শ্রীনগর, 22 অক্টোবর : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে । নিহতরা পাকিস্তানের মদতপুষ্ট জইশ ই মহম্মদ- এর সদস্য ছিল বলে পুলিশ দাবি করেছে ।
পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যায় কাশ্মীরের অবন্তিপুরায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয় । জঙ্গিরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে ছিল । ঘণ্টাখানেক সংঘর্ষ চলে । সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয় ।
জঙ্গিদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ । এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা দেখতে তল্লাশি চলছে ।