ETV Bharat / bharat

তেলাঙ্গানায় কোরোনা আক্রান্ত বেড়ে 80 হাজার 751 - covid 19

তেলাঙ্গানায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 80 হাজার 751 জন ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 10 জনের ৷ মোট মৃতের সংখ্যা দাঁড়াল 637 ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 10, 2020, 7:48 PM IST

হায়দরাবাদ, 10 অগাস্ট : তেলাঙ্গানায় কোরোনায় আক্রান্ত হল আরও 1 হাজার 256 জন ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 80 হাজার 751 ৷

তেলাঙ্গানা সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গতকাল 10 জনের মৃত্যু হয়েছে ৷ মোট মৃতের সংখ্যা 637 ৷ তবে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনে (GHMC) আক্রান্তের হার অনেকটাই কমে গেছে ৷ রঙ্গারেড্ডি জেলায় কোরোনায় আক্রান্ত 86 জন ৷ সাঙ্গারেড্ডিতে 74 জন এবং করিমনগরে 73 জন কোরোনায় আক্রান্ত ৷

তেলাঙ্গানায় মৃত্যুর হার ছিল 0.874 শতাংশ যা দেশের মৃত্যু হারের 2.01 শতাংশ । এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে 57 হাজার 586 জন ৷ এখনও চিকিৎসাধীন রয়েছে 22 হাজার 528 জন ৷ রাজ্যে সুস্থতার হার 71 দশমিক 31 শতাংশ ।

হায়দরাবাদ, 10 অগাস্ট : তেলাঙ্গানায় কোরোনায় আক্রান্ত হল আরও 1 হাজার 256 জন ৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 80 হাজার 751 ৷

তেলাঙ্গানা সরকারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গতকাল 10 জনের মৃত্যু হয়েছে ৷ মোট মৃতের সংখ্যা 637 ৷ তবে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশনে (GHMC) আক্রান্তের হার অনেকটাই কমে গেছে ৷ রঙ্গারেড্ডি জেলায় কোরোনায় আক্রান্ত 86 জন ৷ সাঙ্গারেড্ডিতে 74 জন এবং করিমনগরে 73 জন কোরোনায় আক্রান্ত ৷

তেলাঙ্গানায় মৃত্যুর হার ছিল 0.874 শতাংশ যা দেশের মৃত্যু হারের 2.01 শতাংশ । এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে 57 হাজার 586 জন ৷ এখনও চিকিৎসাধীন রয়েছে 22 হাজার 528 জন ৷ রাজ্যে সুস্থতার হার 71 দশমিক 31 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.