ETV Bharat / bharat

কাশ্মীর ইশুতে পাকিস্তানের প্রোপাগান্ডা রিটুইট অ্যামেরিকার কংগ্রেস সদস্যর - Jammu and Kashmir

কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য অ্যালেগজ়েন্ডরিয়া ওক্যাজ়িও-কোর্টেজ় পাকিস্তানের টুইটটি রিটুইট করে দাবি করেন যে, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সেখানে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে ।

কংগ্রেস সদস্য
author img

By

Published : Oct 1, 2019, 1:32 PM IST

ওয়াশিংটন, 1 অক্টোবর : কাশ্মীর ইশুতে পাকিস্তানের প্রোপাগান্ডামূলক টুইট রিটুইট করলেন অ্যামেরিকার কংগ্রেসের এক সদস্য । কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য অ্যালেগজ়েন্ডরিয়া ওক্যাজ়িও-কোর্টেজ় পাকিস্তানের টুইটটি রিটুইট করে দাবি করেন যে, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সেখানে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে । তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন । সেখানে দেখা যাচ্ছে তিনি অ্যামেরিকায় কাশ্মীর সংহতি মিছিলে হাঁটছেন । ক্যাপশনে লেখা, "আমরা কাশ্মীরিদের মৌলিক মানবিক মর্যাদার পক্ষে রয়েছি । আমরা গণতন্ত্র, সাম্যতা ও মানবাধিকারকে সমর্থন করি । হিংসা ও নির্যাতনের যা যা রিপোর্ট উঠে এসেছে তা অত্যন্ত চিন্তার । কাশ্মীরে সাধারণ মানুষের গতিবিধি ও জীবনদায়ী চিকিৎসার ক্ষেত্রে সব রকমের নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া উচিত ।"

যে অ্যাকাউন্ট থেকে অ্যালেগজ়েন্ডরিয়া রিটুইট করেছিলেন সেই অ্যাকাউন্টি খতিয়ে দেখা যায় সেটি কাশ্মীর ইশুতে ভারত বিরোধী পোস্টে ভরা । পাকিস্তানের বিভিন্ন প্রোপাগান্ডামূলক হ্যাশট্যাগ ব্যবহার করে নিয়মিত টুইট করা হয় সেই অ্যাকাউন্ট থেকে । সেই অ্যাকাউন্টের পরিচালক অ্যালেগজ়েন্ডরিয়াকে রিটুইট করার জন্য ধন্যবাদ জানিয়েছেন । সেই ধন্যবাদসূচক টুইটে লেখা, "আপনার ব্যস্ততার মাঝেও সময় বের করে কাশ্মীর ইশুকে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ @AOC । গত 57 দিন ধরে কাশ্মীরে অচলাবস্থা চলছে । আপনাকে আমরা শ্রদ্ধা জানাই । আপনি আরও শক্তিশালী হন ।"

5 অগাস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকে বিভিন্ন সোশাল মিডিয়াতে পাকিস্তানের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো পোস্ট করা হয় । যে ভিডিয়োতে দেখানো হয় ভারতের সেনা জওয়ানরা কাশ্মীরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে । কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ভিডিয়োগুলি ভুয়ো । জম্মু ও কাশ্মীর পুলিশের ADGP (আইনশৃঙ্খলা) মুনির খান দাবি করেন, বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে পাকিস্তান । কাশ্মীর ইশুতে প্রোপাগান্ডা ছড়িয়ে টুইট করায় ইতিমধ্যে কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ ।

ওয়াশিংটন, 1 অক্টোবর : কাশ্মীর ইশুতে পাকিস্তানের প্রোপাগান্ডামূলক টুইট রিটুইট করলেন অ্যামেরিকার কংগ্রেসের এক সদস্য । কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য অ্যালেগজ়েন্ডরিয়া ওক্যাজ়িও-কোর্টেজ় পাকিস্তানের টুইটটি রিটুইট করে দাবি করেন যে, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সেখানে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে । তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন । সেখানে দেখা যাচ্ছে তিনি অ্যামেরিকায় কাশ্মীর সংহতি মিছিলে হাঁটছেন । ক্যাপশনে লেখা, "আমরা কাশ্মীরিদের মৌলিক মানবিক মর্যাদার পক্ষে রয়েছি । আমরা গণতন্ত্র, সাম্যতা ও মানবাধিকারকে সমর্থন করি । হিংসা ও নির্যাতনের যা যা রিপোর্ট উঠে এসেছে তা অত্যন্ত চিন্তার । কাশ্মীরে সাধারণ মানুষের গতিবিধি ও জীবনদায়ী চিকিৎসার ক্ষেত্রে সব রকমের নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া উচিত ।"

যে অ্যাকাউন্ট থেকে অ্যালেগজ়েন্ডরিয়া রিটুইট করেছিলেন সেই অ্যাকাউন্টি খতিয়ে দেখা যায় সেটি কাশ্মীর ইশুতে ভারত বিরোধী পোস্টে ভরা । পাকিস্তানের বিভিন্ন প্রোপাগান্ডামূলক হ্যাশট্যাগ ব্যবহার করে নিয়মিত টুইট করা হয় সেই অ্যাকাউন্ট থেকে । সেই অ্যাকাউন্টের পরিচালক অ্যালেগজ়েন্ডরিয়াকে রিটুইট করার জন্য ধন্যবাদ জানিয়েছেন । সেই ধন্যবাদসূচক টুইটে লেখা, "আপনার ব্যস্ততার মাঝেও সময় বের করে কাশ্মীর ইশুকে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ @AOC । গত 57 দিন ধরে কাশ্মীরে অচলাবস্থা চলছে । আপনাকে আমরা শ্রদ্ধা জানাই । আপনি আরও শক্তিশালী হন ।"

5 অগাস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকে বিভিন্ন সোশাল মিডিয়াতে পাকিস্তানের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো পোস্ট করা হয় । যে ভিডিয়োতে দেখানো হয় ভারতের সেনা জওয়ানরা কাশ্মীরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে । কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ভিডিয়োগুলি ভুয়ো । জম্মু ও কাশ্মীর পুলিশের ADGP (আইনশৃঙ্খলা) মুনির খান দাবি করেন, বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে পাকিস্তান । কাশ্মীর ইশুতে প্রোপাগান্ডা ছড়িয়ে টুইট করায় ইতিমধ্যে কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ ।

Coimbatore (Tamil Nadu), Oct 01 (ANI): Ahead of Air Force Day, the Indian Air Force (IAF) organised an air show and display of their fighter aircrafts in Tamil Nadu's Coimbatore on September 30. IAF also displayed their helicopters and weapons at Sulur Air Force Station near Coimbatore. Air Force Day will be celebrated on October 8. The main focus of this show was to prove the aerial strength of the Air Force and to motivate the youth to join IAF.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.