গুরুগ্রাম, 23 অগাস্ট : নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়ল গুরুগ্রামে । শনিবার রাতে ছয কিলোমিটার লম্বা ওই ফ্লাইওভারের কিছু অংশ ভেঙে পড়ে । ঘটনায় দু'জন আহত হয়েছেন । দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা টুইটে জানান, "গুরুগ্রামের সোহনা রোডে নির্মীয়মাণ ফ্লাইওভারের স্ল্যাব ভেঙে পুড়েছে । দু'জন আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থানে রয়েছে ।" গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত গুরুগ্রাম । বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে । শহরের সোহনা রোড অত্যন্ত ব্যস্ত এলাকা । শনিবার দুর্ঘটনার পর এলাকায় যানজটের সৃষ্টি হয় । পরে পুলিশ গিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করে ।
-
Slab of elevated corridor Sohna Road Gurugram collapsed. There have been 2 injuries and both have been admitted and under treatment. NHAI team, SDM and civil defence team are at site. pic.twitter.com/9JTCMaaoEA
— Dushyant Chautala (@Dchautala) August 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Slab of elevated corridor Sohna Road Gurugram collapsed. There have been 2 injuries and both have been admitted and under treatment. NHAI team, SDM and civil defence team are at site. pic.twitter.com/9JTCMaaoEA
— Dushyant Chautala (@Dchautala) August 22, 2020Slab of elevated corridor Sohna Road Gurugram collapsed. There have been 2 injuries and both have been admitted and under treatment. NHAI team, SDM and civil defence team are at site. pic.twitter.com/9JTCMaaoEA
— Dushyant Chautala (@Dchautala) August 22, 2020