বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ), 30 অক্টোবর : বিয়ের গাড়ি উলটে মৃত সাত ৷ অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরি জেলার তান্টিকোণ্ডা ঘাট রোডের ভেঙ্কটেশ্বরস্বামী মন্দিরের ঘটনা ।
একটি বিয়ের অনুষ্ঠান সেরে ফিরছিল ওই গাড়িটি ৷ আজ ভোর সাড়ে তিনটে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের উপর থেকে পড়ে যায় সেটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় সাতজনের ৷ তাঁরা গোকাবরাম মণ্ডলের ঠাকুরপালেম গ্রামের বাসিন্দা । আহতদের উদ্ধার করে রাজমুন্দ্রি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।