ETV Bharat / bharat

অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে বৈঠক করবেন রাজনাথ - Mark Esper

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা যায়, " প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ টেলিফোনে অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে কথা বলবেন ৷ তাঁদের আলোচনায় ভারত - চিন সীমান্তে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উদ্বেগজনক পরিস্থিতির কথা হতে পারে ৷ "

Rajnath to hold talks with US counterpart, border tensions likely to come up
অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে বৈঠক রাজনাথ সিংয়ের
author img

By

Published : Jun 30, 2020, 4:56 PM IST

দিল্লি, 30 জুন : অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রীমার্ক এসপারের সঙ্গে টেলিফোনে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ খবরকেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে ৷ আজ প্রতিরক্ষামন্ত্রকের তরফে একটিসর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ভারত - চিন সীমান্তে পূর্ব লাদাখেপ্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে হতে পারে আলোচনা ৷

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকেরএক আধিকারিক জানান, " প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ টেলিফোনে অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রীমার্ক এসপারের সঙ্গে কথা বলবেন ৷ তাঁদের আলোচনায় ভারত - চিন সীমান্তে পূর্ব লাদাখেপ্রকৃত নিয়ন্ত্রণরেখায় উদ্বেগজনক পরিস্থিতির কথা হতে পারে ৷ 22 জুন দুই দেশের লেফটেন্যান্ট জেনেরালের বৈঠকে নেওয়াসিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি ৷ সে বিষয়েই হতে পারে আলোচনা ৷ "

দিল্লি, 30 জুন : অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রীমার্ক এসপারের সঙ্গে টেলিফোনে কথা বলবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷ খবরকেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের তরফে ৷ আজ প্রতিরক্ষামন্ত্রকের তরফে একটিসর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ভারত - চিন সীমান্তে পূর্ব লাদাখেপ্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে হতে পারে আলোচনা ৷

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকেরএক আধিকারিক জানান, " প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ টেলিফোনে অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রীমার্ক এসপারের সঙ্গে কথা বলবেন ৷ তাঁদের আলোচনায় ভারত - চিন সীমান্তে পূর্ব লাদাখেপ্রকৃত নিয়ন্ত্রণরেখায় উদ্বেগজনক পরিস্থিতির কথা হতে পারে ৷ 22 জুন দুই দেশের লেফটেন্যান্ট জেনেরালের বৈঠকে নেওয়াসিদ্ধান্তের বাস্তবায়ন হয়নি ৷ সে বিষয়েই হতে পারে আলোচনা ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.