ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে পার্শ্বশিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

author img

By

Published : Jun 24, 2020, 7:58 PM IST

জুনিয়র বেসিক স্কুলগুলিতে 69 হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ করবে উত্তরপ্রদেশ সরকার । 12 জুন এলাহাবাদ হাইকোর্ট সেই নিয়োগ প্রক্রিয়া শুরুর রায় দেয় । আজ সু্প্রিম কোর্টও সেই রায় বহাল রাখে ৷

SC
SC

দিল্লি, 24 জুন : এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট । উত্তরপ্রদেশ সরকারকে 69 হাজার পার্শ্বশিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিল এলাহবাদ হাইকোর্ট । সেই নির্দেশ বহাল রাখার পক্ষে মত দিল শীর্ষ আদালত ।

জুনিয়র বেসিক স্কুলগুলিতে 69 হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ করবে উত্তরপ্রদেশ সরকার । সেই প্রক্রিয়াও শুরু করা হয় । কিন্তু, 2019-এর পার্শ্বশিক্ষকের নিয়োগ পরীক্ষা নিয়ে আদালতে অনেকগুলো আবেদন জমা পড়ে । মূলত, পরীক্ষা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলে একাধিক আবেদন জমা পড়ে আদালতে । সেই আবেদনগুলি শোনে এলাহাবাদ হাইকোর্ট । 3 জুন এলাহবাদ হাইকোর্টের বেঞ্চের তরফে নিয়োগ পরীক্ষায় স্থগিতাদেশ দেওয়া হয় ।

হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তরপ্রদেশ এগজ়ামিন রেগুলেটরি অথোরিটি (UPERA) –র তরফে আবার আবেদন করা হয় । এবং এই স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জিও জানায় । এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় । 12 জুন UPERA –র পক্ষে রায় দেয় হাইকোর্ট । নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় ।

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে কয়েকজন আবেদনকারী সুপ্রিম কোর্টে আবেদন করেন । সেই আবেদন শোনার পর তাঁদের পক্ষে রায় দিল না সুপ্রিম কোর্ট ।

বিচারপতি হেমন্ত গুপ্তা বলেন, পরীক্ষার্থীরা মার্কিং স্কিম জেনেই পরীক্ষায় বসেছিলেন । এই বিষয়ে হস্তক্ষেপ করা হবে না বলে স্পষ্ট জানায় সুপ্রিম কোর্ট । এবং আবেদনকারীরা চাইলে এলাহাবাদ হাইকোর্টে যেতে পারেন বলেও শীর্ষ আদালতের তরফে জানানো হয় ।

দিল্লি, 24 জুন : এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট । উত্তরপ্রদেশ সরকারকে 69 হাজার পার্শ্বশিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিল এলাহবাদ হাইকোর্ট । সেই নির্দেশ বহাল রাখার পক্ষে মত দিল শীর্ষ আদালত ।

জুনিয়র বেসিক স্কুলগুলিতে 69 হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ করবে উত্তরপ্রদেশ সরকার । সেই প্রক্রিয়াও শুরু করা হয় । কিন্তু, 2019-এর পার্শ্বশিক্ষকের নিয়োগ পরীক্ষা নিয়ে আদালতে অনেকগুলো আবেদন জমা পড়ে । মূলত, পরীক্ষা কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলে একাধিক আবেদন জমা পড়ে আদালতে । সেই আবেদনগুলি শোনে এলাহাবাদ হাইকোর্ট । 3 জুন এলাহবাদ হাইকোর্টের বেঞ্চের তরফে নিয়োগ পরীক্ষায় স্থগিতাদেশ দেওয়া হয় ।

হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তরপ্রদেশ এগজ়ামিন রেগুলেটরি অথোরিটি (UPERA) –র তরফে আবার আবেদন করা হয় । এবং এই স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জিও জানায় । এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় । 12 জুন UPERA –র পক্ষে রায় দেয় হাইকোর্ট । নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয় ।

হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে কয়েকজন আবেদনকারী সুপ্রিম কোর্টে আবেদন করেন । সেই আবেদন শোনার পর তাঁদের পক্ষে রায় দিল না সুপ্রিম কোর্ট ।

বিচারপতি হেমন্ত গুপ্তা বলেন, পরীক্ষার্থীরা মার্কিং স্কিম জেনেই পরীক্ষায় বসেছিলেন । এই বিষয়ে হস্তক্ষেপ করা হবে না বলে স্পষ্ট জানায় সুপ্রিম কোর্ট । এবং আবেদনকারীরা চাইলে এলাহাবাদ হাইকোর্টে যেতে পারেন বলেও শীর্ষ আদালতের তরফে জানানো হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.