দিল্লি, 23 সেপ্টেম্বর : কোরোনায় মৃত্যু হল রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাড়ির ৷ দিল্লির AIIMS-এ ভরতি ছিলেন তিনি ৷ প্রায় দুই সপ্তাহ আগে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছিল৷ তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কোনও কেন্দ্রীয় মন্ত্রীর ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল 65 বছর ৷ সেপ্টেম্বরের 11 তারিখে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর শারীরিক অবস্থার দেখাশোনার দায়িত্বে ছিল ডাক্তারদের একটি দল ৷ সেই দলের প্রধান ছিলেন AIIMS-এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নীরজ নিশ্চল ৷
সুরেশ অঙ্গাড়ির জন্ম 1955 সালের 1 জুন ৷ কর্নাটকের বেলগাউম জেলার BJP নেতা হিসেবেই রাজনৈতিক জীবনের আত্মপ্রকাশ ৷ দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের বিভিন্ন পদের দায়িত্ব সামলেছেন তিনি ৷ 1996 সালে বেলগাউম জেলার BJP-র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি ৷ 2004 ও 2009 সালের লোকসভা নির্বাচনে পর পর দু'বার সাংসদ নির্বাচিত হন ৷ 2014 সালে তিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন ৷ একই সালে BJP কেন্দ্রে ক্ষমতায় আসে ৷ 2019 সালেও লোকসভা নির্বাচনে তিনি জয়ী হন । তারপরই তাঁকে রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয় ৷ আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় ৷
-
Shri Suresh Angadi was an exceptional Karyakarta, who worked hard to make the Party strong in Karnataka. He was a dedicated MP and effective Minister, admired across the spectrum. His demise is saddening. My thoughts are with his family and friends in this sad hour. Om Shanti. pic.twitter.com/2QDHQe0Pmj
— Narendra Modi (@narendramodi) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shri Suresh Angadi was an exceptional Karyakarta, who worked hard to make the Party strong in Karnataka. He was a dedicated MP and effective Minister, admired across the spectrum. His demise is saddening. My thoughts are with his family and friends in this sad hour. Om Shanti. pic.twitter.com/2QDHQe0Pmj
— Narendra Modi (@narendramodi) September 23, 2020Shri Suresh Angadi was an exceptional Karyakarta, who worked hard to make the Party strong in Karnataka. He was a dedicated MP and effective Minister, admired across the spectrum. His demise is saddening. My thoughts are with his family and friends in this sad hour. Om Shanti. pic.twitter.com/2QDHQe0Pmj
— Narendra Modi (@narendramodi) September 23, 2020
ইতিমধ্যেই টুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন নেতা-মন্ত্রীরা ৷ প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "সুরেশ আঙ্গাড়ি ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব ৷ কর্নাটকে দলকে শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করেছেন ৷ তিনি একজন নিষ্ঠাবান সাংসদ ও পরিশ্রমী মন্ত্রী ছিলেন ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত ৷ তাঁর পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি আমার সমবেদনা ৷ ওম শান্তি ৷"
-
Shocked to know the passing away of Shri Suresh Angadi, Union Minister of State of Railways. An amiable leader Shri Angadi worked tirelessly for the people of his constituency, Belagavi and Karnataka.
— President of India (@rashtrapatibhvn) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Shocked to know the passing away of Shri Suresh Angadi, Union Minister of State of Railways. An amiable leader Shri Angadi worked tirelessly for the people of his constituency, Belagavi and Karnataka.
— President of India (@rashtrapatibhvn) September 23, 2020Shocked to know the passing away of Shri Suresh Angadi, Union Minister of State of Railways. An amiable leader Shri Angadi worked tirelessly for the people of his constituency, Belagavi and Karnataka.
