মোরাদাবাদ (উত্তরপ্রদেশ), 21 এপ্রিল : মোরাদাবাদে একই দিনে তিন কোরোনা আক্রান্তের মৃত্যু হল । মৃতদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন । এই নিয়ে মোরাদাবাদে মৃতের সংখ্যা বেড়ে হল পাঁচ ।
10 এপ্রিল মোরাদাবাদের তীর্থঙ্কর মেডিকেল ইউনিভার্সিটিতে ভরতি করা হয় ওই চিকিৎসককে। তাঁর নুমনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । 11 এপ্রিল তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ICU-তে স্থানান্তরিত করা হয় । পরের দিন রাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি । তারপর গতকাল চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় ।
কোরোনায় মৃত চিকিৎসক মোরাদাবাদের তাজগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন । সম্প্রতি তিনি একটি সার্ভে দলের সঙ্গে যুক্ত ছিলেন । এই সার্ভে দল মোরাদাবাদের সেইসব জায়গায় যায় যেখানে নিজ়ামউদ্দিনের জমায়েতে যোগদানকারীদের খোঁজ পাওয়া গেছিল ।
মোরাদাবাদে গতরাতে আরও দুই কোরোনা আক্রান্তের মৃত্যু হয় । যার মধ্যে একজন কটঘর থানা এলাকার বাসিন্দা । শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভরতি করা হয় । পরে তাঁর রিপোর্টে কোরোনার হদিস মেলে । গতরাতেই মৃত্যু হয় রামপুরের এক বৃদ্ধের । তাঁর বয়স হয়েছিল 75 বছর । 17 এপ্রিল তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসে ।