ETV Bharat / bharat

রাজ্যসভাকে জাতীয় উন্নয়নে সক্রিয় হতে হবে: মোদি - যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আত্মা রাজ্যসভা

রাজ্যসভার 250 তম অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আত্মা রাজ্যসভা ৷ অনেক মহান ব্যক্তিত্ব রাজ্যসভার সদস্য ছিলেন । "

modi
author img

By

Published : Nov 18, 2019, 2:36 PM IST

Updated : Nov 18, 2019, 4:53 PM IST

দিল্লি, 18 নভেম্বর : রাজ্যসভার 250তম অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যসভার গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আত্মা রাজ্যসভা ৷ অনেক মহান ব্যক্তিত্ব রাজ্যসভার সদস্য ছিলেন । বাবাসাহেব আম্বেদকর লোকসভায় নির্বাচিত হননি ৷ তাঁর মতো ব্যক্তিত্ব রাজ্যসভার প্রতিনিধিত্ব করেছেন ৷ সংবিধান নির্মাতারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন যে, সংসদে একটা কক্ষ থাকবে, না দুটো কক্ষ থাকবে । শেষ পর্যন্ত তাঁরা যে ব্যবস্থা করে গেছেন তা অত্যন্ত কার্যকর হয়েছে । সংসদের নিম্ন কক্ষ যেখানে মাটির কাছাকাছি, সেখানে উচ্চ কক্ষ অনেকদূর পর্যন্ত দেখতে পারে ।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি NCP ও BJD দলকে ধন্যবাদ জানাতে চাই । তারা সংসদীয় নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালন করে । এরা কখনও ওয়েলে নামে না । তবুও তাঁরা তাদের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরে। ওদের থেকে আমার দল সহ সব রাজনৈতিক দলের শেখা উচিৎ । অটলজি বলেছিলেন, রাজ্যসভা হয়ত সংসদের দ্বিতীয় কক্ষ কিন্তু কখনই গৌণ কক্ষ নয় । আজ আমি অটলজির এই ভাবনার সঙ্গে একমত । আমি এর সঙ্গে যোগ করতে চাই রাজ্যসভাকে অবশ্যই জাতীয় উন্নয়নের জন্য সক্রিয় সহায়ক কক্ষ হতে হবে ।"

আজ সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ৷ এই অধিবেশন চলবে 13 ডিসেম্বর পর্যন্ত ৷ এই অধিবেশন রাজ্যসভার 250 তম অধিবেশন ৷

দিল্লি, 18 নভেম্বর : রাজ্যসভার 250তম অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যসভার গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আত্মা রাজ্যসভা ৷ অনেক মহান ব্যক্তিত্ব রাজ্যসভার সদস্য ছিলেন । বাবাসাহেব আম্বেদকর লোকসভায় নির্বাচিত হননি ৷ তাঁর মতো ব্যক্তিত্ব রাজ্যসভার প্রতিনিধিত্ব করেছেন ৷ সংবিধান নির্মাতারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন যে, সংসদে একটা কক্ষ থাকবে, না দুটো কক্ষ থাকবে । শেষ পর্যন্ত তাঁরা যে ব্যবস্থা করে গেছেন তা অত্যন্ত কার্যকর হয়েছে । সংসদের নিম্ন কক্ষ যেখানে মাটির কাছাকাছি, সেখানে উচ্চ কক্ষ অনেকদূর পর্যন্ত দেখতে পারে ।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি NCP ও BJD দলকে ধন্যবাদ জানাতে চাই । তারা সংসদীয় নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালন করে । এরা কখনও ওয়েলে নামে না । তবুও তাঁরা তাদের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরে। ওদের থেকে আমার দল সহ সব রাজনৈতিক দলের শেখা উচিৎ । অটলজি বলেছিলেন, রাজ্যসভা হয়ত সংসদের দ্বিতীয় কক্ষ কিন্তু কখনই গৌণ কক্ষ নয় । আজ আমি অটলজির এই ভাবনার সঙ্গে একমত । আমি এর সঙ্গে যোগ করতে চাই রাজ্যসভাকে অবশ্যই জাতীয় উন্নয়নের জন্য সক্রিয় সহায়ক কক্ষ হতে হবে ।"

আজ সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ৷ এই অধিবেশন চলবে 13 ডিসেম্বর পর্যন্ত ৷ এই অধিবেশন রাজ্যসভার 250 তম অধিবেশন ৷

Bangkok (Thailand), Nov 17 (ANI): Defence Minister Rajnath Singh held a bilateral meeting with his New Zealand Defence Minister Ron Mark, in Bangkok on November 17. Minister Rajnath Singh is holding talks with several world leaders during his visit. Defence Minister is in Thailand to participate in ASEAN Defence Ministers Meeting Plus (ADMM Plus) and attend opening ceremony of Defence and Security 2019 Exhibition.

Last Updated : Nov 18, 2019, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.