ETV Bharat / bharat

এখনও 6 টি ট্রেনের সম্মতি দেয়নি রাজ্য, টুইট ভারতীয় রেলের - পশ্চিমবঙ্গের জন্য শ্রমিক স্পেশাল ট্রেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধের পর পশ্চিমবঙ্গ সরকার আরও কিছু ট্রেনের জন্য সম্মতি দিয়েছে । এগুলির মধ্যে 2 টি পঞ্জাব থেকে, 2 টি তামিলনাড়ু থেকে, 3 টি কর্নাটক থেকে ও একটি তেলাঙ্গানা থেকে ছাড়বে ।

Indian Railway
ফাইল ছবি
author img

By

Published : May 9, 2020, 10:48 PM IST

দিল্লি, 9 মে : দেশজুড়ে এখনও পর্যন্ত তিন'শো শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে ভারতীয় রেল । উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশসহ অন্যান্য রাজ্যগুলি পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে ওই ট্রেনগুলিতে । কিন্তু আজ সকাল পর্যন্ত ভারতীয় রেলকে মাত্র দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনের জন্যই সম্মতি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । টুইটে আজ এই কথাই জানাল ভারতীয় রেল ।

  • Indian Railways has so far run more then 300 trains mainly for states like UP, Bihar, Odisha, MP etc. But for WB till today morning we had received approval for only 2 Shramik special trains, 1 from Ajmer Sharif & other from Ernakulam.

    — Ministry of Railways (@RailMinIndia) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় রেলের তরফে ওই টুইটে লেখা হয়, "পশ্চিমবঙ্গের তরফে যে দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য আজ সকাল পর্যন্ত সম্মতি মিলেছিল, সেগুলির মধ্যে একটি আজমেঢ় শরিফ থেকে ও অন্যটি এরনাকুলাম থেকে ।"

  • After request of Hon’ble HM, today afternoon WB has approved 2 trains from Punjab, 2 from TN, 3 from Karnataka & 1 from Telangana, which are being arranged.

    — Ministry of Railways (@RailMinIndia) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে আরও বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধের পর পশ্চিমবঙ্গ সরকার আরও কিছু ট্রেনের জন্য সম্মতি দিয়েছে । এগুলির মধ্যে 2 টি পঞ্জাব থেকে, 2 টি তামিলনাড়ু থেকে, 3 টি কর্নাটক থেকে ও একটি তেলাঙ্গানা থেকে ছাড়বে ।

  • However, WB has not approved any train from Maharashtra, while there is a requirement of 16 trains to WB and presently 6 requests are pending for which approval is still awaited from WB.

    — Ministry of Railways (@RailMinIndia) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে পশ্চিমবঙ্গের তরফে এখনও পর্যন্ত মহারাষ্ট্রের থেকে কোনও ট্রেনের জন্য সম্মতি দেওয়া হয়নি । পশ্চিমবঙ্গের জন্য যে 16 টি ট্রেনের প্রয়োজন, তার মধ্যে 10 টি ট্রেনের সম্মতি দেওয়া হয়েছে । বাকি ছ'টি ট্রেনের এখনও পর্যন্ত কোনও সম্মতি মেলেনি বলেই জানিয়ে দিল ভারতীয় রেল ।

দিল্লি, 9 মে : দেশজুড়ে এখনও পর্যন্ত তিন'শো শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে ভারতীয় রেল । উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশসহ অন্যান্য রাজ্যগুলি পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে ওই ট্রেনগুলিতে । কিন্তু আজ সকাল পর্যন্ত ভারতীয় রেলকে মাত্র দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনের জন্যই সম্মতি জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার । টুইটে আজ এই কথাই জানাল ভারতীয় রেল ।

  • Indian Railways has so far run more then 300 trains mainly for states like UP, Bihar, Odisha, MP etc. But for WB till today morning we had received approval for only 2 Shramik special trains, 1 from Ajmer Sharif & other from Ernakulam.

    — Ministry of Railways (@RailMinIndia) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় রেলের তরফে ওই টুইটে লেখা হয়, "পশ্চিমবঙ্গের তরফে যে দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনের জন্য আজ সকাল পর্যন্ত সম্মতি মিলেছিল, সেগুলির মধ্যে একটি আজমেঢ় শরিফ থেকে ও অন্যটি এরনাকুলাম থেকে ।"

  • After request of Hon’ble HM, today afternoon WB has approved 2 trains from Punjab, 2 from TN, 3 from Karnataka & 1 from Telangana, which are being arranged.

    — Ministry of Railways (@RailMinIndia) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে আরও বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুরোধের পর পশ্চিমবঙ্গ সরকার আরও কিছু ট্রেনের জন্য সম্মতি দিয়েছে । এগুলির মধ্যে 2 টি পঞ্জাব থেকে, 2 টি তামিলনাড়ু থেকে, 3 টি কর্নাটক থেকে ও একটি তেলাঙ্গানা থেকে ছাড়বে ।

  • However, WB has not approved any train from Maharashtra, while there is a requirement of 16 trains to WB and presently 6 requests are pending for which approval is still awaited from WB.

    — Ministry of Railways (@RailMinIndia) May 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে পশ্চিমবঙ্গের তরফে এখনও পর্যন্ত মহারাষ্ট্রের থেকে কোনও ট্রেনের জন্য সম্মতি দেওয়া হয়নি । পশ্চিমবঙ্গের জন্য যে 16 টি ট্রেনের প্রয়োজন, তার মধ্যে 10 টি ট্রেনের সম্মতি দেওয়া হয়েছে । বাকি ছ'টি ট্রেনের এখনও পর্যন্ত কোনও সম্মতি মেলেনি বলেই জানিয়ে দিল ভারতীয় রেল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.