ETV Bharat / bharat

কোরোনা আক্রান্তের বাড়িতে পোস্টার মামলা, কেন্দ্রের হলফনামা তলব সুপ্রিম কোর্টের

আইনজীবী কুশ কালরা আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ৷ যেখানে বলা হয়েছে, জন সচেতনতার নামে কোরোনা রোগীর বাড়ির বাইরে পোস্টার লাগানোর কথা বলেছে কেন্দ্র ৷ এমনকী রোগীর নামও সেখানে প্রকাশ করার কথা বলা হয়েছে ৷ এভাবে কোনও কোরোনা রোগীর পরিচয় প্রকাশ করা তাঁর সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে বলে আদালতে দাবি করেছেন আইনজীবী কুশ কালরা ৷

author img

By

Published : Nov 5, 2020, 10:56 PM IST

sc-seeks-centres-response-on-plea-against-putting-posters-outside-covid-19-patients-homes
কোরোনা আক্রান্তের বাড়িতে পোস্টার মামলা, কেন্দ্রে হলফনামা তলব সুপ্রিম কোর্টের

দিল্লি, 5 নভেম্বর : কোরোনা আক্রান্তের বাড়িতে সচেতনতার জন্য় পোস্টার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যার বিরুদ্ধে সুপ্রিম জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলাতেই এবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷ এনিয়ে আগামী দু’সপ্তাহের মধ্য়ে কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলেছে বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ ৷

আইনজীবী কুশ কালরা আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ৷ যেখানে বলা হয়েছে, জন সচেতনতার নামে কোরোনা রোগীর বাড়ির বাইরে পোস্টার লাগানোর কথা বলেছে কেন্দ্র ৷ এমনকী রোগীর নামও সেখানে প্রকাশ করার কথা বলা হয়েছে ৷ এভাবে কোনও কোরোনা রোগীর পরিচয় প্রকাশ করা তাঁর সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে বলে আদালতে দাবি করেছেন আইনজীবী কুশ কালরা ৷ জনস্বার্থ মামলায় আদালতের কাছে আবেদন করা হয়েছে, যাতে স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে যেন কোনওভাবেই কার্যকর হতে দেওয়া না হয় ৷ আবেদনে বলা হয়েছে, সংবিধান শারীরিক অসুস্থতা ও কষ্টের ভিত্তিতে বৈষ্য়মের অনুমতি দেয় না ৷ এভাবে রোগীর নাম প্রকাশ্য়ে আনলে তাঁর সম্মানের সঙ্গে বাঁচার অধিকার খর্ব হতে পারে ৷

এরপরেই কেন্দ্রের সলিসিটর জেনেরালের বদলে আদালতে হাজির কাউন্সিলের কাছে এর জন্য় সরকারকে হলফনামা দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ এর জন্য় সরকারকে দু’সপ্তাহ সময় দিয়েছে বেঞ্চ ৷ এদিন মামলাকারী আইনজীবীর তরফে আদালতে এও জানানো হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্ত বেশকিছু রাজ্য় পালন করতে শুরুও করে দিয়েছে ৷

দিল্লি, 5 নভেম্বর : কোরোনা আক্রান্তের বাড়িতে সচেতনতার জন্য় পোস্টার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ যার বিরুদ্ধে সুপ্রিম জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল ৷ সেই মামলাতেই এবার স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷ এনিয়ে আগামী দু’সপ্তাহের মধ্য়ে কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলেছে বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ ৷

আইনজীবী কুশ কালরা আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন ৷ যেখানে বলা হয়েছে, জন সচেতনতার নামে কোরোনা রোগীর বাড়ির বাইরে পোস্টার লাগানোর কথা বলেছে কেন্দ্র ৷ এমনকী রোগীর নামও সেখানে প্রকাশ করার কথা বলা হয়েছে ৷ এভাবে কোনও কোরোনা রোগীর পরিচয় প্রকাশ করা তাঁর সাংবিধানিক অধিকারের বিরুদ্ধে বলে আদালতে দাবি করেছেন আইনজীবী কুশ কালরা ৷ জনস্বার্থ মামলায় আদালতের কাছে আবেদন করা হয়েছে, যাতে স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তকে যেন কোনওভাবেই কার্যকর হতে দেওয়া না হয় ৷ আবেদনে বলা হয়েছে, সংবিধান শারীরিক অসুস্থতা ও কষ্টের ভিত্তিতে বৈষ্য়মের অনুমতি দেয় না ৷ এভাবে রোগীর নাম প্রকাশ্য়ে আনলে তাঁর সম্মানের সঙ্গে বাঁচার অধিকার খর্ব হতে পারে ৷

এরপরেই কেন্দ্রের সলিসিটর জেনেরালের বদলে আদালতে হাজির কাউন্সিলের কাছে এর জন্য় সরকারকে হলফনামা দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ এর জন্য় সরকারকে দু’সপ্তাহ সময় দিয়েছে বেঞ্চ ৷ এদিন মামলাকারী আইনজীবীর তরফে আদালতে এও জানানো হয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্ত বেশকিছু রাজ্য় পালন করতে শুরুও করে দিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.