ETV Bharat / bharat

চিন থেকে দিল্লি ফিরল 324 ভারতীয়

চিনের ইউহান থেকে ভারতীয়দের ফেরানো হয়েছে । এয়ার ইন্ডিয়ার বিমানে আজ ফিরিয়ে আনা হয়েছে 324 জনকে ৷ বিমানটি ইউহান থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিল ৷

corona
কোরোনা ভাইরাস
author img

By

Published : Feb 1, 2020, 4:57 AM IST

Updated : Feb 1, 2020, 8:07 AM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে চিনে ৷ এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ চালু করা হয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান । গতকাল প্রথম বিমানটি চিনের ইউহানে পৌঁছায় । এই বিমানে ফেরানো হয়েছে 324 জনকে । ইতিমধ্যেই বিমানটি যাত্রীদের নিয়ে ইউহান থেকে দিল্লিতে পৌঁছে গেছে ৷ গতকাল বিমানটি মুম্বই থেকে রওনা দেয় বেলা 12টা নাগাদ ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ ইউহানে পৌঁছায় বোয়িং 747 বিমানটি ৷

দ্বিতীয় বিমানটি আজই পৌঁছাবে ইউহানে ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, ফিরে আসার পর সব যাত্রীদের পর্যবেক্ষণের জন্য মানেসরে রাখা হবে৷ পরীক্ষা করে দেখা হবে কেউ আক্রান্ত কি না ৷ চিন থেকে ভারতে ফেরার পর এয়ারপোর্ট হেল্থ অথরিটি (AHO) ও আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের যৌথ উদ্যোগে প্রত্যেকের ডাক্তারি পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ৷ কারও শরীরে সন্দেহজনক কোনও ইনফেকশনের সন্ধান পাওয়া গেলেই তাঁকে সঙ্গে সঙ্গে বেস হাসপাতাল দিল্লি ক্যান্টনমেন্টের (BHDC)-র আইসোলেন বিভাগে পাঠানো হবে ৷

যাঁদের ফিরিয়ে আনা হয়েছে তাঁদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ প্রথম গ্রুপে থাকছেন যাঁদের জ্বর, সর্দি-কাশি, নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যার উপসর্গ দেখা গেছে ৷ এই সমস্ত ব্যক্তিদের সরাসরি BHDC-তে পাঠানো হবে ৷ দ্বিতীয় গ্রুপে তাঁদের রাখা হবে যাঁদের এইসব উপসর্গ দেখা যায়নি ৷ কিন্তু তাঁরা গত 14 দিনের মধ্যে সি ফুডের দোকান অথবা মাংসের দোকানে গেছেন ৷ এছাড়াও যাঁরা কোনওভাবে চিনা নাগরিকের সংস্পর্শে এসেছেন ৷ এইসব ব্যক্তিদের পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকবে৷ যাঁদের মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি তাঁদের তৃতীয় গ্রুপে রাখা হবে ৷ অর্থাৎ যাঁরা কোনও আক্রান্ত চিনা নাগরিকের সংস্পর্শেও আসেননি ৷ এইসব ব্যক্তিদেরও পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকবে ৷ সব যাত্রীদেরই তিনস্তরীয় মাস্ক পরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷ ফিরে আসার 14দিন পর পর্যন্ত প্রতিদিন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷ তারপর যদি কোনওরকম উপসর্গ ধরা না পড়ে তখন তাঁরা বাড়ি যাওয়ার অনুমতি পাবেন ৷ তবে প্রত্যেকেই জেলা স্বাস্থ্য বিভাগ বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজরদারির আওতায় থাকবেন ৷ তাঁদের মেডিকেল রেকর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে পরবর্তী পদক্ষেপের জন্য ৷

এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের জেরে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2৫৮ ৷ জায়গায় জায়গায় বাড়ছে আতঙ্ক ৷ সংক্রমণ ছড়িয়েছে ইট্যালিতেও ৷ চিনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সমগ্র দেশে এখনও পর্যন্ত কোরোনাতে সংক্রমিত হয়েছে 9,692 জন । অন্য 18টি দেশে মোট 100জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে । ভারতে প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। চিকিৎসা চলছে তাঁর ৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে চিনে ৷ এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ চালু করা হয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান । গতকাল প্রথম বিমানটি চিনের ইউহানে পৌঁছায় । এই বিমানে ফেরানো হয়েছে 324 জনকে । ইতিমধ্যেই বিমানটি যাত্রীদের নিয়ে ইউহান থেকে দিল্লিতে পৌঁছে গেছে ৷ গতকাল বিমানটি মুম্বই থেকে রওনা দেয় বেলা 12টা নাগাদ ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ ইউহানে পৌঁছায় বোয়িং 747 বিমানটি ৷

দ্বিতীয় বিমানটি আজই পৌঁছাবে ইউহানে ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, ফিরে আসার পর সব যাত্রীদের পর্যবেক্ষণের জন্য মানেসরে রাখা হবে৷ পরীক্ষা করে দেখা হবে কেউ আক্রান্ত কি না ৷ চিন থেকে ভারতে ফেরার পর এয়ারপোর্ট হেল্থ অথরিটি (AHO) ও আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের যৌথ উদ্যোগে প্রত্যেকের ডাক্তারি পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ৷ কারও শরীরে সন্দেহজনক কোনও ইনফেকশনের সন্ধান পাওয়া গেলেই তাঁকে সঙ্গে সঙ্গে বেস হাসপাতাল দিল্লি ক্যান্টনমেন্টের (BHDC)-র আইসোলেন বিভাগে পাঠানো হবে ৷

যাঁদের ফিরিয়ে আনা হয়েছে তাঁদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ প্রথম গ্রুপে থাকছেন যাঁদের জ্বর, সর্দি-কাশি, নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যার উপসর্গ দেখা গেছে ৷ এই সমস্ত ব্যক্তিদের সরাসরি BHDC-তে পাঠানো হবে ৷ দ্বিতীয় গ্রুপে তাঁদের রাখা হবে যাঁদের এইসব উপসর্গ দেখা যায়নি ৷ কিন্তু তাঁরা গত 14 দিনের মধ্যে সি ফুডের দোকান অথবা মাংসের দোকানে গেছেন ৷ এছাড়াও যাঁরা কোনওভাবে চিনা নাগরিকের সংস্পর্শে এসেছেন ৷ এইসব ব্যক্তিদের পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকবে৷ যাঁদের মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি তাঁদের তৃতীয় গ্রুপে রাখা হবে ৷ অর্থাৎ যাঁরা কোনও আক্রান্ত চিনা নাগরিকের সংস্পর্শেও আসেননি ৷ এইসব ব্যক্তিদেরও পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকবে ৷ সব যাত্রীদেরই তিনস্তরীয় মাস্ক পরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷ ফিরে আসার 14দিন পর পর্যন্ত প্রতিদিন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷ তারপর যদি কোনওরকম উপসর্গ ধরা না পড়ে তখন তাঁরা বাড়ি যাওয়ার অনুমতি পাবেন ৷ তবে প্রত্যেকেই জেলা স্বাস্থ্য বিভাগ বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজরদারির আওতায় থাকবেন ৷ তাঁদের মেডিকেল রেকর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে পরবর্তী পদক্ষেপের জন্য ৷

এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের জেরে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2৫৮ ৷ জায়গায় জায়গায় বাড়ছে আতঙ্ক ৷ সংক্রমণ ছড়িয়েছে ইট্যালিতেও ৷ চিনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সমগ্র দেশে এখনও পর্যন্ত কোরোনাতে সংক্রমিত হয়েছে 9,692 জন । অন্য 18টি দেশে মোট 100জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে । ভারতে প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। চিকিৎসা চলছে তাঁর ৷

Onboard, Jan 31 (ANI): Air India special flight from Delhi on January 31 landed in Wuhan (China) for the evacuation of Indians to save them from coronavirus. External Affairs Minister S Jaishankar called Chinese State Councilor and Foreign Minister Wang Yi today to thank him for the cooperation extended by the Chinese government for the departure of Indian students and professionals from Wuhan. China is mainly dealing with coronavirus. The WHO had declared the coronavirus outbreak a public health emergency of international concern as death toll hits over 200.
Last Updated : Feb 1, 2020, 8:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.