দিল্লি, 6 জানুয়ারি : ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলার নিন্দা করল JNUTF (জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় টিচারস ফেডারেশন ) । হামলার পর গভীর রাতে JNUTF-এর তরফে এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, গোটা ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ।
রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল দুষ্কৃতী । মুখে কাপড় বেঁধে রড ও পাথর নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলা চালানো হয় । হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক । এই নজীরবিহীন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় JNUTF ।
বিবৃতিতে তারা জানিয়েছে, "এই হিংসা ও ভয়ের পরিবেশে আমরা আতঙ্কিত । যেভাবে ছাত্রদের একাংশ হিংসাত্বক ঘটনায় জড়িয়ে পড়ছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । যারা এই হিংসা ছড়াচ্ছে ও যারা মদত দিচ্ছে উভয়ের কাছে আমাদের আবেদন দয়া করে এসব থেকে বিরত থাকুন । ছাত্রদের অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়তে ইন্ধন দেবেন না । ক্যাম্পাসে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের সবমহলের কাছে আবেদন জানাচ্ছি । "