দিল্লি, 18 নভেম্বর : রাজ্যসভার 250তম অধিবেশনে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজ্যসভার গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আত্মা রাজ্যসভা ৷ অনেক মহান ব্যক্তিত্ব রাজ্যসভার সদস্য ছিলেন । বাবাসাহেব আম্বেদকর লোকসভায় নির্বাচিত হননি ৷ তাঁর মতো ব্যক্তিত্ব রাজ্যসভার প্রতিনিধিত্ব করেছেন ৷ সংবিধান নির্মাতারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন যে, সংসদে একটা কক্ষ থাকবে, না দুটো কক্ষ থাকবে । শেষ পর্যন্ত তাঁরা যে ব্যবস্থা করে গেছেন তা অত্যন্ত কার্যকর হয়েছে । সংসদের নিম্ন কক্ষ যেখানে মাটির কাছাকাছি, সেখানে উচ্চ কক্ষ অনেকদূর পর্যন্ত দেখতে পারে ।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "আমি NCP ও BJD দলকে ধন্যবাদ জানাতে চাই । তারা সংসদীয় নিয়ম কানুন নিষ্ঠার সঙ্গে পালন করে । এরা কখনও ওয়েলে নামে না । তবুও তাঁরা তাদের বক্তব্য কার্যকরভাবে তুলে ধরে। ওদের থেকে আমার দল সহ সব রাজনৈতিক দলের শেখা উচিৎ । অটলজি বলেছিলেন, রাজ্যসভা হয়ত সংসদের দ্বিতীয় কক্ষ কিন্তু কখনই গৌণ কক্ষ নয় । আজ আমি অটলজির এই ভাবনার সঙ্গে একমত । আমি এর সঙ্গে যোগ করতে চাই রাজ্যসভাকে অবশ্যই জাতীয় উন্নয়নের জন্য সক্রিয় সহায়ক কক্ষ হতে হবে ।"
আজ সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ৷ এই অধিবেশন চলবে 13 ডিসেম্বর পর্যন্ত ৷ এই অধিবেশন রাজ্যসভার 250 তম অধিবেশন ৷