দিল্লি, 29 অক্টোবর : দিন দিন রাজধানীতে বাড়ছে দূষণের মাত্রা ৷ যার ফলে রাজধানীর বাতাসের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ৷ দিল্লির দূষণ নিয়ন্ত্রণ কমিটির তরফে জানানো হয়েছে, দা এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা দিন দিন বেড়েই চলেছে ৷ এভাবে দূষণের মাত্রা বাড়তে থাকলে জটিল রোগ হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের ৷
দা এয়ার কোয়ালিটি ইনডেক্সের স্বাভাবিক মাত্রা 0 থেকে 50 ৷ 51 থেকে 100-র মধ্যে তা সন্তোষজনক হিসেবে ধরা হয় ৷ 101 থেকে 200-র মধ্যে তা মাঝারি হিসেবে ধরা হয় ৷ 201 থেকে 300-র মধ্যে থাকলে তা খারাপ ও 401 থেকে 500 মধ্যে থাকলে অতি খারাপ হিসেবে ধরা হয় ৷ এক্ষেত্রে দেখা গিয়েছে দিল্লির বেশিরভাগ এলাকাতেই দা এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা অতি খারাপের পর্যায়ে পড়ছে ৷ রাজধানীর আনন্দ বিহারে দা এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা ছিল 401, আলিপুরে 405, ওয়াজিপুরে 410 ৷ এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা এভাবে বেড়ে যাওয়ার ফলেই বায় দূষণ বাড়ছে ৷ এমনই জানিয়েছে দিল্লির দূষণ নিয়ন্ত্রক কমিটি ৷ অপরদিকে R K পুরমে দা এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা 376, ITO তে 384, লোধি রোডে 311 ও পঞ্জাবি বাগে 387 ছাড়িয়েছে ৷ এই চারটি জায়গার পরিস্থিতি অতি ভয়ংকর বলে বর্ণনা করেছে দূষণ নিয়ন্ত্রণ কমিটি ৷
উল্লেখ্য, অক্টোবরের শেষ সপ্তাহেই দিল্লির বিভিন্ন এলাকা ধোঁয়ার চাদরে ঢাকা পড়েছে ৷ যার ফলে রাজধানীর অনেক মানুষেরই শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে ৷ অপরদিকে, দিল্লিতে দিন দিন দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় চিন্তিত বিশেষজ্ঞ মহলও ৷ তাদের মতে, এই হারে যদি দূষণ বাড়তে থাকে তাহলে মানুষের স্বাস্থ্যের পক্ষে তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে যাবে ৷ এমনকী জটিল রোগও হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