লখনউ, 19 অগাস্ট : ভাতা বাড়ল অযোধ্যার রাম লালার । 3 হাজার 800 টাকা ভাতা বাড়িয়েছে উত্তর প্রদেশ সরকার । এছাডা় বেতন বেড়েছে অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত ও আট সেবায়েতের ।
পোশাক, স্নান ও প্রসাদ, মন্দিরের বিদ্যুৎ ও জলের ব্যয়ের জন্য রাম লালা উত্তর প্রদেশ সরকারের থেকে আগে 26,200 টাকা ভাতা পেতেন । এখন তা বাড়িয়ে করা হয়েছে 30 হাজার টাকা । 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পরে রাম লালা এবং অস্থায়ী মন্দিরের যত্ন নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট একজনকে তত্ত্বাবধায়ক পুরোহিত নিযুক্ত করে । তত্ত্বাবধায়ক পুরোহিত সত্যেন্দ্র দাস এখন থেকে 13 হাজার টাকা পাবেন । মন্দিরের আট কর্মীর বেতন 5000 টাকা করে বেড়েছে । তাছাড়া ভোগের (প্রসাদ) জন্য মাসিক 800 টাকা ভাতা বেড়েছে ।
সত্যেন্দ্র দাস বলেন, "আমরা পুজোর উপকরণে ব্যয় করি । তাই খুব সামান্য বাড়লেও আমরা খুশি হব । আমরা এই বছরের জুলাই মাসে ভাতা বাড়ানোর অনুরোধ করি । সেটা অনুমোদিত হয়েছে ।"