ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শেষ - meeting

পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ।

meeting
author img

By

Published : Feb 15, 2019, 10:06 AM IST

Updated : Feb 15, 2019, 2:53 PM IST

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শুরু হল। উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক শুরু হয়েছে।


এদিকে বিহারের জনসভা বাতিল করে আজই শ্রীনগরের উদ্দেশে রওনা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি হাসপাতালে চিকিৎসাধীন জওয়ানদের সঙ্গে দেখা করবেন। সঙ্গে থাকবেন CRPF-এর DG রাজীব রাই ভাটনাগর। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে ভুটানের থিম্পুতে সফরকারী (সচিবস্তরে বাৎসরিক আলোচনার জন্য) স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবাকে তড়িঘড়ি ডেকে পাঠিয়েছেন রাজনাথ সিং। IG র‌্যাঙ্কধারী NIA-এর ১২ সদস্যের একটি দলেরও পুলওয়ামায় ঘটনাস্থান পরিদর্শন করার কথা রয়েছে।


সার্জিকাল স্ট্রাইকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অজিত ডোভাল সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন। পাশাপাশি তিনি CRPF-এর শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ সকালে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শুরু হল। উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক শুরু হয়েছে।


এদিকে বিহারের জনসভা বাতিল করে আজই শ্রীনগরের উদ্দেশে রওনা দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি হাসপাতালে চিকিৎসাধীন জওয়ানদের সঙ্গে দেখা করবেন। সঙ্গে থাকবেন CRPF-এর DG রাজীব রাই ভাটনাগর। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে ভুটানের থিম্পুতে সফরকারী (সচিবস্তরে বাৎসরিক আলোচনার জন্য) স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবাকে তড়িঘড়ি ডেকে পাঠিয়েছেন রাজনাথ সিং। IG র‌্যাঙ্কধারী NIA-এর ১২ সদস্যের একটি দলেরও পুলওয়ামায় ঘটনাস্থান পরিদর্শন করার কথা রয়েছে।


সার্জিকাল স্ট্রাইকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত অজিত ডোভাল সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছেন। পাশাপাশি তিনি CRPF-এর শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Rio de Janeiro - 14 February 2019
++NIGHT SHOTS++
1. Wide of football fans cheering in Maracana stadium ahead of match between Flamengo and Fluminense teams
2. Fans carrying white balloons in tribute to 10 players killed in the Flamengo training centre on Feb. 8
3. Children on the field ahead of the match carrying a large sign with pictures of the 10 players who were killed in the fire
4. Sign reading (Portuguese): "Our prayers are with the boys of Ninho" (referring to the vulture's nest, the team's nickname)
5. Children on the field
6. Wide of football field
7. Various of balloons being released in the air crowd chanting: (Portuguese)  "Boys united"
8. Players holding large banner with words reading (Portuguese) : "The 10 from Gavea" (area where the club is located)
9. Pan across large pictures of boys killed in the fire
10. Various of soccer fans waving balloons and pictures of the victims of the fire
11. SOUNDBITE (Portuguese) Rafael de Oliveira, Flamengo fan:
"When we were children we had also that dream of entering the Maracana (as a player), shining. Can you imagine? those families don't have that anymore. Doing this tribute, you reduce the pain that the families and we are feeling. I think it is a fair and a nice tribute."
12. Various of Flamengo and Fluminense players entering the field
13. Wide of field
14. Flamengo and Fluminense players holding a minute of silence
15. Various of fans cheering
16. SOUNDBITE (Portuguese) Aline Dias, Flamengo fan:
"When I woke up and saw that tragedy (last week), at the beginning I thought that there were no victims but when I saw (that 10 boys were killed in the fire) I was really touched. So I am happy for the support the fans are giving to the families. I am happy for the music and all the tributes. I came here to pay tribute to the boys, so they will never be forgotten."
17. Fans cheering
STORYLINE:
Brazilian soccer club Flamengo played its first match on Thursday after a fire that killed 10 of its academy players in its training ground last week.
Nearly 30,000 fans, many with white balloons, banners and flags, attended the state championship match against rival Fluminense.
The game was initially scheduled for Saturday, only hours after the deadly incident.
Flamengo supporters sang a song to honour the dead at 10 minutes of play.
The club lost 1-0 to Fluminense on Thursday night.
Aline Dias, 28, a Flamengo fan said that she was touched by the tragedy, but happy that fans and supporters were paying tribute to the victims.
"I came here to pay tribute to the boys, so they will never be forgotten," she said.
The victims were between 14 and 16 years old. Police are still investigating the cause of the fire.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
Last Updated : Feb 15, 2019, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.