ETV Bharat / bharat

দ্রুত, নির্ভুল কোরোনা পরীক্ষায় আসছে FELUDA

author img

By

Published : Sep 24, 2020, 10:58 PM IST

আদ্যপ্রান্ত বাঙালি গোয়েন্দা । ফেলুদা । পিস্তলের থেকে মগজাস্ত্রেই তাঁর বেশি ভরসা । কোরোনার রহস্যভেদ করতে এবার ফেলুদারই শরণাপন্ন হয়েছে টাটা সন্স । তবে এ ফেলুদা আমাদের প্রদোষ মিত্তির নন ।

FELUDA
প্রতীকী ছবি

দিল্লি, 24 সেপ্টেম্বর : ভারতে ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ও সংক্রমণের চরিত্র বুঝতে সবার প্রথমে যেটা দরকার তা হল দ্রুত, নির্ভুল এবং সুলভ পরীক্ষা । আর এর জন্য টাটা সন্স দ্বারস্থ হতে চলেছে 'ফেলুদা'-র । তাহলে কি ফেলদার মগজাস্ত্রেই কাত হবে কোরোনা ? টাটা সন্স তো কোরোনার রহস্যভেদ করতে ফেলুদারই শরণাপন্ন হয়েছে ।

ফেলুদা । আদ্যপ্রান্ত বাঙালি গোয়েন্দা । পিস্তলের থেকে মগজাস্ত্রেই তাঁর বেশি ভরসা । তবে টাটা সন্সের ফেলুদা কিন্তু আমাদের প্রদোষ মিত্তির নন । FELUDA অর্থাৎ FNCAS9 এডিটর-লিমিটেড ইউনিফর্ম ডিটেকশন অ্যাসে । একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি কোরোনা পরীক্ষা পদ্ধতি । তৈরি করেছে দিল্লিতে কাউন্সিল অফ সায়েন্টেফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ ইনস্টিটিউট অফ জিনোমিকস অ্যান্জ ইন্টিগ্রেটিভ বায়োলজি (CSIR-IGIB) ল্যাবরেটরি ।

এই FELUDA পদ্ধতিতে বেশি সংখ্যক মানুষকে নির্ভুলভাবে পরীক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । বর্তমানে ব্যবহৃত qPCR মেশিনগুলির তুলনায় এই যন্ত্র অনেক বেশি সহজলভ্য । ফলে ব্যয়বহুল qPCR যন্ত্রের উপর নির্ভরশীলতাও অনেকটা কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞদের একাংশ । পাশপাশি, গণ হারে কোরোনা পরীক্ষা করার সময় নির্ভুল রিপোর্ট আসার সম্ভাবনাও অনেক বেশি ।

আরও পড়ুন : শিম্পাঞ্জি অ্যাডিনো ভাইরাসের জন্য ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া ভারত বায়োটকের

FELUDA-র বাণিজ্যিক ব্যবহারে টাটা সন্সকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া । এই যন্ত্রে ব্যবহার করা হয়েছে ক্লাস্টারড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট পালিনড্রোমিক রিপিট (CRISPR) প্রযুক্তি । কোরোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স নির্ধারণ করতে এই যন্ত্র নতুন দিশা দেবে বলেই মনে করছে CSIR কর্তৃপক্ষ ।

দিল্লি, 24 সেপ্টেম্বর : ভারতে ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ও সংক্রমণের চরিত্র বুঝতে সবার প্রথমে যেটা দরকার তা হল দ্রুত, নির্ভুল এবং সুলভ পরীক্ষা । আর এর জন্য টাটা সন্স দ্বারস্থ হতে চলেছে 'ফেলুদা'-র । তাহলে কি ফেলদার মগজাস্ত্রেই কাত হবে কোরোনা ? টাটা সন্স তো কোরোনার রহস্যভেদ করতে ফেলুদারই শরণাপন্ন হয়েছে ।

ফেলুদা । আদ্যপ্রান্ত বাঙালি গোয়েন্দা । পিস্তলের থেকে মগজাস্ত্রেই তাঁর বেশি ভরসা । তবে টাটা সন্সের ফেলুদা কিন্তু আমাদের প্রদোষ মিত্তির নন । FELUDA অর্থাৎ FNCAS9 এডিটর-লিমিটেড ইউনিফর্ম ডিটেকশন অ্যাসে । একেবারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি কোরোনা পরীক্ষা পদ্ধতি । তৈরি করেছে দিল্লিতে কাউন্সিল অফ সায়েন্টেফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনস্থ ইনস্টিটিউট অফ জিনোমিকস অ্যান্জ ইন্টিগ্রেটিভ বায়োলজি (CSIR-IGIB) ল্যাবরেটরি ।

এই FELUDA পদ্ধতিতে বেশি সংখ্যক মানুষকে নির্ভুলভাবে পরীক্ষা করা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । বর্তমানে ব্যবহৃত qPCR মেশিনগুলির তুলনায় এই যন্ত্র অনেক বেশি সহজলভ্য । ফলে ব্যয়বহুল qPCR যন্ত্রের উপর নির্ভরশীলতাও অনেকটা কমবে বলে আশা করছেন বিশেষজ্ঞদের একাংশ । পাশপাশি, গণ হারে কোরোনা পরীক্ষা করার সময় নির্ভুল রিপোর্ট আসার সম্ভাবনাও অনেক বেশি ।

আরও পড়ুন : শিম্পাঞ্জি অ্যাডিনো ভাইরাসের জন্য ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাঁটছড়া ভারত বায়োটকের

FELUDA-র বাণিজ্যিক ব্যবহারে টাটা সন্সকে ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া । এই যন্ত্রে ব্যবহার করা হয়েছে ক্লাস্টারড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট পালিনড্রোমিক রিপিট (CRISPR) প্রযুক্তি । কোরোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স নির্ধারণ করতে এই যন্ত্র নতুন দিশা দেবে বলেই মনে করছে CSIR কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.