শ্রীনগর, 21 মার্চ : জম্মু ও কাশ্মীরের রাজৌরিতেপাকিস্তান সেনার গুলিতে শহিদ হলেন এক জওয়ান। নাম যশ পাল (২৪)।
আজ সকালে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। রাজৌরির সুন্দরবানি সেক্টরে গুলি চালায় তারা। পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। এদিকে, পাকিস্তান সেনার গুলিতে শহিদ হন যশ পাল(২৪)।
চলতি মাসে এই নিয়ে ১০০ বারের বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান।