ETV Bharat / bharat

তবলিঘির সমাবেশ থেকে অনেকের মধ্যে ভাইরাস ছড়িয়েছে, সংসদে জানাল কেন্দ্র

author img

By

Published : Sep 21, 2020, 5:31 PM IST

রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন , "যেমন দিল্লি পুলিশ জানিয়েছে , কোরোনার কারণে নির্দেশিকা বা আদেশ সত্ত্বেও একটি বদ্ধ জায়গায় একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল ৷ কোনওরকম সামাজিক দূরত্ব না মেনেই বা মাস্ক না পরে ৷ এর ফলে বহু মানুষের মধ্যে কোরোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ৷ "

Tablighi Jamaat
Tablighi Jamaat

দিল্লি , 21 সেপ্টেম্বর : দেশে কোরোনা ভাইরাসের প্রভাব ধীরে ধীরে শুরু হওয়ার পরে সরকারের আদেশ সত্ত্বেও মার্চে দিল্লিতে তবলিঘি জামাতের সমাবেশ হয়েছিল ৷ শুধু তাই-ই নয়, এই সমাবেশ বহু ব্যক্তির মধ্যে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে আজ রাজ্যসভায় এমনই জানানো হয়েছে ৷

দিল্লি ও অন্যান্য রাজ্যে কোরোনা ভাইরাস সংক্রমণের মূলে কি তাহলে এই জমায়েত ? রাজ্যসভায় এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি লিখিতভাবে একটি জবাব দেন ৷ যেখানে তিনি বলেন , "যেমন দিল্লি পুলিশ জানিয়েছে , কোরোনার কারণে নির্দেশিকা বা আদেশ সত্ত্বেও একটি বদ্ধ জায়গায় একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল ৷ কোনওরকম সামাজিক দূরত্ব না মেনেই বা মাস্ক না পরে ৷ এর ফলে বহু মানুষের মধ্যে কোরোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ৷ "

মার্চে দিল্লির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে তবলিঘি জামাত আয়োজিত ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ার পরে বা এই সম্প্রদায়ের অনুসারিদের সংস্পর্শে আসার পরে কয়েকশো বিদেশি এবং স্থানীয় উভয়ই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷

শিবসেনার সাংসদ অনিল দেশাই আজ সংসদে দিল্লি এবং অন্যান্য রাজ্যে কোরোনা ভাইরাস সংক্রমণের জন্য এই সমাবেশের লোকসমাগম দায়ি কি না তা মন্ত্রককে নির্দিষ্ট করতে বলেন ৷ তিনি এই সমাবেশে অংশ নেওয়া এবং এখনও পর্যন্ত ধৃতদের সংখ্যা সম্পর্কেও বিশদে জানতে চেয়েছিলেন । এই প্রসঙ্গে রেড্ডি জানিয়েছেন , 29 মার্চ দিল্লি পুলিশ তবলিঘি জামাতে প্রায় 2,361 জনকে সরিয়ে নিয়েছিল । 233 জনকে গ্রেপ্তার করেছিল । তবে জামাতের প্রধান মৌলানা মহম্মদ সাদ সম্পর্কে তদন্ত চলছে ৷ দিল্লি পুলিশ এখনও পর্যন্ত 36 টি দেশের 956 বিদেশি নাগরিকের বিরুদ্ধে 59 টি অভিযোগপত্র জমা দিয়েছে । কেন্দ্র তাদের ভিসা বাতিল করেছে ৷

দিল্লি , 21 সেপ্টেম্বর : দেশে কোরোনা ভাইরাসের প্রভাব ধীরে ধীরে শুরু হওয়ার পরে সরকারের আদেশ সত্ত্বেও মার্চে দিল্লিতে তবলিঘি জামাতের সমাবেশ হয়েছিল ৷ শুধু তাই-ই নয়, এই সমাবেশ বহু ব্যক্তির মধ্যে ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে ৷ কেন্দ্রীয় সরকারের তরফে আজ রাজ্যসভায় এমনই জানানো হয়েছে ৷

দিল্লি ও অন্যান্য রাজ্যে কোরোনা ভাইরাস সংক্রমণের মূলে কি তাহলে এই জমায়েত ? রাজ্যসভায় এই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডি লিখিতভাবে একটি জবাব দেন ৷ যেখানে তিনি বলেন , "যেমন দিল্লি পুলিশ জানিয়েছে , কোরোনার কারণে নির্দেশিকা বা আদেশ সত্ত্বেও একটি বদ্ধ জায়গায় একটি বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল ৷ কোনওরকম সামাজিক দূরত্ব না মেনেই বা মাস্ক না পরে ৷ এর ফলে বহু মানুষের মধ্যে কোরোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়েছিল ৷ "

মার্চে দিল্লির নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে তবলিঘি জামাত আয়োজিত ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ার পরে বা এই সম্প্রদায়ের অনুসারিদের সংস্পর্শে আসার পরে কয়েকশো বিদেশি এবং স্থানীয় উভয়ই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন ৷

শিবসেনার সাংসদ অনিল দেশাই আজ সংসদে দিল্লি এবং অন্যান্য রাজ্যে কোরোনা ভাইরাস সংক্রমণের জন্য এই সমাবেশের লোকসমাগম দায়ি কি না তা মন্ত্রককে নির্দিষ্ট করতে বলেন ৷ তিনি এই সমাবেশে অংশ নেওয়া এবং এখনও পর্যন্ত ধৃতদের সংখ্যা সম্পর্কেও বিশদে জানতে চেয়েছিলেন । এই প্রসঙ্গে রেড্ডি জানিয়েছেন , 29 মার্চ দিল্লি পুলিশ তবলিঘি জামাতে প্রায় 2,361 জনকে সরিয়ে নিয়েছিল । 233 জনকে গ্রেপ্তার করেছিল । তবে জামাতের প্রধান মৌলানা মহম্মদ সাদ সম্পর্কে তদন্ত চলছে ৷ দিল্লি পুলিশ এখনও পর্যন্ত 36 টি দেশের 956 বিদেশি নাগরিকের বিরুদ্ধে 59 টি অভিযোগপত্র জমা দিয়েছে । কেন্দ্র তাদের ভিসা বাতিল করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.