ETV Bharat / bharat

রাহুলকে টেক্কা স্মৃতির, সাংসদ হয়েই আমেঠিতে বাড়ি তৈরির সিদ্ধান্ত - AMETHI

বিগত দেড় দশক এই কেন্দ্রের সাংসদ ছিলেন রাহুল গান্ধি । তবে দীর্ঘ 15 বছরের সাংসদ জীবনে রাহুল বাড়ি তৈরি করেনি আমেঠিতে । সেই কাজটি এই বার শুরু করলেন স্মৃতি ইরানি ।

রাহুলকে টেক্কা স্মৃতির
author img

By

Published : Jun 23, 2019, 5:55 PM IST

আমেঠি, 23 জুন : সাংসদ হয়ে নিজের কেন্দ্র আমেঠির মানুষের কাছাকাছি থাকবেন বলে সিদ্ধান্ত নিলেন স্মৃতি ইরানি । সেই মতো আমেঠিতে সাংসদের বাড়ি তৈরি শুরু হল । স্মৃতির মত, এলাকায় সাংসদের বাড়ি থাকলে মানুষ সেখানে সহজেই আসতে পারবেন নিজের সমস্যার কথা জানাতে । আর এই ভাবনা থেকেই আমেঠিতে বাড়ি তৈরির সিদ্ধান্ত । ইতিমধ্যেই আমেঠির গৌরীগঞ্জে বাড়ি তৈরির জন্য জমি দেখে ফেলেছেন স্মৃতি ।

গতকাল এক সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় এই কথা জানিয়েছেন স্মৃতি । তিনি জানান, অমেঠিই এবার থেকে তাঁর স্থায়ী বাসস্থান হবে ও সেখানকার মানুষ সর্বদা তাঁকে কাছে পাবে ।

উল্লেখ্য, বিগত দেড় দশক এই কেন্দ্রের সাংসদ ছিলেন রাহুল গান্ধি । তাঁকে হারিয়েই এবার সাংসদ হন স্মৃতি । তবে দীর্ঘ 15 বছরের সাংসদ জীবনে রাহুল বাড়ি তৈরি করেনি আমেঠিতে । দিল্লি থেকে বারবার আমেঠিতে এসেছেন রাহুল । তবে এখানে গেস্ট হাউজ়েই থাকতেন তিনি ।

গতকালই দু'দিনের জন্য আমেঠি আসেন স্মৃতি । সেখানে পৌঁছেই বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি । প্রকল্প ঘোষণার পরে তিনি বলেন, "কংগ্রেস ৪ লক্ষ ভোট পেয়েছে অমেঠিতে কিন্তু সেই ভোটারদেরও কোনওরকম প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না ।" পাশাপাশি আমেঠিতে নিজের বাড়ি তৈরির সিদ্ধান্ত স্মৃতিকে আমেঠিবাসীর আরও কাছে এনে দেবে বলেই মত রাজনৈতিক মহলের ।

আমেঠি, 23 জুন : সাংসদ হয়ে নিজের কেন্দ্র আমেঠির মানুষের কাছাকাছি থাকবেন বলে সিদ্ধান্ত নিলেন স্মৃতি ইরানি । সেই মতো আমেঠিতে সাংসদের বাড়ি তৈরি শুরু হল । স্মৃতির মত, এলাকায় সাংসদের বাড়ি থাকলে মানুষ সেখানে সহজেই আসতে পারবেন নিজের সমস্যার কথা জানাতে । আর এই ভাবনা থেকেই আমেঠিতে বাড়ি তৈরির সিদ্ধান্ত । ইতিমধ্যেই আমেঠির গৌরীগঞ্জে বাড়ি তৈরির জন্য জমি দেখে ফেলেছেন স্মৃতি ।

গতকাল এক সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় এই কথা জানিয়েছেন স্মৃতি । তিনি জানান, অমেঠিই এবার থেকে তাঁর স্থায়ী বাসস্থান হবে ও সেখানকার মানুষ সর্বদা তাঁকে কাছে পাবে ।

উল্লেখ্য, বিগত দেড় দশক এই কেন্দ্রের সাংসদ ছিলেন রাহুল গান্ধি । তাঁকে হারিয়েই এবার সাংসদ হন স্মৃতি । তবে দীর্ঘ 15 বছরের সাংসদ জীবনে রাহুল বাড়ি তৈরি করেনি আমেঠিতে । দিল্লি থেকে বারবার আমেঠিতে এসেছেন রাহুল । তবে এখানে গেস্ট হাউজ়েই থাকতেন তিনি ।

গতকালই দু'দিনের জন্য আমেঠি আসেন স্মৃতি । সেখানে পৌঁছেই বেশ কিছু প্রকল্পের কথাও ঘোষণা করেছেন তিনি । প্রকল্প ঘোষণার পরে তিনি বলেন, "কংগ্রেস ৪ লক্ষ ভোট পেয়েছে অমেঠিতে কিন্তু সেই ভোটারদেরও কোনওরকম প্রকল্প থেকে বঞ্চিত করা হবে না ।" পাশাপাশি আমেঠিতে নিজের বাড়ি তৈরির সিদ্ধান্ত স্মৃতিকে আমেঠিবাসীর আরও কাছে এনে দেবে বলেই মত রাজনৈতিক মহলের ।


Raipur (Chhattisgarh): Shri Guru Tegh Bahadur Sikh Museum in Guru Nanak Nagar of Raipur city stands testimony to the centuries-old glorious history of Sikhs. Spread across 5,000 square feet, the museum has been built in honour of ninth Sikh Guru Tegh Bahadur. The museum aims to enlighten visitors about the ten Sikh gurus and the religion, which is the fifth largest organised religion. It principal aim is educate youth about rich culture and history of Sikhism. The museum contains a replica of the golden temple which is beautifully showcased inside a glass case. It also has a library where visitors can read books on Sikhism and about Sikh Gurus and a home theatre where they can comfortably sit and watch the history of religion through films. Along with this, museum has 73 portraits of Sikh gurus. Ever since its inauguration, earlier this month, visitors have flocked the place in large numbers and they call their visit educative and insightful.Such museums not just help in preserving the history but also provide an opportunity to youths who are overwhelmed by the flow of information, to educate themselves about the rich history of the religion.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.