ETV Bharat / bharat

কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম 3 জইশ জঙ্গি - Kashmir terrorist news

আজ সন্ধ্যায় কাশ্মীরের অওন্তিপুরায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয় । জঙ্গিরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে ছিল । ঘণ্টাখানেক সংঘর্ষ চলে । সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয় ।

jammu kashmir
author img

By

Published : Oct 22, 2019, 9:19 PM IST

Updated : Oct 23, 2019, 6:15 AM IST

শ্রীনগর, 22 অক্টোবর : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে । নিহতরা পাকিস্তানের মদতপুষ্ট জইশ ই মহম্মদ- এর সদস্য ছিল বলে পুলিশ দাবি করেছে ।

পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যায় কাশ্মীরের অবন্তিপুরায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয় । জঙ্গিরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে ছিল । ঘণ্টাখানেক সংঘর্ষ চলে । সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয় ।

জঙ্গিদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ । এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা দেখতে তল্লাশি চলছে ।

শ্রীনগর, 22 অক্টোবর : জম্মু ও কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গি খতম হয়েছে । নিহতরা পাকিস্তানের মদতপুষ্ট জইশ ই মহম্মদ- এর সদস্য ছিল বলে পুলিশ দাবি করেছে ।

পুলিশ জানিয়েছে, আজ সন্ধ্যায় কাশ্মীরের অবন্তিপুরায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয় । জঙ্গিরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে ছিল । ঘণ্টাখানেক সংঘর্ষ চলে । সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয় ।

জঙ্গিদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ । এলাকায় আরও জঙ্গি লুকিয়ে আছে কি না, তা দেখতে তল্লাশি চলছে ।

Amritsar (Punjab), Oct 22 (ANI): Tahir Qadiry, Afghanistan's Charge d'Affaires in Amritsar stated that the visit was very fantastic and emphasised on people-to-people contact. 'I think it was fantastic, I had heard about Amritsar, specially, in Bollywood movies but to visit and learn lessons about sharing and caring was really good. The people-to-people contact is something that should be done more in diplomacy,' said Tahir Qadiry.

Last Updated : Oct 23, 2019, 6:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.