দিল্লি, 20 ফেব্রুয়ারি : উপহার অগ্নিকাণ্ড মামলায় দোষীদের জেল হেপাজত বাড়ানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । আজ প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা ও অরুণ মিশ্রর বেঞ্চ জানিয়ে দেয়, ক্ষতিগ্রস্তদের পরিবারের তরফে যে আবেদন করা হয়েছে তার কোনও ভিত্তি নেই ।
1997 সাল । দক্ষিণ দিল্লির উপহার থিয়েটারে তখন বর্ডার সিনেমা চলছিল । সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে । তাই হাউজ়ফুল ছিল সিনেমাহল । সেই সময় আগুন লাগে । ঘটনায় 59 জনের মৃত্যু হয়েছিল । ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে আহত হয়েছিল শতাধিক । গাফিলতির অভিযোগ ওঠে সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে । হলের মালিক সুশীল আনসাল ও গোপাল আনসাল নামে দুই ভাইয়ের জেল হয় । পরে ক্ষতিগ্রস্তদের 30 কোটি করে জরিমানা দেওয়ার শর্তে 2015 সালে জেল থেকে ছাড়া পায় তারা ।
তারপরই দোষীদের জেল হেপাজত বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ক্ষতিগ্রস্থদের পরিবার । সেই মামলার আজ শুনানি চলছিল । সব কিছু শোনার পর কিউরেটিভ পিটিশন খারিজ করে দেয় আদালত । পাশাপাশি জানিয়ে দেয়, "আমরা পুরো কিউরেটিভ পিটিশনটি পড়ে দেখেছি । তবে এর কোনও ভিত্তি নেই । তাই আবেদনটি খারিজ করা হল ।"