মুম্বই ও বেঙ্গালুরু, 17 অক্টোবর : ভারী বৃষ্টি ও জলাধার থেকে জল ছাড়ায় ক্ষতিগ্রস্ত কর্নাটক ও মহারাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চল ৷ উভয় রাজ্যেরই ভেসে গেছে একাধিক এলাকা ৷ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ৷
মহারাষ্ট্রের সরকারি সূত্র অনুযায়ী, ভারী বৃষ্টির জেরে 3 হাজারেরও বেশি বাড়ি ভেঙে গেছে ৷ রাজ্যের পশ্চিম অংশে বসবাসকারী প্রায় 40 হাজার মানুষকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ গত তিনদিনে সেখানে 48 জন মারা গেছেন ৷ তাঁদের মধ্যে 29 জনই হলেন পুনের , 16 জন ঔরাঙ্গাবাদের , 3 জন কঙ্কন উপকূলের ৷ পাশাপাশি বহু ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার পশ্চিম মহারাষ্ট্রে প্রবল বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় প্রশাসনকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত ফসল, ঘরবাড়ি ও অন্যান্য সম্পদের ক্ষতির তালিকা তৈরি করতে বলেছেন । এইক সঙ্গে তিনি পুনে, সোলাপুর, সাঙ্গলি, সাতারা, কোলাপুরের প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন ৷ সরকারি তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টিতে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের সমস্ত ক্ষতিপূরণের জন্য কেন্দ্রর কাছে সাহায্য চাওয়া হবে ৷
-
Spoke to Maharashtra CM Uddhav Thackeray Ji regarding the situation arising due to flooding and heavy rain in parts of the state. My thoughts and prayers are with those sisters and brothers affected. Reiterated Centre’s support in the ongoing rescue and relief work. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) October 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Spoke to Maharashtra CM Uddhav Thackeray Ji regarding the situation arising due to flooding and heavy rain in parts of the state. My thoughts and prayers are with those sisters and brothers affected. Reiterated Centre’s support in the ongoing rescue and relief work. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) October 16, 2020Spoke to Maharashtra CM Uddhav Thackeray Ji regarding the situation arising due to flooding and heavy rain in parts of the state. My thoughts and prayers are with those sisters and brothers affected. Reiterated Centre’s support in the ongoing rescue and relief work. @OfficeofUT
— Narendra Modi (@narendramodi) October 16, 2020
অন্যদিকে, বন্যায় কর্নাটকের উত্তর অঞ্চলটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ গত কয়েক মাসের মধ্যে এই অঞ্চলে তিনবার বন্যা দেখা দিয়েছে ৷ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ কর্নাটকের বেলাগাভি, কালাবুরাগি, রায়চূ়ড়, ইয়াদগির, কোপ্পাল, গাডাগ, ধারওয়াদ, বাগালকোটে, বিজয়পুরা, ও হাভেরির মতো জেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভিমা নদীর উপচে পড়া জলে বিধ্বস্ত হয়েছে কালাবুরাগি ও ইয়াদগিরের একাধিক গ্রাম ৷ নষ্ট হয়ে গেছে বহু ফসল ৷ সরকারি সূত্রে খবর, ইতিমধ্যে চালু রয়েছে 41টি ত্রাণ শিবির ৷