ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7 টা

author img

By

Published : Feb 5, 2021, 7:36 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

টপ নিউজ়
টপ নিউজ়

1. কলকাতার নতুন নগরপাল হলেন সৌমেন মিত্র

বদলি করা হল অনুজ শর্মাকে ৷ কলকাতার নতুন নগরপাল হচ্ছেন সৌমেন মিত্র ৷


2. মমতার বাজেট পেশের শুরুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা৷ তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন৷


3. নবান্ন অভিযানে উত্তেজনা, পার্শ্বশিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি-লাঠিচার্জ

হিন্দ সিনেমার কাছে গার্ডরেল ভেঙে দেন বিক্ষোভকারীরা । পুলিশ, ব়্যাফ ও কমব্যাট ফোর্স একসঙ্গে বিক্ষোভকারীদের হটানোর জন্য চেষ্টা করছেন । অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার দাবিতে অনড় বিক্ষোভকারীরা । চলছে স্লোগান ।


4. মমতাই জিতবেন, তৃণমূলে যোগ দিয়েই আত্মবিশ্বাসী মন্তব্য দীপঙ্কর দে-র

তৃণমূলে যোগদান করলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে৷ দলে যোগ দিয়েই তাঁর দ্বর্থ্যহীন ঘোষণা, বাংলায় মমতাই আবার জিতবেন৷ শুক্রবার দীপঙ্কর ছাড়াও শাসকশিবিরে নাম লেখান প্রখ্য়াত অভিনেতা ভরত কল, অভিনেত্রী লাভলি মিত্র এবং সঙ্গীতশিল্পী শাওনা খান৷ প্রসঙ্গত উল্লেখ্য, শাওনা যশস্বী সঙ্গীতশিল্পী রসিদ খানের কন্যা৷


5. জোড়াবাগান: শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই বালিকাকে টার্গেট অভিযুক্তের

জোড়াবাগান হত্যাকাণ্ডে ধৃত দারোয়ানকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, শিশু পর্নোগ্রাফি দেখতে দেখতেই এই অপরাধে লিপ্ত হওয়ার ইচ্ছে জেগেছিল অভিযুক্তের।


6. বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বিভিন্ন জনসভায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বার বুঝিয়ে দেওয়া হল যে, বন সহায়ক পদে নিয়োগ দুর্নীতি নিয়ে চুপ করে থাকবে না রাজ্য সরকার। এই দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।


7. শান্তিপূর্ণ ভাবেই হবে কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি : রাকেশ টিকাইট

শনিবার দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি রয়েছে কৃষকদের৷ তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চলবে৷ শনিবারের কর্মসূচি দিল্লিতে হবে৷ আর দিল্লির বাইরে পুরো কর্মসূচিই শান্তিপূর্ণ ভাবে করা হবে বলে জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইট৷


8. বিশেষ নজির, শততম টেস্টে শতরান রুটের

এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজ়ের প্রথম টেস্টের প্রথম দিনেই শতরান করলেন জো রুট ৷


9. নজরে বিধানসভা নির্বাচন, সরস্বতী পুজোর দিন জনসংযোগে বিশেষ গুরুত্ব তৃণমূলের

দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিজেদের এলাকার প্রত্যেক মানুষের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখেন তিনি । তাই বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না । তবে যেহেতু এবার বিধানসভা নির্বাচন, ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ভোটার ৷ তাই জনসংযোগ বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে সরস্বতী পুজোকে ৷


10.ফিটনেস পরীক্ষা না-করেই উদ্বোধন? যান চলাচল বন্ধ জয়ী সেতুতে

কোচবিহারের তিস্তা নদীর ওপর নবনির্মিত জয়ী সেতুর উদ্বোধনের পরপরই সেখানে বন্ধ করতে হল যান চলাচল৷ চলতি মাসের 7 ফ্রেব্রুয়ারি থেকে 17 ফেব্রয়ারি পর্যন্ত সেতুর উপর যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

