দিল্লি, 10 এপ্রিল : গুগলের পেমেন্ট অ্যাপ কী করে তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে ? রিজ়ার্ভ ব্যাঙ্কের কাছে এই প্রশ্নের উত্তর চাইল দিল দিল্লি হাইকোর্ট। দেশের শীর্ষ ব্যাঙ্কের কাছে আদালতের প্রশ্ন RBI-র অনুমতি ছাড়া জি-পে অ্যাপটি কী করে আর্থিক লেনদেন চালিয়ে যাচ্ছে? জি-পে সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন এবং বিচারপতি এ জে ভামভানির ডিভিশন বেঞ্চ প্রশ্নটি করে।
হাইকোর্টের নির্দেশ, এই বিষয়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের পাশাপাশি গুগল ইন্ডিয়াকেও নিজেদের বক্তব্য জানাতে হবে। জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন অভিজিৎ মিশ্র নামে এক ব্যক্তি। তাঁর দাবি ২০১৯ সালের ২০ মার্চ RBI তাদের অনুমোদিত পেমেন্ট সিস্টেম সংস্থা হিসেবে যে কয়েকটি সংস্থার নাম প্রকাশ করেছে তাতে জি-পের উল্লেখ ছিল না। আর তার ভিত্তিতেই মামলা দায়ের করেছেন তিনি।