ETV Bharat / bharat

বিবিকে খুনের সন্দেহ, ব্যক্তিকে পিটিয়ে খুন গ্রামবাসীদের

author img

By

Published : Nov 3, 2019, 11:34 AM IST

বিবিকে খুনের অভিযোগে ব্যক্তিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা ৷ মৃতের নাম নাসির কুরেশি ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

বিবিকে খুনের সন্দেহ, ব্যক্তিকে পিটিয়ে খুন গ্রামবাসীদের

দিল্লি, 3 নভেম্বর : বিবিকে খুনের অভিযোগে ব্যাক্তিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা ৷ উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার ঘটনা ৷ মৃতের নাম নাসির কুরেশি (40) ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ ঘটনার ভিডিয়ো দেখে পাঁচ জনকে শনাক্ত করেছে পুলিশ ৷ তাদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

পুলিশ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শ্রীপাল যাদব বলেন, "নাসির নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুন করার অভিযোগ ওঠে ৷ এরপর তিনি পালাতে গেলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ফেলে ও তাঁকে পাথর, লাঠি দিয়ে মারধর করে ৷ ঘটনায় মৃত্যু হয় ব্যাক্তির ৷ গতকাল সেই ভিডিয়োর কথা কেউ উল্লেখ না করলেও আজ তদন্তে সেই ভিডিয়ো উঠে আসে ৷" শ্রীপাল আরও জানান, ওই ভিডিয়োটিতে দেখা গেছে পাঁচ জন ব্যাক্তি নাসিরকে লোহার রড ও লাঠি দিয়ে মারছে ৷

অভিযোগ, গত বুধবার পারিবারিক সমস্যা ও কথা কাটাকাটির জেরে নাসির তাঁর স্ত্রীয়ের গায়ে কুড়ুলের কোপ বসিয়ে দেন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর স্ত্রী আফসারির (35) ৷ আফসারির মা ও বোন বাঁচাতে এলে তাঁরাও আহত হন ৷ এরপরই নাসিরকে ধরে আজ গণপিটুনি দেয় গ্রামবাসীরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় নাসিরের ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ৷ পুলিশ জানিয়েছে, মৃত নাসির ও আফসারির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে ৷ বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

দিল্লি, 3 নভেম্বর : বিবিকে খুনের অভিযোগে ব্যাক্তিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা ৷ উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার ঘটনা ৷ মৃতের নাম নাসির কুরেশি (40) ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ ঘটনার ভিডিয়ো দেখে পাঁচ জনকে শনাক্ত করেছে পুলিশ ৷ তাদের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

পুলিশ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট শ্রীপাল যাদব বলেন, "নাসির নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুন করার অভিযোগ ওঠে ৷ এরপর তিনি পালাতে গেলে গ্রামবাসীরা তাঁকে ঘিরে ফেলে ও তাঁকে পাথর, লাঠি দিয়ে মারধর করে ৷ ঘটনায় মৃত্যু হয় ব্যাক্তির ৷ গতকাল সেই ভিডিয়োর কথা কেউ উল্লেখ না করলেও আজ তদন্তে সেই ভিডিয়ো উঠে আসে ৷" শ্রীপাল আরও জানান, ওই ভিডিয়োটিতে দেখা গেছে পাঁচ জন ব্যাক্তি নাসিরকে লোহার রড ও লাঠি দিয়ে মারছে ৷

অভিযোগ, গত বুধবার পারিবারিক সমস্যা ও কথা কাটাকাটির জেরে নাসির তাঁর স্ত্রীয়ের গায়ে কুড়ুলের কোপ বসিয়ে দেন ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর স্ত্রী আফসারির (35) ৷ আফসারির মা ও বোন বাঁচাতে এলে তাঁরাও আহত হন ৷ এরপরই নাসিরকে ধরে আজ গণপিটুনি দেয় গ্রামবাসীরা ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় নাসিরের ৷ পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ৷ পুলিশ জানিয়েছে, মৃত নাসির ও আফসারির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে ৷ বাকীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

Bangkok (Thailand), Nov 2 (ANI): Suchitra Durai, Indian Ambassador to Thailand stated that India is keen to have strong unified ASEAN playing a central role in emerging dynamic of Indo-pacific region. ASEAN-India Summit will help in providing the opportunity to take stock of relationship and decide on future areas of cooperation. Speaking to ANI, Suchitra Durai said, "The ASEAN-India summit which will take place on November 3rd, will provide us the opportunity to take stock of the relationship and also to decide on the future areas of cooperation." "Prime Minister is leading Indian delegation to 16th ASEAN-India summit in Thailand. ASEAN for us is very important grouping. India would like to have strong unified ASEAN playing a central role in emerging dynamic of Indo-pacific region," added Durai.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.