ETV Bharat / bharat

"চৌকিদার চোর হ্যায়" মামলা বন্ধ করে রাহুলকে সতর্ক করল সুপ্রিম কোর্ট - chowkidar chor hai case

সুপ্রিম কোর্ট "চৌকিদার চোর হ্যায়" মামলাটি আজ বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট । তবে শীর্ষ আদালত সতর্ক করেছে রাহুল গান্ধিকে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে ‘চৌকিদার চোর হ্যায়’ বলার জন্য ইতিমধ্যে শীর্ষ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছেন রাহুল ।

RAHUL
author img

By

Published : Nov 14, 2019, 11:40 AM IST

Updated : Nov 14, 2019, 11:59 AM IST

দিল্লি, 14 নভেম্বর :"চৌকিদার চোর হ্যায়" মামলায় রাহুল গান্ধিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট । আজ মামলাটি শীর্ষ আদালত বন্ধ করে দেয় । উল্লেখ্য, সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে ‘চৌকিদার চোর হ্যায়’ বলার জন্য ইতিমধ্যে শীর্ষ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছেন রাহুল ।

রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল গত লোকসভা নির্বাচনের প্রচারে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছিলেন ।

রাহুলের এই স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানহানির মামলা করেছিলেন BJP সাংসদ মীনাক্ষী লেখি । আজ সেই মামলাটি বন্ধ করে দেয় শীর্ষ আদালত । পাশাপাশি শীর্ষ আদালত রাহুলকে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে ও সুপ্রিম কোর্টকে উদ্বৃত করার ক্ষেত্রে আরও সতর্ক হতে বলেছে ।

দিল্লি, 14 নভেম্বর :"চৌকিদার চোর হ্যায়" মামলায় রাহুল গান্ধিকে সতর্ক করল সুপ্রিম কোর্ট । আজ মামলাটি শীর্ষ আদালত বন্ধ করে দেয় । উল্লেখ্য, সুপ্রিম কোর্টকে উদ্ধৃত করে ‘চৌকিদার চোর হ্যায়’ বলার জন্য ইতিমধ্যে শীর্ষ আদালতের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছেন রাহুল ।

রাফাল চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল গত লোকসভা নির্বাচনের প্রচারে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান তুলেছিলেন ।

রাহুলের এই স্লোগানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানহানির মামলা করেছিলেন BJP সাংসদ মীনাক্ষী লেখি । আজ সেই মামলাটি বন্ধ করে দেয় শীর্ষ আদালত । পাশাপাশি শীর্ষ আদালত রাহুলকে ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার ক্ষেত্রে ও সুপ্রিম কোর্টকে উদ্বৃত করার ক্ষেত্রে আরও সতর্ক হতে বলেছে ।

Mumbai, Nov 14 (ANI): Bollywood actor Shilpa Shetty was spotted at Andheri. She kept her look classic and was seen wearing polka dot shirt and beige pants. Her son, Viaan was also seen with her. Actor Rakul Preet was also seen outside a studio in the city. She looked super charming in camisole top and wide legs denim. Meanwhile, Arjun Kapoor was also seen in Andheri. He will be next seen in 'Panipat'.
Last Updated : Nov 14, 2019, 11:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.