ETV Bharat / bharat

গান্ধি পরিবারের হাতেই কংগ্রেসের রাশ, অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া - সনিয়া গান্ধি

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি

কংগ্রেস
author img

By

Published : Aug 10, 2019, 11:03 PM IST

Updated : Aug 11, 2019, 12:01 AM IST

দিল্লি, 10 অগাস্ট : শুরুরও একটা শুরু থাকে ৷ আজ কংগ্রেসের নয়া জমানা শুরুর ইঙ্গিত ছিল ৷ কিন্তু সেই শুরুটা হল না ৷ কঠিন সময়ে কংগ্রেস সেই গান্ধি পরিবারের উপরই ভরসা রাখতে বাধ্য হল ৷ আজ সকাল থেকে দু'দফা ম্যারাথন বৈঠকের পরও গান্ধি পরিবারের বাইরে নেতৃত্বের জন্য কাউকে বেছে নিতে পারল না দল ৷ বিপদের দিনে 'বন্ধু' হিসেবে সেই সোনিয়া গান্ধির উপরই ভরসা রাখল তারা ৷ অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে সোনিয়াকেই বেছে নেওয়া হল ৷ যাঁর নেতৃত্বে সীতারাম কেশরীর পর ঘুরে দাঁড়িয়েছিল দল, সেই ইন্দিরা-পুত্রবধূর হাত ধরেই কঠিন সময়ে লড়াইয়ের রসদ খুঁজতে চাইলেন মনমোহন-গুলাম নবি-মল্লিকার্জুন খাড়গেরা ৷

গত লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল রাহুল গান্ধির নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস ৷ মোদি ঝড়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল তারা ৷ দেশের মানুষ হাত ধরার সাহস পাননি ৷ নির্বাচনের পরই দেশজোড়া বিপর্যয়ের দায় নিয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধি, যদিও কংগ্রেস কার্যনির্বাহী কমিটি এই ইস্তফা গ্রহণ করতে চায়নি ৷ দফায় দফায় রাহুলকে বোঝানোর চেষ্টা চলে ৷ পদত্যাগের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয় ৷ যদিও নিজের সিদ্ধান্তে অটল থাকেন সোনিয়া-পুত্র ৷ উল্টে প্রস্তাব দেন, গান্ধি-নেহরু পরিবারের বাইরে থেকে কাউকে দলের সভাপতি করার জন্য ৷ এরপর উঠে আসতে একাধিক নাম ৷ মল্লিকার্জুন খাড়গে, সুশীলকুমার সিন্ধে ও মুকুল ওয়াসনিক ৷ কংগ্রেসের তরফে নতুন সভাপতি চূড়ান্ত করার জন্য আজকের দিনটিকে (শনিবার) বেছে নেওয়া হয় ৷ সেই মতোই সকাল থেকে একের পর এক বৈঠক চলতে থাকে ৷ বৈঠকে থাকলেও মাঝপথে বেরিয়ে যান সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কারা ৷ ঘোষণা করা হয়, আজই সভাপতি চূড়ান্ত করার পথে এগোচ্ছে দল ৷ সেই মতোই রাতে ফের বসে কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠক ৷ ঘণ্টা দেড়েক চলে আলোচনা ৷ কিন্তু সেখানেও নেহরু-গান্ধি পরিবারের বাইরে কাউকে দায়িত্ব দেওয়ার বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় না ৷ দল বারবার রাহুলকে প্রস্তাব দিলেও নিজের সিদ্ধান্ত বদলাতে রাজি হননি তিনি৷ এরপরই ফের সোনিয়া গান্ধির হাতেই দায়িত্ব তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আজকের বৈঠকে রাহুলের নেতৃত্বের প্রশংসা করা হয় বলেই দলের তরফে জানানো হয়েছে ৷ যেভাবে গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি দলকে নেতৃত্ব দিয়েছেন, সেই বিষয়টিকে তুলে ধরা হয় বার বার ৷ তাঁর নেতৃত্বেই আগামীদিনে লড়াই করার কথা বলেন কংগ্রেসের প্রতিনিধিরা ৷ যদিও কোনও প্রস্তাবই মানতে চাননি রাহুল ৷ উলটে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে দলকে আরও বড়সড় প্রতিবাদের প্রস্তাব দেন তিনি ৷ বৈঠক শেষের আগেই সেখান থেকে চলে যান রাহুল ৷ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এরপরই বাধ্য হন ফের সোনিয়ার হাতে ব্যাটন তুলে দিতে ৷ তবে দলীয় সূত্রে দাবি করা হয়েছে, সোনিয়াকে অন্তর্বতীকালীন সভানেত্রী হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে ৷

