ETV Bharat / bharat

অপারেশনের পর রোগীর পেটেই রইল কাঁচি ! - scissors found in abdomen

অসুস্থ জোশেফ পল জানান, অগ্ন্যাশয়ের অপারেশনের পর তাঁর পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় ৷ তিনি ফের চিকিৎসকদের দেখেন ৷ পরীক্ষা করে দেখা যায়, তাঁর পেটের ভিতর রয়েছে একজোড়া কাঁচি ৷

Surgical scissors inside abdomen of patient
author img

By

Published : Jul 20, 2020, 6:38 PM IST

ত্রিসুর, 20 জুলাই : ব্যক্তির পেটের ভিতর থেকে মিলল অপারেশনের কাজে লাগে এমন একজোড়া কাঁচি । কেরালার ত্রিসুরের কোরকেনচেরি এলাকার ঘটনা ।

জোসেফ পল । দু'মাস আগে তাঁর অগ্ন্যাশয়ের অপারেশন হয়েছিল ত্রিসুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । কিন্তু, বাড়ি ফেরার পর থেকেই তাঁর পেটে যন্ত্রণা শুরু হয় । তিনি ফের চিকিৎসকের পরামর্শ নেন । তলপেটের আলট্রা সাউন্ড স্ক্যানও করান । কিন্তু ব্যথা না কমায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেন । চিকিৎসকরা তাঁকে কয়েকটি পরীক্ষা করতে বলেন । সেই পরীক্ষায় ধরা পড়ে, তাঁর পেটে একজোড়া কাঁচি রয়েছে । এইধরনের কাঁচি বিভিন্ন অপারেশনের কাজে ব্যবহার করা হয় ।

চিকিৎসকরা জানান, অগ্ন্যাশয়ের অপারেশনের সময় কোনওভাবে হয়ত ওই কাঁচি পেটের ভিতরেই রয়ে যায় । গত সপ্তাহে ফের অপারেশন করে জোসেফের পেট থেকে কাঁচিজোড়া বের করা হয় ।

ঘটনায় জোসেফের অপারেশনের সঙ্গে জড়িত ত্রিসুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে । তদন্তও শুরু করেছে পুলিশ । পাশাপাশি কেরালার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে পরিবারের তরফে ।

ত্রিসুর, 20 জুলাই : ব্যক্তির পেটের ভিতর থেকে মিলল অপারেশনের কাজে লাগে এমন একজোড়া কাঁচি । কেরালার ত্রিসুরের কোরকেনচেরি এলাকার ঘটনা ।

জোসেফ পল । দু'মাস আগে তাঁর অগ্ন্যাশয়ের অপারেশন হয়েছিল ত্রিসুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । কিন্তু, বাড়ি ফেরার পর থেকেই তাঁর পেটে যন্ত্রণা শুরু হয় । তিনি ফের চিকিৎসকের পরামর্শ নেন । তলপেটের আলট্রা সাউন্ড স্ক্যানও করান । কিন্তু ব্যথা না কমায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেন । চিকিৎসকরা তাঁকে কয়েকটি পরীক্ষা করতে বলেন । সেই পরীক্ষায় ধরা পড়ে, তাঁর পেটে একজোড়া কাঁচি রয়েছে । এইধরনের কাঁচি বিভিন্ন অপারেশনের কাজে ব্যবহার করা হয় ।

চিকিৎসকরা জানান, অগ্ন্যাশয়ের অপারেশনের সময় কোনওভাবে হয়ত ওই কাঁচি পেটের ভিতরেই রয়ে যায় । গত সপ্তাহে ফের অপারেশন করে জোসেফের পেট থেকে কাঁচিজোড়া বের করা হয় ।

ঘটনায় জোসেফের অপারেশনের সঙ্গে জড়িত ত্রিসুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে । ইতিমধ্যেই পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে । তদন্তও শুরু করেছে পুলিশ । পাশাপাশি কেরালার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে পরিবারের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.