ETV Bharat / bharat

ছাত্রদের উপর গুলি জালিয়ানওয়ালাবাগের কথা মনে পড়িয়ে দেয়: উদ্ধব ঠাকরে - Reminded Of Jallianwala Bagh

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র বিরুদ্ধে দিল্লি ও আলিগড়ে ছাত্রদের আন্দোলনে পুলিশের গুলি চালানোর অভিযোগ ওঠে । এই ঘটনাকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । তিনি রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ।

uddhav thackeray
উদ্ভব ঠাকরে
author img

By

Published : Dec 17, 2019, 9:20 PM IST

দিল্লি, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র বিরুদ্ধে দিল্লি ও আলিগড়ে ছাত্রদের আন্দোলনে পুলিশের গুলি চালানোর অভিযোগ ওঠে । এই ঘটনাকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । তিনি রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । উদ্ধব ঠাকরে বলেন, "এই ঘটনা আমাদের স্বাধীনতার আগে জালিয়ানওয়ালাবাগের ঘটনার কথা মনে পড়িয়ে দেয় ।"

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় রবিবার রাতে গন্ডগোল হয় । তারপর ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় । ওই ঘটনায় জখম একাধিক পড়ুয়ারা দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের মধ্যে দুজনের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে দাবি করা হয়েছে, রবিবার ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ গুলি চালায়নি ।


উদ্ধব বলেন, "দেশজুড়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পুলিশ দিল্লির ক্যাম্পাসে প্রবেশ করেছিল এবং শিক্ষার্থীদের উপর গুলি চালায়। যা আমাকে মনে করিয়ে দেয়, জালিয়ানওয়ালাবাগের ট্র্যাজেডি । " তিনি প্রশ্ন তোলেন, "আমরা কি শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা করে এই দেশে জালিয়ানওয়ালাবাগের মতো পরিস্থিতি তৈরি করছি?" রবিবার রাতের ওই ঘটনা নিয়ে আজ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন উদ্ধব ঠাকরে । তিনি ছাত্রদের সমর্থনে বলেন "যে দেশ বা রাজ্যে যুবকরা ক্ষিপ্ত সেখানে শান্তি থাকতে পারে না । তারুণ্য আমাদের শক্তি। আমরা শীঘ্রই সর্বাধিক সংখ্যক যুবকের দেশ হব । যুব শক্তি একটি বোমা এবং সরকার যেন এতে আগুন না লাগায় ।"

উল্লেখ্য, নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা রবিবার রাতে তুমুল বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে । শতাধিক মোটর বাইক ও তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । পুলিশ বিক্ষোভ বন্ধ করতে সেখানে পৌঁছালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয় । বিক্ষোভ দমন করতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পডু়য়াদের বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । ছাত্রছাত্রীদের অভিযোগ, শুধু লাঠিপেটা করাই নয়, গুলিও চালিয়েছে পুলিশ ।

দিল্লি, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-র বিরুদ্ধে দিল্লি ও আলিগড়ে ছাত্রদের আন্দোলনে পুলিশের গুলি চালানোর অভিযোগ ওঠে । এই ঘটনাকে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । তিনি রবিবার জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । উদ্ধব ঠাকরে বলেন, "এই ঘটনা আমাদের স্বাধীনতার আগে জালিয়ানওয়ালাবাগের ঘটনার কথা মনে পড়িয়ে দেয় ।"

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় রবিবার রাতে গন্ডগোল হয় । তারপর ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটায় । ওই ঘটনায় জখম একাধিক পড়ুয়ারা দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের মধ্যে দুজনের শরীরে গুলির ক্ষত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্রে দাবি করা হয়েছে, রবিবার ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ গুলি চালায়নি ।


উদ্ধব বলেন, "দেশজুড়ে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে পুলিশ দিল্লির ক্যাম্পাসে প্রবেশ করেছিল এবং শিক্ষার্থীদের উপর গুলি চালায়। যা আমাকে মনে করিয়ে দেয়, জালিয়ানওয়ালাবাগের ট্র্যাজেডি । " তিনি প্রশ্ন তোলেন, "আমরা কি শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা করে এই দেশে জালিয়ানওয়ালাবাগের মতো পরিস্থিতি তৈরি করছি?" রবিবার রাতের ওই ঘটনা নিয়ে আজ কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন উদ্ধব ঠাকরে । তিনি ছাত্রদের সমর্থনে বলেন "যে দেশ বা রাজ্যে যুবকরা ক্ষিপ্ত সেখানে শান্তি থাকতে পারে না । তারুণ্য আমাদের শক্তি। আমরা শীঘ্রই সর্বাধিক সংখ্যক যুবকের দেশ হব । যুব শক্তি একটি বোমা এবং সরকার যেন এতে আগুন না লাগায় ।"

উল্লেখ্য, নাগরিকত্ব আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে দক্ষিণ দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা রবিবার রাতে তুমুল বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে ওঠে । শতাধিক মোটর বাইক ও তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা । পুলিশ বিক্ষোভ বন্ধ করতে সেখানে পৌঁছালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয় । বিক্ষোভ দমন করতে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ঢুকে পডু়য়াদের বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে । ছাত্রছাত্রীদের অভিযোগ, শুধু লাঠিপেটা করাই নয়, গুলিও চালিয়েছে পুলিশ ।

Patna (Bihar), Dec 17 (ANI): Posters depicting Bihar Chief Minister Nitish Kumar being missing have been put up at multiple places across Patna. Kumar has been facing ire over his party's support to the Citizenship Amendment Bill in the Parliament, and the same criticism has been fired at him in the posters in which he is being questioned for his silence over the new citizenship act and National Register of Citizens. Multiple posters have satirically asked people of Bihar to find the Chief Minister.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.