ETV Bharat / bharat

আমরা আতঙ্কিত ! বলছেন JNU-র শিক্ষকরা - jnu student protest

JNUTF বলেছে, "এই হিংসা ও ভয়ের পরিবেশে আমরা আতঙ্কিত । যেভাবে ছাত্রদের একাংশ হিংসাত্বক ঘটনায় জড়িয়ে পড়ছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । যারা এই হিংসা ছড়াচ্ছে ও যারা মদত দিচ্ছে উভয়ের কাছে আমাদের আবেদন দয়া করে এসব থেকে বিরত থাকুন ।"

jnu students attacked
ভাঙচুর
author img

By

Published : Jan 6, 2020, 4:34 AM IST

দিল্লি, 6 জানুয়ারি : ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলার নিন্দা করল JNUTF (জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় টিচারস ফেডারেশন ) । হামলার পর গভীর রাতে JNUTF-এর তরফে এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, গোটা ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ।

রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল দুষ্কৃতী । মুখে কাপড় বেঁধে রড ও পাথর নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলা চালানো হয় । হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক । এই নজীরবিহীন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় JNUTF ।

বিবৃতিতে তারা জানিয়েছে, "এই হিংসা ও ভয়ের পরিবেশে আমরা আতঙ্কিত । যেভাবে ছাত্রদের একাংশ হিংসাত্বক ঘটনায় জড়িয়ে পড়ছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । যারা এই হিংসা ছড়াচ্ছে ও যারা মদত দিচ্ছে উভয়ের কাছে আমাদের আবেদন দয়া করে এসব থেকে বিরত থাকুন । ছাত্রদের অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়তে ইন্ধন দেবেন না । ক্যাম্পাসে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের সবমহলের কাছে আবেদন জানাচ্ছি । "

দিল্লি, 6 জানুয়ারি : ক্যাম্পাসে দুষ্কৃতীদের হামলার নিন্দা করল JNUTF (জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় টিচারস ফেডারেশন ) । হামলার পর গভীর রাতে JNUTF-এর তরফে এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, গোটা ঘটনায় তারা গভীরভাবে উদ্বিগ্ন ।

রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় একদল দুষ্কৃতী । মুখে কাপড় বেঁধে রড ও পাথর নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপর হামলা চালানো হয় । হামলায় জখম হন একাধিক পড়ুয়া ও শিক্ষক । এই নজীরবিহীন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় JNUTF ।

বিবৃতিতে তারা জানিয়েছে, "এই হিংসা ও ভয়ের পরিবেশে আমরা আতঙ্কিত । যেভাবে ছাত্রদের একাংশ হিংসাত্বক ঘটনায় জড়িয়ে পড়ছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন । যারা এই হিংসা ছড়াচ্ছে ও যারা মদত দিচ্ছে উভয়ের কাছে আমাদের আবেদন দয়া করে এসব থেকে বিরত থাকুন । ছাত্রদের অপরাধমূলক ঘটনায় জড়িয়ে পড়তে ইন্ধন দেবেন না । ক্যাম্পাসে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়ের সবমহলের কাছে আবেদন জানাচ্ছি । "

New Delhi, Jan 06 (ANI): Congress general secretary Priyanka Gandhi Vadra arrived at AIIMS Trauma Centre where 18 people from Jawaharlal Nehru University have been admitted following violence at the university. Several masked goons allegedly entered the JNU campus and injured the students and professors including JNUSU president. They also caused destruction to the property. Security was tightened at the campus soon after the incident.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.