দিল্লি, 13 জুলাই : লাদাখের গালওয়ান উপত্যকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত চিন সংঘর্ষের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরোক্ষভাবে দায়ি করলেন রাহুল গান্ধি । ''তিনি ঘুমিয়ে রয়েছেন । যার মূল্য দিতে হচ্ছে দেশকে ।'' নাম না করে আজ টুইট করেন কংগ্রেস নেতা । টুইটের সঙ্গে তিনি একটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট জুড়ে দেন । যেখানে দাবি করা হয়েছে, চিনা সেনা দীর্ঘ কয়েকমাস ধরে এই পদক্ষেপের পরিকল্পনা করছিল ।
এর আগেও লাদাখ ইশুতে একাধিকবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন রাহুল গান্ধি । রবিবার প্রধানমন্ত্রীকে আক্রমণ তিনি প্রশ্ন করেন "চিন ভারতের জমি দখল করে নিল, প্রধানমন্ত্রী কী পদক্ষেপ করলেন?"
গত মাসের 15 তারিখ গালওয়ান উপত্যকায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষে 20 জন জওয়ান শহিদ হন । জখম হয়েছিলেন আরও 76 জন । এরপর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমনে উভয়পক্ষের লেফটেন্যান্ট জেনেরালস্তরের আধিকারিকরা তিনবার বৈঠক করেন । সম্প্রতি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ে খুব শীঘ্রই উভয়পক্ষ ফের আলোচনায় বসবে ।