কলকাতা, 15 জুন : দেশে ক্রমাগত বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । চার দফা লকডাউন চলার পর ধীরে ধীরে খুলেছে সব । চালু হয়েছে একাধিক পরিষেবা । কিন্তু, সংক্রমণ য়েভাবে বেড়ে চলেছে তাতে অনেকেই ফের লকডাউন চাইছে । সোশাল মিডিয়ায় একটি সমীক্ষায় দেখা গেছে, কলকাতার 2 হাজার 500 বাসিন্দার মধ্যে 52 শতাংশই চান, এক মাসের জন্য সম্পূর্ণ লকডাউন করা হোক।
লোকাল সার্কেল একটি কমিউনিটি নির্ভর সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম । এর উপদেষ্টা পর্ষদের সদস্য নাদির গোদরেজ, আনন্দ মাহিন্দ্রা এবং আর সি ভার্গব। লোকাল সার্কেল সম্প্রতি সর্বাধিক কোরোনা সংক্রমিত দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদে লকডাউন নিয়ে শহরবাসীর মতামত জানতে একটি সমীক্ষা চালায়।
কলকাতার সমীক্ষায় 2 হাজার 644 জন উত্তরদাতার মধ্যে 52 শতাংশ জানান, সংক্রমণ রুখতে তাঁরা একমাস লকডাউনের স্বপক্ষে। দিল্লির 5 হাজার 998 জন উত্তরদাতার মধ্যে 79 শতাংশ আরও একমাস সম্পূর্ণ লকডাউন চান।
মুম্বইয়ের 5 হাজার 412 জন বাসিন্দার মধ্যে করা সমীক্ষায় 64 শতাংশ সম্পূর্ণ লকডাউনের পক্ষে সায় দিয়েছেন । চেন্নাইয়ে 5 হাজার 232 জন বাসিন্দার মধ্যে 61 শতাংশ আরও এক মাস লকডাউন চান বলে জানিয়েছেন।
বর্তমানে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা সাড়ে তিন লাখ ছুঁতে চলেছে । মৃতের সংখ্যা নয় হাজারের গণ্ডি পেরিয়েছে ।