দিল্লি, 21 এপ্রিল : ভারতের যেসব জায়গায় কোরোনা সংক্রমণের হার কম 3 মে-র পর সেখানে শিথিল হতে পারে লকডাউন । এমনটাই মনে করা হচ্ছে। কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে , কোন কোন ক্ষেত্রে কড়াকড়ি বজায় থাকবে তা নিয়ে আজ সন্ধ্যায় আলোচনায় বসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বৈঠকে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । লকডাউনের মেয়াদ বাড়বে কি না বা এরপর কী পদক্ষেপ করবে কেন্দ্র, তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। 3 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের । কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা বা মাস্ক পরার মতো নিয়ম জারি থাকবে । ট্রেন, বিমান পরিষেবা এবং আন্তঃরাজ্য যানবাহন পরিষেবায় থাকবে নিষেধাজ্ঞা ।
গ্রিন-জ়োন বা যে স্থানগুলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা কম, সেখানে লকডাউন শিথিল হবে । কনটেইনমেন্ট জ়োনগুলিতে জারি থাকবে নিষেধাজ্ঞা । সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্কের ব্যবহার জীবনধারণের এক অংশ হয়ে উঠতে চলেছে । কারণ দীর্ঘসময়ের জন্য তা আবশ্যক থাকবে বলে সূত্রের খবর ।
কোরোনা প্রতিরোধে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করবে মহারাষ্ট্র
জেলা এবং শহরে পরিবহন সচল হতে পারে । সাধারণ মানুষ বাড়ি থেকে বের হতে পারবেন। কিন্তু পরতে হবে মাস্ক । মেনে চলতে হবে সামাজিক দূরত্ব । বিবাহ, ধর্মীয় জমায়েত এবং অন্যান্য বড় জমায়েতে থাকবে নিষেধাজ্ঞা । যে শহরগুলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা প্রচুর, সেখানে নিষেধাজ্ঞা 15 মে-র পর খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর । এখনও পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা 18,601 এবং মৃতের সংখ্যা 690 । তবে সাতদিনে সুস্থের হার বেড়েছে ।