দিল্লি, 1 ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে চিনে ৷ এই পরিস্থিতিতে সেখানে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ চালু করা হয়েছে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান । গতকাল প্রথম বিমানটি চিনের ইউহানে পৌঁছায় । এই বিমানে ফেরানো হয়েছে 324 জনকে । ইতিমধ্যেই বিমানটি যাত্রীদের নিয়ে ইউহান থেকে দিল্লিতে পৌঁছে গেছে ৷ গতকাল বিমানটি মুম্বই থেকে রওনা দেয় বেলা 12টা নাগাদ ৷ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ ইউহানে পৌঁছায় বোয়িং 747 বিমানটি ৷
দ্বিতীয় বিমানটি আজই পৌঁছাবে ইউহানে ৷ ভারতীয় সেনা সূত্রে খবর, ফিরে আসার পর সব যাত্রীদের পর্যবেক্ষণের জন্য মানেসরে রাখা হবে৷ পরীক্ষা করে দেখা হবে কেউ আক্রান্ত কি না ৷ চিন থেকে ভারতে ফেরার পর এয়ারপোর্ট হেল্থ অথরিটি (AHO) ও আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেসের যৌথ উদ্যোগে প্রত্যেকের ডাক্তারি পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ৷ কারও শরীরে সন্দেহজনক কোনও ইনফেকশনের সন্ধান পাওয়া গেলেই তাঁকে সঙ্গে সঙ্গে বেস হাসপাতাল দিল্লি ক্যান্টনমেন্টের (BHDC)-র আইসোলেন বিভাগে পাঠানো হবে ৷
যাঁদের ফিরিয়ে আনা হয়েছে তাঁদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ প্রথম গ্রুপে থাকছেন যাঁদের জ্বর, সর্দি-কাশি, নিঃশ্বাস-প্রশ্বাসের সমস্যার উপসর্গ দেখা গেছে ৷ এই সমস্ত ব্যক্তিদের সরাসরি BHDC-তে পাঠানো হবে ৷ দ্বিতীয় গ্রুপে তাঁদের রাখা হবে যাঁদের এইসব উপসর্গ দেখা যায়নি ৷ কিন্তু তাঁরা গত 14 দিনের মধ্যে সি ফুডের দোকান অথবা মাংসের দোকানে গেছেন ৷ এছাড়াও যাঁরা কোনওভাবে চিনা নাগরিকের সংস্পর্শে এসেছেন ৷ এইসব ব্যক্তিদের পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকবে৷ যাঁদের মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি তাঁদের তৃতীয় গ্রুপে রাখা হবে ৷ অর্থাৎ যাঁরা কোনও আক্রান্ত চিনা নাগরিকের সংস্পর্শেও আসেননি ৷ এইসব ব্যক্তিদেরও পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকবে ৷ সব যাত্রীদেরই তিনস্তরীয় মাস্ক পরিয়ে নিয়ে আসা হচ্ছে ৷ ফিরে আসার 14দিন পর পর্যন্ত প্রতিদিন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে ৷ তারপর যদি কোনওরকম উপসর্গ ধরা না পড়ে তখন তাঁরা বাড়ি যাওয়ার অনুমতি পাবেন ৷ তবে প্রত্যেকেই জেলা স্বাস্থ্য বিভাগ বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজরদারির আওতায় থাকবেন ৷ তাঁদের মেডিকেল রেকর্ড সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে পরবর্তী পদক্ষেপের জন্য ৷
এখনও পর্যন্ত কোরোনা ভাইরাসের জেরে চিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2৫৮ ৷ জায়গায় জায়গায় বাড়ছে আতঙ্ক ৷ সংক্রমণ ছড়িয়েছে ইট্যালিতেও ৷ চিনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, সমগ্র দেশে এখনও পর্যন্ত কোরোনাতে সংক্রমিত হয়েছে 9,692 জন । অন্য 18টি দেশে মোট 100জনের সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে । ভারতে প্রথম কোরোনা ভাইরাস আক্রান্তের সন্ধান মিলেছে কেরালায় ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, চিনের ইউহান বিশ্ববিদ্যালয়ের ওই পড়ুয়ার শরীরে কোরোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। চিকিৎসা চলছে তাঁর ৷