— President of India (@rashtrapatibhvn) September 23, 2020
শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ তিনি টুইটে লেখেন, "তিনি একজন নিষ্ঠাবান মানুষ ছিলেন ৷ নিজের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন ৷"
-
Deeply pained to learn about the passing away of MoS Railways and senior BJP leader from Karnataka, Shri Suresh Angadi ji. He will always be remembered for his selfless service to the nation and party. My deepest condolences are with his family. Om Shanti Shanti Shanti
— Amit Shah (@AmitShah) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Deeply pained to learn about the passing away of MoS Railways and senior BJP leader from Karnataka, Shri Suresh Angadi ji. He will always be remembered for his selfless service to the nation and party. My deepest condolences are with his family. Om Shanti Shanti Shanti
— Amit Shah (@AmitShah) September 23, 2020Deeply pained to learn about the passing away of MoS Railways and senior BJP leader from Karnataka, Shri Suresh Angadi ji. He will always be remembered for his selfless service to the nation and party. My deepest condolences are with his family. Om Shanti Shanti Shanti
— Amit Shah (@AmitShah) September 23, 2020
মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লেখেন, "সুরেশ অঙ্গাড়িজি একজন বরিষ্ঠ নেতা ছিলেন৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত ৷ আজীবন দলের জন্য স্বার্থহীনভাবে কাজ করে গেছেন তিনি ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল৷"
-
Deeply saddened by the demise of Rail Rajya Mantri, Shri Suresh Angadiji.
— Rajnath Singh (@rajnathsingh) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
He was a good administrator, seasoned Parliamentarian and blessed with a warm and affable personality. My heartfelt condolences to his family and supporters. Om Shanti!
">Deeply saddened by the demise of Rail Rajya Mantri, Shri Suresh Angadiji.
— Rajnath Singh (@rajnathsingh) September 23, 2020
He was a good administrator, seasoned Parliamentarian and blessed with a warm and affable personality. My heartfelt condolences to his family and supporters. Om Shanti!Deeply saddened by the demise of Rail Rajya Mantri, Shri Suresh Angadiji.
— Rajnath Singh (@rajnathsingh) September 23, 2020
He was a good administrator, seasoned Parliamentarian and blessed with a warm and affable personality. My heartfelt condolences to his family and supporters. Om Shanti!
টুইটে শ্রদ্ধা জানান রাজনাথ সিং ৷ তিনি লেখেন, "রাজ্যসভার মন্ত্রী সুরেশ অঙ্গাড়িজি-র মৃত্যুতে আমি মর্মাহত ৷ তিনি একজন ভালো প্রশাসক ছিলেন ৷ তাঁর পরিবারের জন্য আমার সমবেদনা রইল ৷"
-
The untimely demise of minister of state Mr Suresh Angadi is terribly painful to me, may god repose his soul in peace and tranquility
— Adhir Chowdhury (@adhirrcinc) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The untimely demise of minister of state Mr Suresh Angadi is terribly painful to me, may god repose his soul in peace and tranquility
— Adhir Chowdhury (@adhirrcinc) September 23, 2020The untimely demise of minister of state Mr Suresh Angadi is terribly painful to me, may god repose his soul in peace and tranquility
— Adhir Chowdhury (@adhirrcinc) September 23, 2020
প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শোকপ্রকাশ করে টুইটে করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় তথ্য প্রযুক্তিমন্ত্রী রবিশংকর প্রসাদ সহ প্রমুখ BJP নেতৃত্বরা ৷ শোকপ্রকাশ করেছেন বিরোধী দলের নেতা-মন্ত্রীরাও ৷ শোকপ্রকাশ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরি সহ অন্যরা ৷
-
Deeply anguished at the unfortunate demise of Suresh Angadi ji.
— Piyush Goyal (@PiyushGoyal) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
He was like my brother. Words fall short to describe his commitment & dedication towards the people.
My thoughts and prayers are with his family and friends in this hour of need. Om Shanti pic.twitter.com/Y7SB2PMktU
">Deeply anguished at the unfortunate demise of Suresh Angadi ji.
— Piyush Goyal (@PiyushGoyal) September 23, 2020
He was like my brother. Words fall short to describe his commitment & dedication towards the people.
My thoughts and prayers are with his family and friends in this hour of need. Om Shanti pic.twitter.com/Y7SB2PMktUDeeply anguished at the unfortunate demise of Suresh Angadi ji.
— Piyush Goyal (@PiyushGoyal) September 23, 2020
He was like my brother. Words fall short to describe his commitment & dedication towards the people.
My thoughts and prayers are with his family and friends in this hour of need. Om Shanti pic.twitter.com/Y7SB2PMktU