সীতারাম কেশরীর পর 1998 সালে প্রথম দফায় কংগ্রেসের নেতৃত্ব ভার কাঁধে নিয়েছিলেন সোনিয়া ৷ তাঁর নেতৃত্বেই ধীরে ধীরে দেশে নিজেদের জমি মজবুত করে জাতীয় কংগ্রেস ৷ অটলবিহারী বাজপেয়ির নেতৃত্বাধীন NDA-এর বিজয়রথকে থামিয়ে পর পর দু' দফায় কেন্দ্রে সরকার গড়ে UPA ৷ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে মাস্টারস্ট্রোক দেন সোনিয়া ৷ সকল সমালোচনার জবাব দিয়ে বুঝিয়ে দেন, ইন্দিরা-রাজীবের সার্থক উত্তরসূরি তিনিই ৷ একটানা 19 বছর কংগ্রেসের দায়িত্ব সামলে শারীরিক অসুস্থতার কারণে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন ৷ দলের রাশ তুলে দেন ছেলে রাহুলের হাতে ৷ নতুন উদ্যমে তরুণদের নিয়ে লড়াইয়ের বার্তা দেন রাহুল গান্ধি ৷ মোদি ঝড়ের সামনে দাঁড়িয়েও বেশ কিছু বিধানসভায় ঘুরে দাঁড়ায় দল ৷ ঠিক তখনই লোকসভা নির্বাচনে ফের ধাক্কা ৷ এবার সেই পরাজয়ের দায়িত্ব নেন রাহুল ৷ সেই পথে হেঁটে পদত্যাগ করেন রাহুল অনুগামী বেশ কয়েকজন কংগ্রেস নেতাও ৷ এরপরই শুরু হয় নতুন সভাপতি নির্বাচনের কাজ ৷

কংগ্রেসীয় রাজনীতিতে ইতিমধ্যেই আবির্ভাব ঘটে গিয়েছে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধির ৷ জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এবার দলের রাশ প্রিয়াঙ্কার হাতেই যাচ্ছে? যদিও সেই জল্পনার অবসান ঘটনা খোদ রাহুলই ৷ স্পষ্ট করেন, প্রিয়াঙ্কা নন, সভাপতি করা হোক গান্ধি পরিবারের বাইরের কাউকে ৷ আজকের বৈঠকে অবশ্য আপাতভাবে সব জল্পনার অবসান হল ৷ সোনিয়ার হাতেই আপাতত থাকছে দলের দায়িত্ব ৷ এখন দেখার, দ্বিতীয় দফায় তাঁর নেতৃত্বে কতটা হারানো জমি ফিরে পায় কংগ্রেস ৷

দিল্লি, 10 অগাস্ট : শুরুরও একটা শুরু থাকে ৷ আজ কংগ্রেসের নয়া জমানা শুরুর ইঙ্গিত ছিল ৷ কিন্তু সেই শুরুটা হল না ৷ কঠিন সময়ে কংগ্রেস সেই গান্ধি পরিবারের উপরই ভরসা রাখতে বাধ্য হল ৷ আজ সকাল থেকে দু'দফা ম্যারাথন বৈঠকের পরও গান্ধি পরিবারের বাইরে নেতৃত্বের জন্য কাউকে বেছে নিতে পারল না দল ৷ বিপদের দিনে 'বন্ধু' হিসেবে সেই সোনিয়া গান্ধির উপরই ভরসা রাখল তারা ৷ অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে সোনিয়াকেই বেছে নেওয়া হল ৷ যাঁর নেতৃত্বে সীতারাম কেশরীর পর ঘুরে দাঁড়িয়েছিল দল, সেই ইন্দিরা-পুত্রবধূর হাত ধরেই কঠিন সময়ে লড়াইয়ের রসদ খুঁজতে চাইলেন মনমোহন-গুলাম নবি-মল্লিকার্জুন খাড়গেরা ৷

গত লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েছিল রাহুল গান্ধির নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস ৷ মোদি ঝড়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল তারা ৷ দেশের মানুষ হাত ধরার সাহস পাননি ৷ নির্বাচনের পরই দেশজোড়া বিপর্যয়ের দায় নিয়ে সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধি, যদিও কংগ্রেস কার্যনির্বাহী কমিটি এই ইস্তফা গ্রহণ করতে চায়নি ৷ দফায় দফায় রাহুলকে বোঝানোর চেষ্টা চলে ৷ পদত্যাগের সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয় ৷ যদিও নিজের সিদ্ধান্তে অটল থাকেন সোনিয়া-পুত্র ৷ উল্টে প্রস্তাব দেন, গান্ধি-নেহরু পরিবারের বাইরে থেকে কাউকে দলের সভাপতি করার জন্য ৷ এরপর উঠে আসতে একাধিক নাম ৷ মল্লিকার্জুন খাড়গে, সুশীলকুমার সিন্ধে ও মুকুল ওয়াসনিক ৷ কংগ্রেসের তরফে নতুন সভাপতি চূড়ান্ত করার জন্য আজকের দিনটিকে (শনিবার) বেছে নেওয়া হয় ৷ সেই মতোই সকাল থেকে একের পর এক বৈঠক চলতে থাকে ৷ বৈঠকে থাকলেও মাঝপথে বেরিয়ে যান সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কারা ৷ ঘোষণা করা হয়, আজই সভাপতি চূড়ান্ত করার পথে এগোচ্ছে দল ৷ সেই মতোই রাতে ফের বসে কংগ্রেস কার্যনির্বাহী কমিটির বৈঠক ৷ ঘণ্টা দেড়েক চলে আলোচনা ৷ কিন্তু সেখানেও নেহরু-গান্ধি পরিবারের বাইরে কাউকে দায়িত্ব দেওয়ার বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় না ৷ দল বারবার রাহুলকে প্রস্তাব দিলেও নিজের সিদ্ধান্ত বদলাতে রাজি হননি তিনি৷ এরপরই ফের সোনিয়া গান্ধির হাতেই দায়িত্ব তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ৷

