ওয়াশিংটন, 1 অক্টোবর : কাশ্মীর ইশুতে পাকিস্তানের প্রোপাগান্ডামূলক টুইট রিটুইট করলেন অ্যামেরিকার কংগ্রেসের এক সদস্য । কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য অ্যালেগজ়েন্ডরিয়া ওক্যাজ়িও-কোর্টেজ় পাকিস্তানের টুইটটি রিটুইট করে দাবি করেন যে, জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই সেখানে সাধারণ জনজীবন ব্যাহত হয়েছে । তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন । সেখানে দেখা যাচ্ছে তিনি অ্যামেরিকায় কাশ্মীর সংহতি মিছিলে হাঁটছেন । ক্যাপশনে লেখা, "আমরা কাশ্মীরিদের মৌলিক মানবিক মর্যাদার পক্ষে রয়েছি । আমরা গণতন্ত্র, সাম্যতা ও মানবাধিকারকে সমর্থন করি । হিংসা ও নির্যাতনের যা যা রিপোর্ট উঠে এসেছে তা অত্যন্ত চিন্তার । কাশ্মীরে সাধারণ মানুষের গতিবিধি ও জীবনদায়ী চিকিৎসার ক্ষেত্রে সব রকমের নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেওয়া উচিত ।"
যে অ্যাকাউন্ট থেকে অ্যালেগজ়েন্ডরিয়া রিটুইট করেছিলেন সেই অ্যাকাউন্টি খতিয়ে দেখা যায় সেটি কাশ্মীর ইশুতে ভারত বিরোধী পোস্টে ভরা । পাকিস্তানের বিভিন্ন প্রোপাগান্ডামূলক হ্যাশট্যাগ ব্যবহার করে নিয়মিত টুইট করা হয় সেই অ্যাকাউন্ট থেকে । সেই অ্যাকাউন্টের পরিচালক অ্যালেগজ়েন্ডরিয়াকে রিটুইট করার জন্য ধন্যবাদ জানিয়েছেন । সেই ধন্যবাদসূচক টুইটে লেখা, "আপনার ব্যস্ততার মাঝেও সময় বের করে কাশ্মীর ইশুকে তুলে ধরার জন্য আন্তরিক ধন্যবাদ @AOC । গত 57 দিন ধরে কাশ্মীরে অচলাবস্থা চলছে । আপনাকে আমরা শ্রদ্ধা জানাই । আপনি আরও শক্তিশালী হন ।"
5 অগাস্ট কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকে বিভিন্ন সোশাল মিডিয়াতে পাকিস্তানের বিভিন্ন টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়ো পোস্ট করা হয় । যে ভিডিয়োতে দেখানো হয় ভারতের সেনা জওয়ানরা কাশ্মীরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে । কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ভিডিয়োগুলি ভুয়ো । জম্মু ও কাশ্মীর পুলিশের ADGP (আইনশৃঙ্খলা) মুনির খান দাবি করেন, বিভিন্ন ভিডিয়োর মাধ্যমে মিথ্যাচার চালাচ্ছে পাকিস্তান । কাশ্মীর ইশুতে প্রোপাগান্ডা ছড়িয়ে টুইট করায় ইতিমধ্যে কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ ।