ETV Bharat / bharat

ভাতা বাড়ল অযোধ্যার রাম লালার

ভাতা বাড়ল অযোধ্যার রাম লালার । 3 হাজার 800 টাকা ভাতা বাড়িয়েছে উত্তর প্রদেশ সরকার । এছাডা় বেতন বেড়েছে অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত ও আট সেবায়েতের ।

রাম লালা
author img

By

Published : Aug 19, 2019, 12:29 PM IST

লখনউ, 19 অগাস্ট : ভাতা বাড়ল অযোধ্যার রাম লালার । 3 হাজার 800 টাকা ভাতা বাড়িয়েছে উত্তর প্রদেশ সরকার । এছাডা় বেতন বেড়েছে অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত ও আট সেবায়েতের ।

পোশাক, স্নান ও প্রসাদ, মন্দিরের বিদ্যুৎ ও জলের ব্যয়ের জন্য রাম লালা উত্তর প্রদেশ সরকারের থেকে আগে 26,200 টাকা ভাতা পেতেন । এখন তা বাড়িয়ে করা হয়েছে 30 হাজার টাকা । 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পরে রাম লালা এবং অস্থায়ী মন্দিরের যত্ন নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট একজনকে তত্ত্বাবধায়ক পুরোহিত নিযুক্ত করে । তত্ত্বাবধায়ক পুরোহিত সত্যেন্দ্র দাস এখন থেকে 13 হাজার টাকা পাবেন । মন্দিরের আট কর্মীর বেতন 5000 টাকা করে বেড়েছে । তাছাড়া ভোগের (প্রসাদ) জন্য মাসিক 800 টাকা ভাতা বেড়েছে ।

সত্যেন্দ্র দাস বলেন, "আমরা পুজোর উপকরণে ব্যয় করি । তাই খুব সামান্য বাড়লেও আমরা খুশি হব । আমরা এই বছরের জুলাই মাসে ভাতা বাড়ানোর অনুরোধ করি । সেটা অনুমোদিত হয়েছে ।"

লখনউ, 19 অগাস্ট : ভাতা বাড়ল অযোধ্যার রাম লালার । 3 হাজার 800 টাকা ভাতা বাড়িয়েছে উত্তর প্রদেশ সরকার । এছাডা় বেতন বেড়েছে অস্থায়ী মন্দিরের প্রধান পুরোহিত ও আট সেবায়েতের ।

পোশাক, স্নান ও প্রসাদ, মন্দিরের বিদ্যুৎ ও জলের ব্যয়ের জন্য রাম লালা উত্তর প্রদেশ সরকারের থেকে আগে 26,200 টাকা ভাতা পেতেন । এখন তা বাড়িয়ে করা হয়েছে 30 হাজার টাকা । 1992 সালে বাবরি মসজিদ ভাঙার পরে রাম লালা এবং অস্থায়ী মন্দিরের যত্ন নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট একজনকে তত্ত্বাবধায়ক পুরোহিত নিযুক্ত করে । তত্ত্বাবধায়ক পুরোহিত সত্যেন্দ্র দাস এখন থেকে 13 হাজার টাকা পাবেন । মন্দিরের আট কর্মীর বেতন 5000 টাকা করে বেড়েছে । তাছাড়া ভোগের (প্রসাদ) জন্য মাসিক 800 টাকা ভাতা বেড়েছে ।

সত্যেন্দ্র দাস বলেন, "আমরা পুজোর উপকরণে ব্যয় করি । তাই খুব সামান্য বাড়লেও আমরা খুশি হব । আমরা এই বছরের জুলাই মাসে ভাতা বাড়ানোর অনুরোধ করি । সেটা অনুমোদিত হয়েছে ।"

Shamli (UP), Aug 19 (ANI): Even as the government is leaving no stone unturned in fighting the menace of Triple Talaq, instances in the connection seem to rise. Women in Uttar Pradesh continue to suffer as several cases pertaining to instant divorce have been reported from the state. A women in Kandhla area in UP's Shamli district has alleged that her husband gave her Triple Talaq over the phone earlier this month. While speaking to media, the victim said, "My husband gave me triple talaq over the phone. I have his call recording to prove this. I want justice. He should be punished for the crime."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.