ETV Bharat / bharat

"কারকারে দেশদ্রোহী", মন্তব্যর জন্য ক্ষমা চাইলেন প্রজ্ঞা

"কারকারে দেশদ্রোহী এবং ধর্মবিরোধী ছিলেন ।" গতকাল জেলে তাঁর ওপর চলা অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে বলেন সাধ্বী প্রজ্ঞা । সেই মন্তব্যর জন্য ক্ষমা চাইলেন প্রজ্ঞা ।

প্রজ্ঞা
author img

By

Published : Apr 20, 2019, 12:49 PM IST

ভোপাল, ২০ এপ্রিল : ২৬/১১ মুম্বই হামলার শহিদ হেমন্ত কারকারেকে অভিশাপ বিষয়ক মন্তব্য ফিরিয়ে নিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর । পাশাপাশি তিনি সেই মন্তব্যর জন্য ক্ষমাও চেয়েছেন । তাঁর মন্তব্যর জেরে সরগরম হয়েছিল রাজনৈতিক মহল ।

স্পষ্টতই সেই মন্তব্যর জেরে বিব্রত এই নেত্রী বলেন, "আমার কথায় যদি দেশের শত্রুরা খুশি হয়, তাহলে আমি খুশি হব না । তাই আমি আমার কথাগুলো ফিরিয়ে নিচ্ছি এবং ক্ষমা চাইছি । এমন কোনও কথা আমাদের বলা উচিত নয়, যা আমাদের শত্রুদের মুখে হাসি ফুটিয়ে তুলবে । যে যন্ত্রণা আমি পেয়েছি, তা আর কেউ পাক সেটা চাই না । কিন্তু, এই কথাটি অনস্বীকার্য যে, জঙ্গিদের হাতে প্রাণ দেওয়া হেমন্ত কারকারে নিশ্চিতভাবে একজন শহিদ ।"

BJP-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সাধ্বী প্রজ্ঞার মন্তব্যটি 'ব্যক্তিগত' । অবশ্য সাধ্বী প্রজ্ঞা নিজে অন্যরকম ভাবছেন । তাঁর কথায়, "আমি যা ভেবেছি, যা মনে করেছি, সেটাই বলেছি । আমার কথাগুলো থেকে নিজেদের দূরত্ব বজায় রাখেনি দল । তারা ঠিকই বলেছে । ওটা আমার ব্যক্তিগত মন্তব্য ।"

গতকাল জেলে তাঁর ওপর চলা অত্যাচারের বর্ণনা দেন সাধ্বী প্রজ্ঞা । পাশাপাশি বলেন, "আমাকে বেআইনিভাবে আটক করা হয়েছিল । ওরা চাইত, আমি সেই মারের মুখে স্বীকার করে নিই যে, ওই বিস্ফোরণে আমার হাতও রয়েছে । তদন্তকারী দলের তরফে হেমন্তকে ডেকে বলা হয় আমার বিরুদ্ধে কোনও প্রমাণ না পেলে যেন আমাকে ছেড়ে দেওয়া হয় । তিনি বলেছিলেন, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে যা দরকার তাই করবেন । আমাকে ছাড়বেন না । এতটাই জটিল মনের মানুষ । কারকারে দেশদ্রোহী এবং ধর্মবিরোধী ছিলেন ।"

ভোপাল, ২০ এপ্রিল : ২৬/১১ মুম্বই হামলার শহিদ হেমন্ত কারকারেকে অভিশাপ বিষয়ক মন্তব্য ফিরিয়ে নিলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর । পাশাপাশি তিনি সেই মন্তব্যর জন্য ক্ষমাও চেয়েছেন । তাঁর মন্তব্যর জেরে সরগরম হয়েছিল রাজনৈতিক মহল ।

স্পষ্টতই সেই মন্তব্যর জেরে বিব্রত এই নেত্রী বলেন, "আমার কথায় যদি দেশের শত্রুরা খুশি হয়, তাহলে আমি খুশি হব না । তাই আমি আমার কথাগুলো ফিরিয়ে নিচ্ছি এবং ক্ষমা চাইছি । এমন কোনও কথা আমাদের বলা উচিত নয়, যা আমাদের শত্রুদের মুখে হাসি ফুটিয়ে তুলবে । যে যন্ত্রণা আমি পেয়েছি, তা আর কেউ পাক সেটা চাই না । কিন্তু, এই কথাটি অনস্বীকার্য যে, জঙ্গিদের হাতে প্রাণ দেওয়া হেমন্ত কারকারে নিশ্চিতভাবে একজন শহিদ ।"

BJP-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সাধ্বী প্রজ্ঞার মন্তব্যটি 'ব্যক্তিগত' । অবশ্য সাধ্বী প্রজ্ঞা নিজে অন্যরকম ভাবছেন । তাঁর কথায়, "আমি যা ভেবেছি, যা মনে করেছি, সেটাই বলেছি । আমার কথাগুলো থেকে নিজেদের দূরত্ব বজায় রাখেনি দল । তারা ঠিকই বলেছে । ওটা আমার ব্যক্তিগত মন্তব্য ।"

গতকাল জেলে তাঁর ওপর চলা অত্যাচারের বর্ণনা দেন সাধ্বী প্রজ্ঞা । পাশাপাশি বলেন, "আমাকে বেআইনিভাবে আটক করা হয়েছিল । ওরা চাইত, আমি সেই মারের মুখে স্বীকার করে নিই যে, ওই বিস্ফোরণে আমার হাতও রয়েছে । তদন্তকারী দলের তরফে হেমন্তকে ডেকে বলা হয় আমার বিরুদ্ধে কোনও প্রমাণ না পেলে যেন আমাকে ছেড়ে দেওয়া হয় । তিনি বলেছিলেন, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে যা দরকার তাই করবেন । আমাকে ছাড়বেন না । এতটাই জটিল মনের মানুষ । কারকারে দেশদ্রোহী এবং ধর্মবিরোধী ছিলেন ।"

Hubli (Karnataka), Apr 20 (ANI): While speaking to ANI, Karnataka Chief Minister HD Kumaraswamy on Friday answered a question as to why he broke down at an event in Bengaluru, he said, "Why I wept in the beginning? Because I am a very emotional man, sensitive man. I always look at the mood of the people. When I formed the government they had not accepted this system, for that I was a little upset. Due to that reason I wept in the beginning. But now people are actually getting confident Kumaraswamy has done good thing by joining hands with Congress to form this government. He is looking forward to the development of Karnataka state. That is the feeling of people now.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.