আজকের বৈঠকে রাহুলের নেতৃত্বের প্রশংসা করা হয় বলেই দলের তরফে জানানো হয়েছে ৷ যেভাবে গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি দলকে নেতৃত্ব দিয়েছেন, সেই বিষয়টিকে তুলে ধরা হয় বার বার ৷ তাঁর নেতৃত্বেই আগামীদিনে লড়াই করার কথা বলেন কংগ্রেসের প্রতিনিধিরা ৷ যদিও কোনও প্রস্তাবই মানতে চাননি রাহুল ৷ উলটে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে দলকে আরও বড়সড় প্রতিবাদের প্রস্তাব দেন তিনি ৷ বৈঠক শেষের আগেই সেখান থেকে চলে যান রাহুল ৷ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এরপরই বাধ্য হন ফের সোনিয়ার হাতে ব্যাটন তুলে দিতে ৷ তবে দলীয় সূত্রে দাবি করা হয়েছে, সোনিয়াকে অন্তর্বতীকালীন সভানেত্রী হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে ৷

সীতারাম কেশরীর পর 1998 সালে প্রথম দফায় কংগ্রেসের নেতৃত্ব ভার কাঁধে নিয়েছিলেন সোনিয়া ৷ তাঁর নেতৃত্বেই ধীরে ধীরে দেশে নিজেদের জমি মজবুত করে জাতীয় কংগ্রেস ৷ অটলবিহারী বাজপেয়ির নেতৃত্বাধীন NDA-এর বিজয়রথকে থামিয়ে পর পর দু' দফায় কেন্দ্রে সরকার গড়ে UPA ৷ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করে মাস্টারস্ট্রোক দেন সোনিয়া ৷ সকল সমালোচনার জবাব দিয়ে বুঝিয়ে দেন, ইন্দিরা-রাজীবের সার্থক উত্তরসূরি তিনিই ৷ একটানা 19 বছর কংগ্রেসের দায়িত্ব সামলে শারীরিক অসুস্থতার কারণে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন ৷ দলের রাশ তুলে দেন ছেলে রাহুলের হাতে ৷ নতুন উদ্যমে তরুণদের নিয়ে লড়াইয়ের বার্তা দেন রাহুল গান্ধি ৷ মোদি ঝড়ের সামনে দাঁড়িয়েও বেশ কিছু বিধানসভায় ঘুরে দাঁড়ায় দল ৷ ঠিক তখনই লোকসভা নির্বাচনে ফের ধাক্কা ৷ এবার সেই পরাজয়ের দায়িত্ব নেন রাহুল ৷ সেই পথে হেঁটে পদত্যাগ করেন রাহুল অনুগামী বেশ কয়েকজন কংগ্রেস নেতাও ৷ এরপরই শুরু হয় নতুন সভাপতি নির্বাচনের কাজ ৷

কংগ্রেসীয় রাজনীতিতে ইতিমধ্যেই আবির্ভাব ঘটে গিয়েছে সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধির ৷ জল্পনা শুরু হয়েছিল, তাহলে কি এবার দলের রাশ প্রিয়াঙ্কার হাতেই যাচ্ছে? যদিও সেই জল্পনার অবসান ঘটনা খোদ রাহুলই ৷ স্পষ্ট করেন, প্রিয়াঙ্কা নন, সভাপতি করা হোক গান্ধি পরিবারের বাইরের কাউকে ৷ আজকের বৈঠকে অবশ্য আপাতভাবে সব জল্পনার অবসান হল ৷ সোনিয়ার হাতেই আপাতত থাকছে দলের দায়িত্ব ৷ এখন দেখার, দ্বিতীয় দফায় তাঁর নেতৃত্বে কতটা হারানো জমি ফিরে পায় কংগ্রেস ৷

Shivamogga (Karnataka), Aug 10 (ANI): At least 200 cattle were rescued from a flood-affected cow shelter in Karnataka's Shivamogga. The rescue operation was held by Kote Police station officials. Several parts of state are submerged after receiving heavy rainfall.
Last Updated : Aug 11, 2019, 12:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.