ETV Bharat / bharat

তবলিঘি জামাত : 82 জন বাংলাদেশি নাগরিকের জামিন মঞ্জুর

author img

By

Published : Jul 11, 2020, 4:22 AM IST

ভিসার নিয়ম লঙ্ঘন করে তবলিঘি জামাতে অংশগ্রহণকারী 82 জনের জামিন মঞ্জুর করল দিল্লির একটি আদালত ।

 Tabligi jammat
Tabligi jammat

দিল্লি,10 জুলাই : বাংলাদেশ থেকে আসা 82 জন নাগরিকের জামিন মঞ্জুর করল দিল্লির একটি আদালত । এরা প্রত্যেকে তবলিঘি জামাতে অংশগ্রহণ করতে ভারতে এসেছিলেন। এদের বিরুদ্ধে ভিসার নিয়ম লঙ্ঘন, তবলিঘি জামাতে যোগদান ও কোরোনার প্রাদুর্ভাবের পরে জারি করা সরকারি নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ রয়েছে । চিফ মেট্রোপলিটন ম্যাজ়িস্ট্রেট গুরমোহিনা কউর এই 82 জনের প্রত্যেককে 10 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেন ।

বাংলাদেশ থেকে আসা 82 জন নাগরিকের আইনজীবী আশিমা মণ্ডলা, মন্দাকিনী সিংহ এবং ফাহিম খানরা জানান, আজ জামিন মঞ্জুর হওয়া অভিযুক্তরা শাস্তি কমানোর জন্য প্রার্থনা করতে পারবেন । প্রসঙ্গত, কোরোনা ভাইরাসের কারণে এই মামলার শুনানি আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হয়।

তদন্তকারী এক আধিকারিক এর আগে আদালতে জানিয়েছিলেন, মামলায় 95 জন বিদেশির বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে এবং প্রত্যেকেই অপরাধ করেছে । তাই তাঁদের নাম চার্জশিটে রয়েছে ।

দিল্লি,10 জুলাই : বাংলাদেশ থেকে আসা 82 জন নাগরিকের জামিন মঞ্জুর করল দিল্লির একটি আদালত । এরা প্রত্যেকে তবলিঘি জামাতে অংশগ্রহণ করতে ভারতে এসেছিলেন। এদের বিরুদ্ধে ভিসার নিয়ম লঙ্ঘন, তবলিঘি জামাতে যোগদান ও কোরোনার প্রাদুর্ভাবের পরে জারি করা সরকারি নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ রয়েছে । চিফ মেট্রোপলিটন ম্যাজ়িস্ট্রেট গুরমোহিনা কউর এই 82 জনের প্রত্যেককে 10 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেন ।

বাংলাদেশ থেকে আসা 82 জন নাগরিকের আইনজীবী আশিমা মণ্ডলা, মন্দাকিনী সিংহ এবং ফাহিম খানরা জানান, আজ জামিন মঞ্জুর হওয়া অভিযুক্তরা শাস্তি কমানোর জন্য প্রার্থনা করতে পারবেন । প্রসঙ্গত, কোরোনা ভাইরাসের কারণে এই মামলার শুনানি আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হয়।

তদন্তকারী এক আধিকারিক এর আগে আদালতে জানিয়েছিলেন, মামলায় 95 জন বিদেশির বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে এবং প্রত্যেকেই অপরাধ করেছে । তাই তাঁদের নাম চার্জশিটে রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.