লখনউ (উত্তরপ্রদেশ),14 মে : MSME সেক্টরের জন্য একাধিক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । এরই মাঝে রাজ্যের অনলাইন ঋণ মেলার অংশ হিসেবে MSME সেক্টরের যুক্ত ব্যক্তিদের হাতে চেক তুলে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
উত্তর প্রদেশ সরকার MSME সেক্টরের জন্য এই ঋণ মেলা শুরু করেছে । এই সেক্টরের সঙ্গে যুক্তরা আজ এই মেলা থেকে ঋণ পান ।
যোগী আদিত্যনাথ বলেন, " আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি । MSME দপ্তর রাজ্য পর্যায়ের ব্যাঙ্কার কমিটির সঙ্গে সমন্বয় করে 56 হাজার 754 জন ঋণ গ্রহীতাকে 2002 কোটি টাকা ঋণ দেওয়ার জন্য প্যাকেজ ঘোষণা করেছে ।"