ETV Bharat / bharat

টপ নিউজ় @ বিকেল 5 টা - COVID 19 Update India

এই মুহূর্তের বাছাই করা খবরগুলি একনজরে ।

দিনের সেরা খবর
দিনের সেরা খবর
author img

By

Published : Jun 13, 2020, 5:02 PM IST

1. বিশেষ বিমানে কুয়েত থেকে ফিরলেন 580 জন ভারতীয়

কুয়েতে আটকে থাকা প্রায় 600 ভারতীয়কে আজ দেশে ফেরাল কেন্দ্র । বন্দে ভারত মিশনের আওতায় বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে । আজ কুয়েতের দু'টি বিশেষ বিমানে সেদেশে আটকে পড়া 580 জন ভারতীয়কে দেশে ফেরানো হয় ।

2. ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে : সেনাপ্রধান

বিগত কয়েকদিন বৈঠকের পর দুই দেশই তাদের সেনা সরিয়ে নেয় ৷ আজ সেনাপ্রধান নারাভানে জানান, ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ অন্যদিকে, নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক খুবই ভালো বলে জানান তিনি ৷

3. কোরোনায় আক্রান্ত ভোপালের কংগ্রেস বিধায়ক

মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়কসহ 51 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস। শুক্রবার পর্যন্ত মধ্যপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার 443 জন।

4. রাজ্য সরকারের কোরোনা বুলেটিন বিশ্বাসযোগ্য নয়, টুইট রাজ্যপালের

কোরোনা নিয়ে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা দৈনিক বুলেটিন নিয়ে খুশি নন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ ফের তা টুইট করে বুঝিয়ে দিলেন তিনি ৷ সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের একটি টুইটকে রিটুইট করে তিনি লিখে জানান, এটি বিশ্বাসযোগ্য নয় ৷

5. দাসপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি

পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানা এলাকার নিশ্চিন্দিপুর গ্রামে গোমরাই খালের পাড়ে ছিল এলাকার বাসিন্দা নিমাই সামন্তর চারতলা পাকা বাড়ি ৷ অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে খাল সংস্কারের কাজ চলছিল ৷ আর তার ফলেই বাড়িটিতে প্রথমে ফাটল দেখা যায় ৷ পরে পুরো বাড়িটিই ভেঙে পড়ে যায় ৷ তবে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷

6. দেশে 3 লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা, নতুন করে সংক্রমিত প্রায় সাড়ে 11 হাজার

ফের রেকর্ড ৷ এবার একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 11 হাজার ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে 11 হাজার 458 জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷

7. খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, কোরোনামুক্ত বিশ্বের প্রার্থনা ভক্তদের

কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচার নিয়ম মেনেই আজ থেকে খুলল দক্ষিণেশ্বর মন্দির ৷ সকাল থেকেই ভিড় পুণ্যার্থীদের ৷

8. 3 আধিকারিককে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ

3 আধিকারিককে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ কর্মসমিতির বৈঠক ডেকে মেয়াদ বৃদ্ধি করে উপাচার্য পদের দায়িত্ব সামলানোর অভিযোগে বরখাস্ত হন দর্শন বিভাগের অধ্যাপিকা সবুজকলি সেন ৷

9. কোরোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি

বৃহস্পতিবার থেকে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন শাহিদ আফ্রিদি ৷ তারপর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷

10. আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াতে হাতে স্টেথোস্কোপ তুলে নিলেন কমলেশ্বর

আমফান বিধ্বস্ত সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় ।

1. বিশেষ বিমানে কুয়েত থেকে ফিরলেন 580 জন ভারতীয়

কুয়েতে আটকে থাকা প্রায় 600 ভারতীয়কে আজ দেশে ফেরাল কেন্দ্র । বন্দে ভারত মিশনের আওতায় বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে । আজ কুয়েতের দু'টি বিশেষ বিমানে সেদেশে আটকে পড়া 580 জন ভারতীয়কে দেশে ফেরানো হয় ।

2. ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে : সেনাপ্রধান

বিগত কয়েকদিন বৈঠকের পর দুই দেশই তাদের সেনা সরিয়ে নেয় ৷ আজ সেনাপ্রধান নারাভানে জানান, ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ অন্যদিকে, নেপালের সঙ্গেও ভারতের সম্পর্ক খুবই ভালো বলে জানান তিনি ৷

3. কোরোনায় আক্রান্ত ভোপালের কংগ্রেস বিধায়ক

মধ্যপ্রদেশে কংগ্রেস বিধায়কসহ 51 জনের শরীরে মিলল কোরোনা সংক্রমণের হদিস। শুক্রবার পর্যন্ত মধ্যপ্রদেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 10 হাজার 443 জন।

4. রাজ্য সরকারের কোরোনা বুলেটিন বিশ্বাসযোগ্য নয়, টুইট রাজ্যপালের

কোরোনা নিয়ে রাজ্য সরকারের তরফে প্রকাশ করা দৈনিক বুলেটিন নিয়ে খুশি নন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ ফের তা টুইট করে বুঝিয়ে দিলেন তিনি ৷ সোশাল মিডিয়া মুখপাত্র ডেরেক ও'ব্রায়েনের একটি টুইটকে রিটুইট করে তিনি লিখে জানান, এটি বিশ্বাসযোগ্য নয় ৷

5. দাসপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চারতলা বাড়ি

পশ্চিম মেদিনীপুরে দাসপুর থানা এলাকার নিশ্চিন্দিপুর গ্রামে গোমরাই খালের পাড়ে ছিল এলাকার বাসিন্দা নিমাই সামন্তর চারতলা পাকা বাড়ি ৷ অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে খাল সংস্কারের কাজ চলছিল ৷ আর তার ফলেই বাড়িটিতে প্রথমে ফাটল দেখা যায় ৷ পরে পুরো বাড়িটিই ভেঙে পড়ে যায় ৷ তবে, ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷

6. দেশে 3 লাখ ছাড়াল আক্রান্তের সংখ্যা, নতুন করে সংক্রমিত প্রায় সাড়ে 11 হাজার

ফের রেকর্ড ৷ এবার একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 11 হাজার ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, গত 24 ঘণ্টায় দেশে 11 হাজার 458 জন কোরোনা আক্রান্ত হয়েছেন ৷

7. খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, কোরোনামুক্ত বিশ্বের প্রার্থনা ভক্তদের

কোরোনা সংক্রমণের হাত থেকে বাঁচার নিয়ম মেনেই আজ থেকে খুলল দক্ষিণেশ্বর মন্দির ৷ সকাল থেকেই ভিড় পুণ্যার্থীদের ৷

8. 3 আধিকারিককে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ

3 আধিকারিককে বরখাস্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ ৷ কর্মসমিতির বৈঠক ডেকে মেয়াদ বৃদ্ধি করে উপাচার্য পদের দায়িত্ব সামলানোর অভিযোগে বরখাস্ত হন দর্শন বিভাগের অধ্যাপিকা সবুজকলি সেন ৷

9. কোরোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি

বৃহস্পতিবার থেকে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন শাহিদ আফ্রিদি ৷ তারপর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷

10. আমফান বিধ্বস্ত সুন্দরবনের পাশে দাঁড়াতে হাতে স্টেথোস্কোপ তুলে নিলেন কমলেশ্বর

আমফান বিধ্বস্ত সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষদের একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে উঠে পড়ে লেগেছেন কমলেশ্বর মুখোপাধ্যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.