দিল্লি, 3 নভেম্বর : বিবিকে খুনের অভিযোগে ব্যাক্তিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা ৷ উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার ঘটনা ৷ মৃতের নাম নাসির কুরেশি (40) ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ ঘটনার ভিডিয়ো দেখে পাঁচ জনকে শনাক্ত করেছে পুলিশ ৷ তাদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
পুলিশ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শ্রীপাল যাদব বলেন, "নাসির নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুন করার অভিযোগ ওঠে ৷ এরপর তিনি পালাতে গেলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ফেলে ও তাঁকে পাথর, লাঠি দিয়ে মারধর করে ৷ ঘটনায় মৃত্যু হয় ব্যাক্তির ৷ গতকাল সেই ভিডিয়োর কথা কেউ উল্লেখ না করলেও আজ তদন্তে সেই ভিডিয়ো উঠে আসে ৷" শ্রীপাল আরও জানান, ওই ভিডিয়োটিতে দেখা গেছে পাঁচ জন ব্যাক্তি নাসিরকে লোহার রড ও লাঠি দিয়ে মারছে ৷
অভিযোগ, গত বুধবার পারিবারিক সমস্যা ও কথা কাটাকাটির জেরে নাসির তাঁর স্ত্রীয়ের গায়ে কুড়ুলের কোপ বসিয়ে দেন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর স্ত্রী আফসারির (35) ৷ আফসারির মা ও বোন বাঁচাতে এলে তাঁরাও আহত হন ৷ এরপরই নাসিরকে ধরে আজ গণপিটুনি দেয় গ্রামবাসীরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় নাসিরের ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ৷ পুলিশ জানিয়েছে, মৃত নাসির ও আফসারির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে ৷ বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