসের তরফে কেন্দ্রকে নিশানা করা হয় ৷ যেখানে কেন্দ্রের BJP সরকারকে ‘U-টার্ন সরকার’ বলে কটাক্ষ করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.