আমেঠি, 23 জুন : সাংসদ হয়ে নিজের কেন্দ্র আমেঠির মানুষের কাছাকাছি থাকবেন বলে সিদ্ধান্ত নিলেন স্মৃতি ইরানি । সেই মতো আমেঠিতে সাংসদের বাড়ি তৈরি শুরু হল । স্মৃতির মত, এলাকায় সাংসদের বাড়ি থাকলে মানুষ সেখানে সহজেই আসতে পারবেন নিজের সমস্যার কথা জানাতে । আর এই ভাবনা থেকেই আমেঠিতে বাড়ি তৈরির সিদ্ধান্ত । ইতিমধ্যেই আমেঠির গৌরীগঞ্জে বাড়ি তৈরির জন্য জমি দেখে ফেলেছেন স্মৃতি ।
গতকাল এক সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় এই কথা জানিয়েছেন স্মৃতি । তিনি জানান, অমেঠিই এবার থেকে তাঁর স্থায়ী বাসস্থান হবে ও সেখানকার মানুষ সর্বদা তাঁকে কাছে পাবে ।
উল্লেখ্য, বিগত দেড় দশক এই কেন্দ্রের সাংসদ ছিলেন রাহুল গান্ধি । তাঁকে হারিয়েই এবার সাংসদ হন স্মৃতি । তবে দীর্ঘ 15 বছরের সাংসদ জীবনে রাহুল বাড়ি তৈরি করেনি আমেঠিতে । দিল্লি থেকে বারবার আমেঠিতে এসেছেন রাহুল । তবে এখানে গেস্ট হাউজ়েই থাকতেন তিনি ।
গতকালই দু'দিনের জন্য আমেঠি আসেন স্মৃতি । সেখানে পৌঁছেই বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি । প্রকল্প ঘোষণার পরে তিনি বলেন, "কংগ্রেস ৪ লক্ষ ভোট পেয়েছে অমেঠিতে কিন্তু সেই ভোটারদেরও কোনওরকম প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না ।" পাশাপাশি আমেঠিতে নিজের বাড়ি তৈরির সিদ্ধান্ত স্মৃতিকে আমেঠিবাসীর আরও কাছে এনে দেবে বলেই মত রাজনৈতিক মহলের ।