ETV Bharat / bharat

ডেবিট কার্ড তুলে দিতে পারে SBI

author img

By

Published : Aug 20, 2019, 10:51 AM IST

পরিষেবা প্লাস্টিকবিহীন করতে ডেবিট কার্ড তুলে দিতে পারে SBI ৷

পরিষেবা প্লাস্টিকবিহীন করতে ডেবিট কার্ড তুলে দিতে পারে SBI

দিল্লি, 20 অগাস্ট : দেশ হবে আরও ডিজিটাল ৷ আরও স্মার্ট ৷ একথা মাথায় রেখেই এবার ডেবিট কার্ড তুলে দিতে পারে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) ৷ পরিষেবা প্লাস্টিকবিহীন করতেই এই উদ্যোগ নিতে পারে তারা ৷

গতকাল এক সম্মেলনে চেয়ারম্যান রজনীশ কুমার এই প্রসঙ্গে বলেন, ''আমরা চাই ডেবিট কার্ড তুলে দিতে ৷ আমরা নিশ্চিত যে এটা করতে পারব ৷''

তিনি বলেন, দেশে 90 কোটি SBI গ্রাহকের ডেবিট কার্ড রয়েছে ৷ 3 কোটি গ্রাহকের রয়েছে ক্রেডিট কার্ড ৷ এই প্রসঙ্গে ইয়োনো (YONO) অ্যাপের কথা উল্লেখ করেন তিনি ৷ এর মাধ্যমে ATM থেকে নগদ টাকা তোলা যাবে ডেবিট কার্ড ছাড়াই । স্টেট ব্যাঙ্কের এই নতুন পরিষেবা পেতে গেলে শুধু স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করলেই চলে । ATM প্রতারণা বন্ধ করতে, গ্রাহক নিরাপত্তার স্বার্থে তাই নতুন পরিষেবা আনতে উদ্যোগী হয়েছে SBI ৷

SBI গ্রাহকদের একাধিক কার্ডের পরিষেবা দিয়ে থাকে ৷ যেখানে ক্লাসিক ডেবিট কার্ড থেকে শুরু করে সবই রয়েছে ৷ এছাড়াও সিলভার ইন্টারন্যাশানাল ডেবিট কার্ড, গ্লোবাল ইন্টারন্যাশানাল ডেবিট কার্ড, গোল্ড ইন্টারন্যাশানাল ডেবিট কার্ড, প্ল্যাটিনাম ইন্টারন্যাশানাল ডেবিট কার্ড-সহ একাধিক কার্ড রয়েছে৷

দিল্লি, 20 অগাস্ট : দেশ হবে আরও ডিজিটাল ৷ আরও স্মার্ট ৷ একথা মাথায় রেখেই এবার ডেবিট কার্ড তুলে দিতে পারে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (SBI) ৷ পরিষেবা প্লাস্টিকবিহীন করতেই এই উদ্যোগ নিতে পারে তারা ৷

গতকাল এক সম্মেলনে চেয়ারম্যান রজনীশ কুমার এই প্রসঙ্গে বলেন, ''আমরা চাই ডেবিট কার্ড তুলে দিতে ৷ আমরা নিশ্চিত যে এটা করতে পারব ৷''

তিনি বলেন, দেশে 90 কোটি SBI গ্রাহকের ডেবিট কার্ড রয়েছে ৷ 3 কোটি গ্রাহকের রয়েছে ক্রেডিট কার্ড ৷ এই প্রসঙ্গে ইয়োনো (YONO) অ্যাপের কথা উল্লেখ করেন তিনি ৷ এর মাধ্যমে ATM থেকে নগদ টাকা তোলা যাবে ডেবিট কার্ড ছাড়াই । স্টেট ব্যাঙ্কের এই নতুন পরিষেবা পেতে গেলে শুধু স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করলেই চলে । ATM প্রতারণা বন্ধ করতে, গ্রাহক নিরাপত্তার স্বার্থে তাই নতুন পরিষেবা আনতে উদ্যোগী হয়েছে SBI ৷

SBI গ্রাহকদের একাধিক কার্ডের পরিষেবা দিয়ে থাকে ৷ যেখানে ক্লাসিক ডেবিট কার্ড থেকে শুরু করে সবই রয়েছে ৷ এছাড়াও সিলভার ইন্টারন্যাশানাল ডেবিট কার্ড, গ্লোবাল ইন্টারন্যাশানাল ডেবিট কার্ড, গোল্ড ইন্টারন্যাশানাল ডেবিট কার্ড, প্ল্যাটিনাম ইন্টারন্যাশানাল ডেবিট কার্ড-সহ একাধিক কার্ড রয়েছে৷

Antigua (West Indies), Aug 20 (ANI): A three-day practice match was played between India A team and West Indies A in Antigua. The match commenced on August 17 at the Coolidge Cricket Ground. On the last day of game the match ends with a draw. Ajinkya Rahane led India in the 3-day practice match. Umesh Yadav, Ishant Sharma and KL Rahul were part of India A team among other players. Ishant Sharma led a fine bowling performance from India. Indian team will begin their World Test Championship campaign in the 1st test match against West Indies from August 22.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.