1. কলকাতার নতুন নগরপাল হলেন সৌমেন মিত্র

বদলি করা হল অনুজ শর্মাকে ৷ কলকাতার নতুন নগরপাল হচ্ছেন সৌমেন মিত্র ৷


2. মমতার বাজেট পেশের শুরুতে বিধানসভায় বিক্ষোভ বিজেপি বিধায়কদের

বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করার শুরুতেই বিপত্তি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী বাজেট পেশ করা শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা৷ তাঁরা ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন৷


3. নবান্ন অভিযানে উত্তেজনা, পার্শ্বশিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি-লাঠিচার্জ

হিন্দ সিনেমার কাছে গার্ডরেল ভেঙে দেন বিক্ষোভকারীরা । পুলিশ, ব়্যাফ ও কমব্যাট ফোর্স একসঙ্গে বিক্ষোভকারীদের হটানোর জন্য চেষ্টা করছেন । অন্যদিকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার দাবিতে অনড় বিক্ষোভকারীরা । চলছে স্লোগান ।


4. মমতাই জিতবেন, তৃণমূলে যোগ দিয়েই আত্মবিশ্বাসী মন্তব্য দীপঙ্কর দে-র

তৃণমূলে যোগদান করলেন প্রবীণ অভিনেতা দীপঙ্কর দে৷ দলে যোগ দিয়েই তাঁর দ্বর্থ্যহীন ঘোষণা, বাংলায় মমতাই আবার জিতবেন৷ শুক্রবার দীপঙ্কর ছাড়াও শাসকশিবিরে নাম লেখান প্রখ্য়াত অভিনেতা ভরত কল, অভিনেত্রী লাভলি মিত্র এবং সঙ্গীতশিল্পী শাওনা খান৷ প্রসঙ্গত উল্লেখ্য, শাওনা যশস্বী সঙ্গীতশিল্পী রসিদ খানের কন্যা৷


5. জোড়াবাগান: শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়েই বালিকাকে টার্গেট অভিযুক্তের

জোড়াবাগান হত্যাকাণ্ডে ধৃত দারোয়ানকে জেরা করে মিলল চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, শিশু পর্নোগ্রাফি দেখতে দেখতেই এই অপরাধে লিপ্ত হওয়ার ইচ্ছে জেগেছিল অভিযুক্তের।


6. বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের সিদ্ধান্ত মন্ত্রিসভায়

বিভিন্ন জনসভায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বার বুঝিয়ে দেওয়া হল যে, বন সহায়ক পদে নিয়োগ দুর্নীতি নিয়ে চুপ করে থাকবে না রাজ্য সরকার। এই দুর্নীতির অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হবে বলে সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা।


7. শান্তিপূর্ণ ভাবেই হবে কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি : রাকেশ টিকাইট

শনিবার দেশজুড়ে চাক্কা জ্যাম কর্মসূচি রয়েছে কৃষকদের৷ তিন ঘণ্টা ধরে এই কর্মসূচি চলবে৷ শনিবারের কর্মসূচি দিল্লিতে হবে৷ আর দিল্লির বাইরে পুরো কর্মসূচিই শান্তিপূর্ণ ভাবে করা হবে বলে জানিয়েছেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইট৷


8. বিশেষ নজির, শততম টেস্টে শতরান রুটের

এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজ়ের প্রথম টেস্টের প্রথম দিনেই শতরান করলেন জো রুট ৷


9. নজরে বিধানসভা নির্বাচন, সরস্বতী পুজোর দিন জনসংযোগে বিশেষ গুরুত্ব তৃণমূলের

দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, নিজেদের এলাকার প্রত্যেক মানুষের সঙ্গে নিয়মিতভাবে যোগাযোগ রাখেন তিনি । তাই বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না । তবে যেহেতু এবার বিধানসভা নির্বাচন, ও কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ভোটার ৷ তাই জনসংযোগ বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে সরস্বতী পুজোকে ৷


10.ফিটনেস পরীক্ষা না-করেই উদ্বোধন? যান চলাচল বন্ধ জয়ী সেতুতে

কোচবিহারের তিস্তা নদীর ওপর নবনির্মিত জয়ী সেতুর উদ্বোধনের পরপরই সেখানে বন্ধ করতে হল যান চলাচল৷ চলতি মাসের 7 ফ্রেব্রুয়ারি থেকে 17 ফেব্রয়ারি পর্যন্ত সেতুর উপর যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.