ETV Bharat / bharat

জোট নেতারা পাকিস্তানি : বরুণ গান্ধি - samajwadi party

সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোটের নেতাদের "পাকিস্তানি" বলে আক্রমণ করলেন বরুণ গান্ধি । সুলতানপুরে প্রচারে গিয়ে তিনি আরও বলেন, "এবার ভারতমাতার জন্য ভোট দিন ।"

বরুণ গান্ধি
author img

By

Published : May 6, 2019, 5:10 AM IST

সুলতানপুর, 6 মে : সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোটের নেতাদের "পাকিস্তানি" বলে আক্রমণ করলেন বরুণ গান্ধি । সুলতানপুরে মা মানেকা গান্ধির সমর্থনে প্রচারে গিয়ে এই মন্তব্য করেন বরুণ । সেইসঙ্গে 1990 সালে করসেবক হত্যার ঘটনাও তুলে ধরেন ।

বরুণ গান্ধি সুলতানপুরের বিদায়ি সাংসদ । এবার ওই আসনে লড়ছেন তাঁর মা মানেকা গান্ধি । এদিকে, মানেকা গান্ধির পিলভিট আসন থেকে লড়ছেন বরুণ । গতকাল সুলতানপুরে প্রচারে যান তিনি । সেখানে বলেন, "এবার ভারতমাতার জন্য ভোট দিন । আমার মা নির্বাচনে লড়ছেন । উনি খুব ভালো মানুষ । সৎ, গত 35 বছরে ওঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই । তাও, আমি ভারতমাতার স্বার্থে আপনাদের কাছে এসেছি । মায়ের জন্য ভোট চাইতে আসিনি ।" উপস্থিত জনতার কাছে তিনি প্রশ্ন করেন, "আপনারা ভারতমাতার জন্য ভোট দিতে তৈরি তো ?" অনেকেই বলে ওঠেন, "হ্যাঁ, তৈরি ।"

এরপর বিতর্কিত মন্তব্য করে বসেন বরুণ । SP, BSP জোটকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে বরুণ বলেন, "ওরা পাকিস্তানি । নয় কি ? কারা রামভক্তদের উপর গুলি চালিয়েছিল ?" অনেকেই বলে ওঠেন, "মুলায়ম সিং যাদব ।" বরুণ বলেন, "500 জন মারা গেছিল । শুধু রক্ত আর রক্ত । আমরা এটা ভুলিনি ।"

কী ঘটেছিল 1990 সালে ?

বিশ্ব হিন্দু পরিষদের ডাকে রাম মন্দির নির্মাণের লক্ষ্যে প্রচুর কর সেবক অযোধ্যায় জড়ো হয়েছিলেন । পরিস্থিতি বেগতিক দেখে তাঁদের উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব । এই ঘটনা নিয়ে অবশ্য আফশোশ নেই মুলায়মের । 2017 সালে PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আসলে মৃত্যু হয়েছিল 28 জনের । ছ'মাস পর আমি মৃতের সংখ্যা জানতে পেরেছিলাম । পরিবার-পরিজনদের সাহায্যও করেছিলাম । তবে, আবারও বলছি, যদি দেশের একাত্মতা, অখণ্ডতা রক্ষা করতে আরও বেশি মানুষকে মারতে হয় তাহলে নিরাপত্তাবাহিনী পিছপা হবে না ।"

সুলতানপুর, 6 মে : সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি জোটের নেতাদের "পাকিস্তানি" বলে আক্রমণ করলেন বরুণ গান্ধি । সুলতানপুরে মা মানেকা গান্ধির সমর্থনে প্রচারে গিয়ে এই মন্তব্য করেন বরুণ । সেইসঙ্গে 1990 সালে করসেবক হত্যার ঘটনাও তুলে ধরেন ।

বরুণ গান্ধি সুলতানপুরের বিদায়ি সাংসদ । এবার ওই আসনে লড়ছেন তাঁর মা মানেকা গান্ধি । এদিকে, মানেকা গান্ধির পিলভিট আসন থেকে লড়ছেন বরুণ । গতকাল সুলতানপুরে প্রচারে যান তিনি । সেখানে বলেন, "এবার ভারতমাতার জন্য ভোট দিন । আমার মা নির্বাচনে লড়ছেন । উনি খুব ভালো মানুষ । সৎ, গত 35 বছরে ওঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই । তাও, আমি ভারতমাতার স্বার্থে আপনাদের কাছে এসেছি । মায়ের জন্য ভোট চাইতে আসিনি ।" উপস্থিত জনতার কাছে তিনি প্রশ্ন করেন, "আপনারা ভারতমাতার জন্য ভোট দিতে তৈরি তো ?" অনেকেই বলে ওঠেন, "হ্যাঁ, তৈরি ।"

এরপর বিতর্কিত মন্তব্য করে বসেন বরুণ । SP, BSP জোটকে ভোট না দেওয়ার আবেদন জানিয়ে বরুণ বলেন, "ওরা পাকিস্তানি । নয় কি ? কারা রামভক্তদের উপর গুলি চালিয়েছিল ?" অনেকেই বলে ওঠেন, "মুলায়ম সিং যাদব ।" বরুণ বলেন, "500 জন মারা গেছিল । শুধু রক্ত আর রক্ত । আমরা এটা ভুলিনি ।"

কী ঘটেছিল 1990 সালে ?

বিশ্ব হিন্দু পরিষদের ডাকে রাম মন্দির নির্মাণের লক্ষ্যে প্রচুর কর সেবক অযোধ্যায় জড়ো হয়েছিলেন । পরিস্থিতি বেগতিক দেখে তাঁদের উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব । এই ঘটনা নিয়ে অবশ্য আফশোশ নেই মুলায়মের । 2017 সালে PTI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, "আসলে মৃত্যু হয়েছিল 28 জনের । ছ'মাস পর আমি মৃতের সংখ্যা জানতে পেরেছিলাম । পরিবার-পরিজনদের সাহায্যও করেছিলাম । তবে, আবারও বলছি, যদি দেশের একাত্মতা, অখণ্ডতা রক্ষা করতে আরও বেশি মানুষকে মারতে হয় তাহলে নিরাপত্তাবাহিনী পিছপা হবে না ।"


Lucknow, (UP) May 05 (ANI): While addressing press conference BSP Chief Mayawati said, "We are in the country's public interest, especially for weakening the BJP-RSS forces, in Uttar Pradesh's Amethi-Raebareli Lok Sabha seat left for the Congress party for this reason So that both of the top leaders fight again in both the seats and do not get entangled in these two sets only. And then, the BJP does not take advantage of it outside Uttar Pradesh." Earlier, Samajwadi party and Bahujan Samaj Party alliance has left the two seats for the Congress in Amethi and Raebareli.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.